কলকাতা, 4 ডিসেম্বর: প্রতিবছরের মতো এই বছরই জাঁকজমকের সঙ্গে শুরু হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত হয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ অনুষ্ঠানে হাজির অভিনেতা দেব, রুক্মিনী, শত্রুঘ্ন সিনহা ৷ অনুষ্ঠানে উপস্থিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে ৷
এদিন, পরিচালক তথা ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপার্সন গৌতম ঘোষ বলেন, "আমরা সকলেই একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছি ৷ মানবিকতা তার এসেন্স হারিয়ে ফেলেছে ৷ আর্ট, সাহিত্য সিনেমা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখলেও মানুষের চরিত্র বদলাতে পারেনি ৷ তারমধ্যেও সিনেমার মধ্য দিয়ে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করে যাব ৷ উদযাপন করা যাক সিনেমার ভালোবাসা ৷ জয় বিশ্ব বাংলা ৷" এরপরেই অনুষ্ঠানে বেজে ওঠে মুখ্যমন্ত্রী লেখা এবারের ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং ৷ গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা ৷
প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় তুলে ধরেন বাংলা সিনেমার ঐতিহ্যের কথা ৷ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের পর থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়-সুজিত গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালক, দেব-সোহমের মতো অভিনেতা বাংলা সিনেমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাঁর প্রশংসা করেন সৌরভ ৷ পাশাপাশি, প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর ৷ তিনি জানান, অতিথিরা কোথায় বসবেন, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, সেই দিকে কড়া নজর রাখেন মুখ্যমন্ত্রী ৷
শত্রুঘ্ন সিনহা বলেন, "নমস্কার ৷ আমি পাটনার লোক, বাংলায় বলার চেষ্টা করছি ৷ ভুল হলে ক্ষমা করবেন ৷ আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই ৷ আজকের দিনে রোল মডেল ৷ তিনি নারীশক্তির উপমা ৷ মমতাময়ী আয়রন লেডি মমতা ব্যানার্জি ৷" অভিনেতা এরপর বলেন, "এখানে বসে আছেন আমার প্রিয় দ্য লেডি সাবিত্রীজি ও মাধবী মুখোপাধ্যায়কে কুর্নিশ জানাই ৷ ছোটবেলা থেকে তাঁদের অনেক সিনেমা দেখে বড় হয়েছি ৷ ইচ্ছা ছিল মানিকদার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল ৷ কিন্তু হল না ৷ স্টেজে বসে আছেন আমার বন্ধু ও গুরু ৷ তাঁর সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি ৷ এক শিক্ষনীয় প্রসেস ছিল ৷ 'অন্তর্জলী যাত্রা' ছবিতে কাজ করতে পেরে আমি গর্বিত ৷"
এরপর অভিনেতা জানান, কখনও তিনি ভাবতে পারেননি বাংলার সঙ্গে তাঁর আত্মিকযোগ তৈরি হবে ৷ তিনি বাংলা ভাষা শিখেছেন ৷ বাংলা ছবিতে কাজ করেন ৷ এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নয় বলে জানা শত্রুঘ্ন ৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন 'শতবর্ষে তপন সিনহা' বই ও পুস্তিকা ৷ প্রতিযোগিতা বিভাগে মোট ছবির মনোনয়ন জমা পড়ে 2459টি। প্রতিযোগিতায় মনোনীত হয়েছে 42টি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103 টি ছবি। অংশগ্রহণ করেছে 29টি দেশ। 20টি জায়গায় দেখানো হবে ছবিগুলি। দেখানো হবে মোট 175 টি ছবি। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই 21টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে এবার। বিকেল সাড়ে 5টায় ধনধান্য অডিটোরিয়ামে তপন সিনহার 'গল্প হলেও সত্যি' দিয়ে শুরু হচ্ছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।