ETV Bharat / bharat

দেশে কোরোনার নতুন স্ট্রেনে আক্রান্ত বেড়ে 25

নতুন কোরোনা স্ট্রেনের জেরে আজ ও কাল রাতে কারফিউ জারি হয়েছে দিল্লিতে ৷

new-strain-of-corona-infected-in-the-country-increased-to-25
new-strain-of-corona-infected-in-the-country-increased-to-25
author img

By

Published : Dec 31, 2020, 1:35 PM IST

দিল্লি, 31 ডিসেম্বর : গতকালই ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মিলেছিল । বৃহস্পতিবার আরও পাঁচজনের শরীরে মিলল সুপার স্প্রেডার স্ট্রেন ৷ এদের মধ্যে দিল্লির 4 জন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট 25 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন ৷

বুধবারে জানা গিয়েছিল, নতুন স্ট্রেনে আক্রান্তদের মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণীর একজন, 9 জন দিল্লির, পুনের 1 জন, বেঙ্গালুরুর 7 জন, হায়দরাবাদের 2 জন । এবার নতুন করে আরও 5 জনের শরীরে পাওয়া গেল নতুন স্ট্রেন ৷ যাঁদের 4জনই ব্রিটেন ফেরত দিল্লির বাসিন্দা ৷

এদিকে কলকাতার কানাডা ফেরত এক যুবতি নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তা খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই যুবতির অবস্থা সংকটজনক ৷ তিনি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন ৷

অন্যদিকে, নতুন কোরোনা স্ট্রেনের জেরে আজ ও কাল রাতে কারফিউ জারি হয়েছে দিল্লিতে ৷ দিল্লির বিপর্যয় মোকবিলা দপ্তর জানিয়েছে, 31 ডিসেম্বর রাত 11টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত, পরদিন 1 জানুয়ারি রাত 11টা থেকে 2 জানুযারি সকাল 6টা অবধি কারফিউ থাকবে ৷ বর্ষবরণ অনুষ্ঠান করা যাবে না বলেও জানিয়েছে প্রশাসন ৷

দিল্লি, 31 ডিসেম্বর : গতকালই ব্রিটেন ফেরত 20 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মিলেছিল । বৃহস্পতিবার আরও পাঁচজনের শরীরে মিলল সুপার স্প্রেডার স্ট্রেন ৷ এদের মধ্যে দিল্লির 4 জন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট 25 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন ৷

বুধবারে জানা গিয়েছিল, নতুন স্ট্রেনে আক্রান্তদের মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণীর একজন, 9 জন দিল্লির, পুনের 1 জন, বেঙ্গালুরুর 7 জন, হায়দরাবাদের 2 জন । এবার নতুন করে আরও 5 জনের শরীরে পাওয়া গেল নতুন স্ট্রেন ৷ যাঁদের 4জনই ব্রিটেন ফেরত দিল্লির বাসিন্দা ৷

এদিকে কলকাতার কানাডা ফেরত এক যুবতি নতুন স্ট্রেনে আক্রান্ত কি না তা খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই যুবতির অবস্থা সংকটজনক ৷ তিনি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন ৷

অন্যদিকে, নতুন কোরোনা স্ট্রেনের জেরে আজ ও কাল রাতে কারফিউ জারি হয়েছে দিল্লিতে ৷ দিল্লির বিপর্যয় মোকবিলা দপ্তর জানিয়েছে, 31 ডিসেম্বর রাত 11টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত, পরদিন 1 জানুয়ারি রাত 11টা থেকে 2 জানুযারি সকাল 6টা অবধি কারফিউ থাকবে ৷ বর্ষবরণ অনুষ্ঠান করা যাবে না বলেও জানিয়েছে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.