দিল্লি, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-এর বিরোধিতা করে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন বিরোধী দলের প্রতিনিধিরা । সোনিয়া গান্ধির নেতৃত্বে আজ দলটি দেখা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে । প্রতিবাদের নামে হিংসা যাতে আর না ছড়ায় তার জন্য আইন প্রত্যাহারের আর্জিও জানানো হয় । তাদের কথায়, রাষ্ট্রপতি উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদ ও কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভপ্রকাশ করে আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি বলেন, "বর্তমান পরিস্থিতিতে জনগণের আওয়াজ শুনছে না মোদি সরকার । উদাহরণ হিসেবে দিল্লির ঘটনার কথাই বলা যেতে পারে । মহিলাদের হস্টেল থেকে জোর করে ছাত্রীদের বের করে আনা বা তাদের মারধর করা হয়। আইনটির বিরোধিতায় উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রাজধানীসহ গোটা দেশে । পরিস্থিতি খুবই গুরুতর । ভয় এটাই যে এই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে । যে দৃষ্টিভঙ্গিতে শান্তিপূর্ণ বিক্ষোভকে পুলিশ দেখছে তা উদ্বেগজনক ।"
একদিকে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন বিরোধী দলের প্রতিনিধিরা, তখন দিল্লির সিলামপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে । ভাঙচুর করা হয় একটি স্কুলবাসে । বিক্ষোভকারীরা আগুন লাগায় পুলিশ ফাঁড়িতেও । পুলিশের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । তারপর জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ছোড়া হয় কাঁদানো গ্যাসের শেল । ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশ কর্মী ।
আজও এই আইনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের সামনে জমা হয় জামিয়া মিলিয়ার পড়ুয়ারা ।