ETV Bharat / bharat

নাগরিকত্ব আইন প্রত্যাহার করা হোক, রাষ্ট্রপতির কাছে আর্জি বিরোধীদের - CAB

নাগরিকত্ব আইনের বিরোধিতা করে সোনিয়া গান্ধির নেতৃত্বে আজ বিরোধী দলের প্রতিনিধিরা দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে ।

সোনিয়া
সোনিয়া
author img

By

Published : Dec 17, 2019, 7:48 PM IST

দিল্লি, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-এর বিরোধিতা করে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন বিরোধী দলের প্রতিনিধিরা । সোনিয়া গান্ধির নেতৃত্বে আজ দলটি দেখা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে । প্রতিবাদের নামে হিংসা যাতে আর না ছড়ায় তার জন্য আইন প্রত্যাহারের আর্জিও জানানো হয় । তাদের কথায়, রাষ্ট্রপতি উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদ ও কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভপ্রকাশ করে আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি বলেন, "বর্তমান পরিস্থিতিতে জনগণের আওয়াজ শুনছে না মোদি সরকার । উদাহরণ হিসেবে দিল্লির ঘটনার কথাই বলা যেতে পারে । মহিলাদের হস্টেল থেকে জোর করে ছাত্রীদের বের করে আনা বা তাদের মারধর করা হয়। আইনটির বিরোধিতায় উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রাজধানীসহ গোটা দেশে । পরিস্থিতি খুবই গুরুতর । ভয় এটাই যে এই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে । যে দৃষ্টিভঙ্গিতে শান্তিপূর্ণ বিক্ষোভকে পুলিশ দেখছে তা উদ্বেগজনক ।"

একদিকে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন বিরোধী দলের প্রতিনিধিরা, তখন দিল্লির সিলামপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে । ভাঙচুর করা হয় একটি স্কুলবাসে । বিক্ষোভকারীরা আগুন লাগায় পুলিশ ফাঁড়িতেও । পুলিশের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । তারপর জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ছোড়া হয় কাঁদানো গ্যাসের শেল । ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশ কর্মী ।

আজও এই আইনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের সামনে জমা হয় জামিয়া মিলিয়ার পড়ুয়ারা ।

দিল্লি, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-এর বিরোধিতা করে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন বিরোধী দলের প্রতিনিধিরা । সোনিয়া গান্ধির নেতৃত্বে আজ দলটি দেখা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে । প্রতিবাদের নামে হিংসা যাতে আর না ছড়ায় তার জন্য আইন প্রত্যাহারের আর্জিও জানানো হয় । তাদের কথায়, রাষ্ট্রপতি উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -এর প্রতিবাদ ও কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভপ্রকাশ করে আজ কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি বলেন, "বর্তমান পরিস্থিতিতে জনগণের আওয়াজ শুনছে না মোদি সরকার । উদাহরণ হিসেবে দিল্লির ঘটনার কথাই বলা যেতে পারে । মহিলাদের হস্টেল থেকে জোর করে ছাত্রীদের বের করে আনা বা তাদের মারধর করা হয়। আইনটির বিরোধিতায় উত্তর-পূর্ব ভারতের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে রাজধানীসহ গোটা দেশে । পরিস্থিতি খুবই গুরুতর । ভয় এটাই যে এই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে । যে দৃষ্টিভঙ্গিতে শান্তিপূর্ণ বিক্ষোভকে পুলিশ দেখছে তা উদ্বেগজনক ।"

একদিকে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন বিরোধী দলের প্রতিনিধিরা, তখন দিল্লির সিলামপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে । ভাঙচুর করা হয় একটি স্কুলবাসে । বিক্ষোভকারীরা আগুন লাগায় পুলিশ ফাঁড়িতেও । পুলিশের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয় । বাস লক্ষ্য করেও পাথর ছোড়া হয় । তারপর জমায়েতে লাঠিচার্জ করে পুলিশ । পরিস্থিতি সামলাতে ছোড়া হয় কাঁদানো গ্যাসের শেল । ঘটনায় জখম হয়েছেন দুই পুলিশ কর্মী ।

আজও এই আইনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের সামনে জমা হয় জামিয়া মিলিয়ার পড়ুয়ারা ।

New Delhi, Dec 16 (ANI): Congress leader Priyanka Gandhi Vadra staged dharna at India Gate. Congress leaders including Ghulam Nabi Azad, KC Venugopal, AK Antony, PL Punia, and Ahmed Patel along with other senior leaders were also present during the protest. Congress party staged protest over police action during students' protests in Jamia Millia Islamia and Uttar Pradesh's Aligarh Muslim University (AMU).

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.