ETV Bharat / state

7 মাসের শিশুকন্যারও রেহাই নেই! ফের কলকাতায় যৌন হেনস্তার অভিযোগ

বড়তলা থানা এলাকার ফুটপাথবাসী দম্পতির সন্তান নির্যাতিতা ৷ নিখোঁজ ছিল ওই শিশুকন্যা ৷ পরে উদ্ধার হয় ৷

SEXUAL HARRASMENT CASE
7 মাসের শিশুকন্যারও রেহাই নেই! ফের কলকাতায় যৌন হেনস্তার অভিযোগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 10 hours ago

Updated : 9 hours ago

কলকাতা, 4 ডিসেম্বর: ফের মহানগরে যৌন হেনস্তার অভিযোগ ৷ এবার সাতমাসের এক শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৷ ঘটনাস্থল কলকাতার বড়তলা থানা ৷ তদন্ত শুরু হয়েছে অভিযুক্তের সন্ধান মেলেনি এখনও ৷

কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, ওই শিশুকন্যা মা-বাবার সঙ্গে ফুটপাথে থাকত৷ কয়েকদিন আগে সে নিখোঁজ হয়ে যায় ৷ গতকাল, মঙ্গলবার তাকে ফুটপাথ থেকে উদ্ধার করা হয় ৷ উদ্ধারের সময় তার যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন মেলে । পাশাপাশি রক্ত বের হচ্ছিল ৷

SEXUAL HARRASMENT CASE
বড়তলা থানা (নিজস্ব চিত্র)

ওই অবস্থাতেই ফুটপাথে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল একরত্তি মেয়েটি ৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বলা হয়, তাকে হেনস্থা করা হয়েছে । তার যৌনাঙ্গে গভীর ক্ষত ও রক্তক্ষরণ হচ্ছে । শিশুর মা স্থানীয় বড়তলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও পকসো আইনের নির্দিষ্ট দারায় মামলা দায়ের করেছে ৷

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘আমরা তদন্ত শুরু করেছি । রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি । যেখান থেকে শিশুকে উদ্ধার করা হয়, তার থেকে কয়েকহাত দুরেই ওই ফুটপাতেই থাকত সে । তার মায়ের সঙ্গে কথা বলছে লালবাজারের মহিলা পুলিশের দল । ওই শিশুর চিকিৎসা চলছে বলে শুনেছি ।’’

যদিও এই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকাই প্রশ্নের মুখে ৷ কারণ, শিশুটির নিখোঁজ হওয়ার অভিযোগ আগেই পেয়েছিল পুলিশ ৷ অথচ তার দু’দিনের মধ্যেই শিশুটিকে ফুটপাথে মিলল ৷ তাও আবার যেখানে সে থাকত, সেখান থেকে কিছুটা দূরে ৷ এর মধ্যেই শিশুটির সঙ্গে এমন জঘন্য অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, কীভাবে এটা সম্ভব হল ? পুলিশ কেন কিছু টের পেল না ?

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ শহরের মেয়েদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে সোচ্চার হয়েছিলেন অনেকে ৷ তার পরও শহর কলকাতায় সাতমাসের এক শিশুর সঙ্গে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷

কলকাতা, 4 ডিসেম্বর: ফের মহানগরে যৌন হেনস্তার অভিযোগ ৷ এবার সাতমাসের এক শিশুকন্যাকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৷ ঘটনাস্থল কলকাতার বড়তলা থানা ৷ তদন্ত শুরু হয়েছে অভিযুক্তের সন্ধান মেলেনি এখনও ৷

কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, ওই শিশুকন্যা মা-বাবার সঙ্গে ফুটপাথে থাকত৷ কয়েকদিন আগে সে নিখোঁজ হয়ে যায় ৷ গতকাল, মঙ্গলবার তাকে ফুটপাথ থেকে উদ্ধার করা হয় ৷ উদ্ধারের সময় তার যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন মেলে । পাশাপাশি রক্ত বের হচ্ছিল ৷

SEXUAL HARRASMENT CASE
বড়তলা থানা (নিজস্ব চিত্র)

ওই অবস্থাতেই ফুটপাথে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল একরত্তি মেয়েটি ৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বলা হয়, তাকে হেনস্থা করা হয়েছে । তার যৌনাঙ্গে গভীর ক্ষত ও রক্তক্ষরণ হচ্ছে । শিশুর মা স্থানীয় বড়তলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও পকসো আইনের নির্দিষ্ট দারায় মামলা দায়ের করেছে ৷

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, ‘‘আমরা তদন্ত শুরু করেছি । রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি । যেখান থেকে শিশুকে উদ্ধার করা হয়, তার থেকে কয়েকহাত দুরেই ওই ফুটপাতেই থাকত সে । তার মায়ের সঙ্গে কথা বলছে লালবাজারের মহিলা পুলিশের দল । ওই শিশুর চিকিৎসা চলছে বলে শুনেছি ।’’

যদিও এই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকাই প্রশ্নের মুখে ৷ কারণ, শিশুটির নিখোঁজ হওয়ার অভিযোগ আগেই পেয়েছিল পুলিশ ৷ অথচ তার দু’দিনের মধ্যেই শিশুটিকে ফুটপাথে মিলল ৷ তাও আবার যেখানে সে থাকত, সেখান থেকে কিছুটা দূরে ৷ এর মধ্যেই শিশুটির সঙ্গে এমন জঘন্য অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, কীভাবে এটা সম্ভব হল ? পুলিশ কেন কিছু টের পেল না ?

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ শহরের মেয়েদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে সোচ্চার হয়েছিলেন অনেকে ৷ তার পরও শহর কলকাতায় সাতমাসের এক শিশুর সঙ্গে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷

Last Updated : 9 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.