ETV Bharat / bharat

ধর্ষণের দায়ে আসারাম বাপুর ছেলের যাবজ্জীবন

বাবার মতোই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয় ছেলে নারায়ণ সাই । সুরাতের এক সেশন কোর্ট আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ।

নারায়ণ সাই
author img

By

Published : Apr 30, 2019, 6:26 PM IST

সুরাত, 30 এপ্রিল : সুরাতের এক সেশন কোর্ট আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে । বাবার মতোই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয় ছেলে নারায়ণ সাই । তার বিরুদ্ধে দুই তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল।

11 বছর আগে আসারাম ও নারায়ণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন সুরাতবাসী দুই বোন । এর আগে আসারামকে এই মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত । সেই মামলায় দুই বোনসহ মোট ৫৩ জন সাক্ষ্য দেন।

ধর্ষণ, অস্বাভাবিক যৌনতা, ষড়যন্ত্রমূলক অপরাধ, মারণাস্ত্র সঙ্গে রেখে দাঙ্গা লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল নারায়ণকে । মামলা দায়ের হওয়ার পর আত্মগোপন করেছিলেন নারায়ণ । FIR দায়ের হওয়ার দুই মাস পর ২০১৩ সালে তাঁকে দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল ।

সুরাত, 30 এপ্রিল : সুরাতের এক সেশন কোর্ট আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে । বাবার মতোই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয় ছেলে নারায়ণ সাই । তার বিরুদ্ধে দুই তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল।

11 বছর আগে আসারাম ও নারায়ণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন সুরাতবাসী দুই বোন । এর আগে আসারামকে এই মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত । সেই মামলায় দুই বোনসহ মোট ৫৩ জন সাক্ষ্য দেন।

ধর্ষণ, অস্বাভাবিক যৌনতা, ষড়যন্ত্রমূলক অপরাধ, মারণাস্ত্র সঙ্গে রেখে দাঙ্গা লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল নারায়ণকে । মামলা দায়ের হওয়ার পর আত্মগোপন করেছিলেন নারায়ণ । FIR দায়ের হওয়ার দুই মাস পর ২০১৩ সালে তাঁকে দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল ।

Darbhanga (Bihar), Apr 25 (ANI): Rashtriya Lok Samta Party (RLSP) chief Upendra Kushwaha, who exited the BJP-led NDA alliance earlier this year, on Thursday made a Ramleela analogy to say the BJP has a "dual face". Kushwaha said, "In Ram leela, when the curtain rises a person comes dressed as Sita mata.....people who watch Ram leela bow their heads out of respect, if you go behind curtain the same Sita ji can be seen smoking a cigarette. This is the face of BJP." The RLSP after leaving the NDA has joined Bihar's grand alliance that has given it five Lok Sabha seats in the state.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.