দিল্লি, 19 মার্চ : জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের আগেই কোরোনা সচেতনতায় বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার । ওই বিজ্ঞপ্তিতে বাড়ি থেকে কাজ করার উপর জোর দেওয়া হয়েছে । যাদের বয়স 10 বছরের নিচে ও 65 বছরের বেশি তাদের ঘরে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফে ।
এছাড়া ২২ মার্চ থেকে এক সপ্তাহের জন্য কোনও আন্তর্জাতিক বিমানের দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
শুধু সরকারি ক্ষেত্রে নয়, বেসরকারি ক্ষেত্রেও বাড়িতে বসে কাজের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার ৷ অন্তত 50 শতাংশ কর্মীকে বাড়িতে বসে কাজের ব্যবস্থা করতে হবে বলে এই নির্দেশিকায় বলা হয়েছে ৷ রাজ্য সরকারগুলিকে এই বিষয়ে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে ৷
দেশে গণ সংক্রমণের নজির নেই বলেই জানিয়েছে কেন্দ্র ৷ কোরোনা রুখতে পড়ুয়া ও রোগী ছাড়া সব ধরনের ভ্রমণ ছাড় বাতিল করা হয়েছে ৷ এই সুবিধা শুধু পড়ুয়া ও রোগীদেরই দেওয়া হবে ৷ রেল ও বিমানেও এই নিয়ম কার্যকর হবে ৷
এরই মাঝে দেশবাসীকে আশ্বস্তও করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ দেশে রোগ প্রতিরোধ ও সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট পরিকাঠামো রয়েছে বলে জানিয়েছে তারা৷