দিল্লি, ২৫ ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার নেপথ্যে পাকিস্তানের পরিকল্পনা রয়েছে, NIA-র কাছে তা অনেকটাই পরিষ্কার। তদন্তে নেমে NIA জানতে পেরেছে, পুলওয়ামায় ওইদিন আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারসহ চার থেকে পাঁচজন জইশ জঙ্গি হামলা চালিয়েছিল। পাশাপাশি, হামলায় ব্যবহৃত মারুতি ইকো ব্র্যান্ডের গাড়ির মালিককেও চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে NIA সূত্রে খবর।
১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF কনভয়ের একটি ভ্যানে হামলা চালায় জইশ-ই-মহম্মদ। বিস্ফোরণের ব্যাপকতায় ছিন্নভিন্ন হয়ে যায় জওয়ানদের শরীর। শহিদ হন ৪০ জন জওয়ান। হামলার তদন্তভার হাতে নেয় NIA। পুলওয়ামা যায় NIA ও NSG-র বিশেষ তদন্তকারী দল।
NIA-র তদন্তকারীদের দাবি, এই হামলার সঙ্গে যে পকিস্তানের সরাসরি যোগযোগ রয়েছে, তা স্পষ্ট। হামলায় যে গাড়ি ব্যবহার করা হয়েছে, তাতে ছিল ২৫ কিলোগ্রাম RDX। এই বিপুল পরিমাণ বিস্ফোরক আনা হয়েছিল সীমান্তর ওপার থেকে।
এদিকে ঘাতক গাড়িটির নম্বর কাশ্মীরের। মালিক কাশ্মীরেরই বাসিন্দা। সূত্রের খবর, তার সঙ্গে জঙ্গিগোষ্ঠীর যোগোযোগ রয়েছে। তবে ১৪ ফেব্রুয়ারির পর থেকে সে পলাতক। NIA-র তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার জইশ-ই-মহম্মদের সক্রিয় কর্মী ছিল। সীমান্তের ওপার থেকে RDX আনা হয়েছিল। এরপর টার্গেট ঠিক করা হয়। NIA-র এক শীর্ষ আধিকারিক জানান, হামলার সম্পূর্ণ চিত্রটা এখন আমাদের কাছে পরিষ্কার।