ETV Bharat / bharat

1 জুন থেকে চালু হতে চলেছে 'এক দেশ, এক রেশন কার্ড'

author img

By

Published : Jan 21, 2020, 8:46 AM IST

Updated : Jan 21, 2020, 8:51 AM IST

প্রাথমিকভাবে ১২টি রাজ্যে চালু হয়েগিয়েছে 'এক দেশ, এক রেশন কার্ড'। এবার পালা গোটা দেশের। ১ জুন থেকে গোটাদেশ আসছে 'এক দেশ, এক রেশন কার্ডের' আয়োতায়। জানালেন, কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসওয়ান।

one nation, one ration card
সাংবাদিক সম্মেলনে রামবিলাস পাসওয়ান

পটনা, 21 জানুয়ারি : খাদ্যের অধিকার করতে হবে সুনিশ্চিত ৷ সেই কথা মাথায় রেখেই 1 জুন থেকে দেশজুড়ে চালু হতে চলেছে 'এক দেশ, এক রেশন কার্ড' । সোমবার বিহারের পটনায় সাংবাদিক সম্মেলন থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান । পাসওয়ান জানিয়েছেন, 1 জুন থেকে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আসতে চলেছে গোটা দেশ ।

'এক দেশ, এক রেশন' কার্ড চালু হলে কোনও উপভোক্তা দেশের যেকোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভরতুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন । তখন দেশের সমস্ত রেশন কার্ডের তথ্য একটি সার্ভারে জমা থাকবে । পাশাপাশি, এই প্রকল্প চালু হলে একদিকে যেমন ভুয়ো রেশন কার্ড রোখা যাবে । অন্যদিকে, ভিন-রাজ্যে গিয়ে বসবাস করলেও রেশন থেকে বঞ্চিত হবেন না কোনও উপভোক্তা ।

পাসওয়ান জানিয়েছিলেন, চলতি বছরের 1 জানুয়ারি থেকে ইতিমধ্যে 12টি রাজ্যে এই প্রকল্পটি চালু হয়ে গিয়েছে । অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, কর্ণাটক, হরিয়ানা, রাজস্থান, ত্রিপুরা, গোয়া, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে বাস্তবায়িত হয়েছে 'এক দেশ, এক রেশন কার্ড' প্রকল্প।

গত বছর 3 ডিসেম্বর পাসওয়ান জানিয়েছিলেন, 2020 সালের 30 জুনের মধ্যে দেশজুড়ে 'এক দেশ, এক রেশন কার্ড' চালু হয়ে যাবে । সেই প্রেক্ষিতেই গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল কাজ । সেইমতোই এবছর 1 জুন থেকেই চালু হচ্ছে 'এক দেশ, এক রেশন কার্ড৷ '

পটনা, 21 জানুয়ারি : খাদ্যের অধিকার করতে হবে সুনিশ্চিত ৷ সেই কথা মাথায় রেখেই 1 জুন থেকে দেশজুড়ে চালু হতে চলেছে 'এক দেশ, এক রেশন কার্ড' । সোমবার বিহারের পটনায় সাংবাদিক সম্মেলন থেকে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান । পাসওয়ান জানিয়েছেন, 1 জুন থেকে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আসতে চলেছে গোটা দেশ ।

'এক দেশ, এক রেশন' কার্ড চালু হলে কোনও উপভোক্তা দেশের যেকোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভরতুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন । তখন দেশের সমস্ত রেশন কার্ডের তথ্য একটি সার্ভারে জমা থাকবে । পাশাপাশি, এই প্রকল্প চালু হলে একদিকে যেমন ভুয়ো রেশন কার্ড রোখা যাবে । অন্যদিকে, ভিন-রাজ্যে গিয়ে বসবাস করলেও রেশন থেকে বঞ্চিত হবেন না কোনও উপভোক্তা ।

পাসওয়ান জানিয়েছিলেন, চলতি বছরের 1 জানুয়ারি থেকে ইতিমধ্যে 12টি রাজ্যে এই প্রকল্পটি চালু হয়ে গিয়েছে । অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, কেরালা, কর্ণাটক, হরিয়ানা, রাজস্থান, ত্রিপুরা, গোয়া, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে বাস্তবায়িত হয়েছে 'এক দেশ, এক রেশন কার্ড' প্রকল্প।

গত বছর 3 ডিসেম্বর পাসওয়ান জানিয়েছিলেন, 2020 সালের 30 জুনের মধ্যে দেশজুড়ে 'এক দেশ, এক রেশন কার্ড' চালু হয়ে যাবে । সেই প্রেক্ষিতেই গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল কাজ । সেইমতোই এবছর 1 জুন থেকেই চালু হচ্ছে 'এক দেশ, এক রেশন কার্ড৷ '

New Delhi, Jan 21 (ANI): Congress leader Digvijaya Singh visited the Shaheen Bagh area in Delhi where people are protesting against the Citizenship Amendment Act (CAA), National Register of Citizens (NRC) and National Population Register (NPR) for over a month. "We are against CAA, NRC, NPR. These are against the Constitution. We are against the Centre's divisive policy. No one has the right to ask for proof of citizenship from people who chose to live here," he said. The Congress leader was, however, not allowed by women protestors to go on to the stage or to deliver a speech in Shaheen Bagh area. Singh, who visited the area along with his wife, later claimed that he was asked to deliver a speech but he refused stating that "it is not a political stage." When asked about women saying this is not a political stage, the Congress leader said, "They were right. I was asked to deliver a speech but I refused as it is not a political stage." CAA gives citizenship to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi and Christian refugees, who came from Pakistan, Bangladesh, and Afghanistan to India on or before December 31, 2014.


Last Updated : Jan 21, 2020, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.