জোরহাট (অসম), 1 সেপ্টেম্বর : চিকিৎসার অভাবে রোগীমৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনা ঘটল অসমের জোরহাটে । রোগী ভরতির পর হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির জেরেই এই ঘটনা । চিকিৎসকের অবহেলার কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে জোরহাট মেডিকেল কলেজ এলাকায় । দেবেন দত্ত নামে সত্তরোর্ধ্ব ওই চিকিৎসক হাসপাতালে ঢুকতেই তাঁর ওপর চড়াও হন জোরহাটের তেওক চা বাগানের কর্মীরা । গণপিটুনিতে মৃত্যু হয় চিকিৎসকের ।
শনিবার দুপুরে তেওক চা বাগানের কর্মী সোমরা মাঝি (33)-কে জোরহাট মেডিকেল কলেজে ভরতি করানো হয় । চা বাগানের অন্যান্য কর্মীদের অভিযোগ, সেই সময় দেবেন দত্ত নামে ওই চিকিৎসক হাসপাতালে ছিলেন না । এমন কী হাসপাতালের যিনি ফার্মাসিস্ট, তিনিও ছুটিতে ছিলেন । ছিলেন একজন নার্স । তিনি স্যালাইন দেন । তা সত্ত্বেও মৃত্যু হয় সোমরার ।
এরপর দুপুর সাড়ে 3টে নাগাদ দেবেনবাবু হাসপাতালে আসেন । তাঁর উপর চড়াও হন তেওক চা বাগানের কর্মীরা । চলে মারধর । পরে হাসপাতালেরই একটি ঘরে বন্ধ করে দেওয়া হয় । খবর পেয়ে জোরহাট থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেবেনবাবুকে উদ্ধার করে । পরে তাঁকে অন্য একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয় । গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয় ।
জোরহাটের ডেপুটি কমিশনার রোশনি অপারাঞ্জি কোরাটি জানান, 73 বছর বয়সি দেবেন দত্ত বেশ কিছু বছর আগেই অবসর নিয়েছিলেন । তারপরও কর্তৃপক্ষের অনুরোধে তিনি এই হাসপাতালে কাজ করতেন । দেবেন দত্ত এলাকার একজন প্রসিদ্ধ চিকিৎসক । তাঁর এই পরিণতিতে শোকের ছায়া জোরহাটে ।