ETV Bharat / bharat

অসমে গণপিটুনিতে মৃত্যু চিকিৎসকের - jorhat

চিকিৎসার অভাবে রোগীমৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনা ঘটল অসমের জোরহাটে । নাম দেবেন দত্ত । তাঁর মৃত্যুতে শোকের ছাড়া অসমের জোরহাটে ।

assam
author img

By

Published : Sep 1, 2019, 9:23 PM IST

জোরহাট (অসম), 1 সেপ্টেম্বর : চিকিৎসার অভাবে রোগীমৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনা ঘটল অসমের জোরহাটে । রোগী ভরতির পর হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির জেরেই এই ঘটনা । চিকিৎসকের অবহেলার কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে জোরহাট মেডিকেল কলেজ এলাকায় । দেবেন দত্ত নামে সত্তরোর্ধ্ব ওই চিকিৎসক হাসপাতালে ঢুকতেই তাঁর ওপর চড়াও হন জোরহাটের তেওক চা বাগানের কর্মীরা । গণপিটুনিতে মৃত্যু হয় চিকিৎসকের ।

শনিবার দুপুরে তেওক চা বাগানের কর্মী সোমরা মাঝি (33)-কে জোরহাট মেডিকেল কলেজে ভরতি করানো হয় । চা বাগানের অন্যান্য কর্মীদের অভিযোগ, সেই সময় দেবেন দত্ত নামে ওই চিকিৎসক হাসপাতালে ছিলেন না । এমন কী হাসপাতালের যিনি ফার্মাসিস্ট, তিনিও ছুটিতে ছিলেন । ছিলেন একজন নার্স । তিনি স্যালাইন দেন । তা সত্ত্বেও মৃত্যু হয় সোমরার ।

এরপর দুপুর সাড়ে 3টে নাগাদ দেবেনবাবু হাসপাতালে আসেন । তাঁর উপর চড়াও হন তেওক চা বাগানের কর্মীরা । চলে মারধর । পরে হাসপাতালেরই একটি ঘরে বন্ধ করে দেওয়া হয় । খবর পেয়ে জোরহাট থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেবেনবাবুকে উদ্ধার করে । পরে তাঁকে অন্য একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয় । গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয় ।

জোরহাটের ডেপুটি কমিশনার রোশনি অপারাঞ্জি কোরাটি জানান, 73 বছর বয়সি দেবেন দত্ত বেশ কিছু বছর আগেই অবসর নিয়েছিলেন । তারপরও কর্তৃপক্ষের অনুরোধে তিনি এই হাসপাতালে কাজ করতেন । দেবেন দত্ত এলাকার একজন প্রসিদ্ধ চিকিৎসক । তাঁর এই পরিণতিতে শোকের ছায়া জোরহাটে ।

জোরহাট (অসম), 1 সেপ্টেম্বর : চিকিৎসার অভাবে রোগীমৃত্যুকে কেন্দ্র করে এক চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনা ঘটল অসমের জোরহাটে । রোগী ভরতির পর হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতির জেরেই এই ঘটনা । চিকিৎসকের অবহেলার কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে জোরহাট মেডিকেল কলেজ এলাকায় । দেবেন দত্ত নামে সত্তরোর্ধ্ব ওই চিকিৎসক হাসপাতালে ঢুকতেই তাঁর ওপর চড়াও হন জোরহাটের তেওক চা বাগানের কর্মীরা । গণপিটুনিতে মৃত্যু হয় চিকিৎসকের ।

শনিবার দুপুরে তেওক চা বাগানের কর্মী সোমরা মাঝি (33)-কে জোরহাট মেডিকেল কলেজে ভরতি করানো হয় । চা বাগানের অন্যান্য কর্মীদের অভিযোগ, সেই সময় দেবেন দত্ত নামে ওই চিকিৎসক হাসপাতালে ছিলেন না । এমন কী হাসপাতালের যিনি ফার্মাসিস্ট, তিনিও ছুটিতে ছিলেন । ছিলেন একজন নার্স । তিনি স্যালাইন দেন । তা সত্ত্বেও মৃত্যু হয় সোমরার ।

এরপর দুপুর সাড়ে 3টে নাগাদ দেবেনবাবু হাসপাতালে আসেন । তাঁর উপর চড়াও হন তেওক চা বাগানের কর্মীরা । চলে মারধর । পরে হাসপাতালেরই একটি ঘরে বন্ধ করে দেওয়া হয় । খবর পেয়ে জোরহাট থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেবেনবাবুকে উদ্ধার করে । পরে তাঁকে অন্য একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয় । গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয় ।

জোরহাটের ডেপুটি কমিশনার রোশনি অপারাঞ্জি কোরাটি জানান, 73 বছর বয়সি দেবেন দত্ত বেশ কিছু বছর আগেই অবসর নিয়েছিলেন । তারপরও কর্তৃপক্ষের অনুরোধে তিনি এই হাসপাতালে কাজ করতেন । দেবেন দত্ত এলাকার একজন প্রসিদ্ধ চিকিৎসক । তাঁর এই পরিণতিতে শোকের ছায়া জোরহাটে ।

New Delhi' Sep 01 (ANI): While speaking to ANI on August 01' Congress leader Jitin Prasada on India's current population control said' "There should be a nationwide discussion on population control' a law should be made for the same. If country has to move forward' concrete steps have to be taken. I demand the government that whatever laws have to be brought in on this issue' should be brought in. Economy is sinking' unemployment is rising. It happened because population wasn't controlled. Effect on environment' water crisis' pressure on natural resources is due to rise in India's population. On issues of national interest' we should rise above politics and work together."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.