ETV Bharat / bharat

স্বস্তিতে নীতীশ, কোরোনা রিপোর্ট এল নেগেটিভ - Overall scenario of Unlock 2.0 in India

আনলক 2.0
আনলক 2.0
author img

By

Published : Jul 5, 2020, 7:07 AM IST

06:52 July 05

দিল্লি, 5 জুলাই : চলছে আনলক 2.0 । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • কোরোনা পরিস্থিতিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না অথচ সামনেই গণেশ চতুর্থী, চিন্তায় মুম্বইয়ের মৃৎশিল্পীরা ৷

06:18 July 05

  • সংক্রমিতের সংস্পর্শে আসায় নিজের কোরোনা পরীক্ষা করিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ রিপোর্ট নেগেটিভ এসেছে ৷

06:52 July 05

দিল্লি, 5 জুলাই : চলছে আনলক 2.0 । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • কোরোনা পরিস্থিতিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না অথচ সামনেই গণেশ চতুর্থী, চিন্তায় মুম্বইয়ের মৃৎশিল্পীরা ৷

06:18 July 05

  • সংক্রমিতের সংস্পর্শে আসায় নিজের কোরোনা পরীক্ষা করিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.