ETV Bharat / state

বিভাজনের রাজনীতি ! বিএসএফ’কে নিষ্ক্রিয় রাখছে অমিত শাহ, অভিযোগ ফিরহাদের - FIRHAD HAKIM SLAMS AMIT SHAH

অমিত শাহ বিভাজনের রাজনীতি করার জন্যই বিভিন্ন জায়গায় বিএসএফকে নিষ্ক্রিয় করে রেখেছেন ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভেদাভেদ তৈরি করছেন । অভিযোগ ফিরহাদের ৷

Firhad Hakim Slams Amit Shah
বিএসএফ’কে নিষ্ক্রিয় রাখছে অমিত শাহ, অভিযোগ ফিরহাদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 11 hours ago

কলকাতা, 9 জানুয়ারি: সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে এবার বিএসএফ’কে প্রকাশ্যে বাধা দিতে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের রক্ষীদের । শুধু তাই নয়, বেশ কয়েক জায়গায় বাংলাদেশিরা বাঁশ হাতে মারতে এগিয়ে এসেছে । এই আবহেই কেন্দ্রের তরফে বলা হচ্ছে, জমি না-পাওয়াতে সীমান্তে কাঁটা তার লাগানো সম্ভব হচ্ছে না । পাল্টা তৃণমূল সাংসদ আবু তাহেরের অভিযোগ, সব অংশে কাঁটা তারের বেড়া না-থাকায় অবৈধ অনুপ্রবেশ ঘটেছে ।

এই পরিস্থিতি প্রসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তে পাশে থাকার কথা জানিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম । তাঁর কথায়, সেই সুযোগেই সীমান্ত পেরিয়ে এপারে অনুপ্রবেশকারীরা ঢুকছে ৷ এই ঘটনা নিয়ে এখানে মেরুকরণের রাজনীতি করছে সেটা ঠিক হচ্ছে না।

বিভাজনের রাজনীতি ! (ইটিভি ভারত)

ফিরহাদ আরও বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকা থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে । বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগরাগড় হবে, জঙ্গি ঢুকে যাবে । এখানে বিভেদের রাজনীতি করবে ৷ দেশের নিরাপত্তা সবার আগে । এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভেদাভেদ তৈরি করছে । সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিএসএফকে নিষ্ক্রিয় করছেন অমিত শাহ । বিএসএফ’কে সবসময় জমি দেওয়া হয়েছে। এইসব বেকার কথাবার্তা। দেশ তো আমারও ৷ কেন জমি দেব না ? বাংলাদেশে যা হচ্ছে, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারেন না ।’’

এছাড়াও রেলের জমি উদ্ধার নিয়ে ফিরহাদ দাবি করেন, ‘‘এটা ঠিক কথা নয় । রেল প্রচুর জায়গায় জমি থেকে উচ্ছেদ করেছে মানুষজনকে । আমরা বলেছি গরিব মানুষ এতদিন ধরে ছিল, তাদেরকে পূনর্বাসন না-দিয়ে উচ্ছেদ কেন করছে রেল ?’’

আরও পড়ুন

কলকাতা, 9 জানুয়ারি: সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে এবার বিএসএফ’কে প্রকাশ্যে বাধা দিতে দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের রক্ষীদের । শুধু তাই নয়, বেশ কয়েক জায়গায় বাংলাদেশিরা বাঁশ হাতে মারতে এগিয়ে এসেছে । এই আবহেই কেন্দ্রের তরফে বলা হচ্ছে, জমি না-পাওয়াতে সীমান্তে কাঁটা তার লাগানো সম্ভব হচ্ছে না । পাল্টা তৃণমূল সাংসদ আবু তাহেরের অভিযোগ, সব অংশে কাঁটা তারের বেড়া না-থাকায় অবৈধ অনুপ্রবেশ ঘটেছে ।

এই পরিস্থিতি প্রসঙ্গে কেন্দ্রের সিদ্ধান্তে পাশে থাকার কথা জানিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম । তাঁর কথায়, সেই সুযোগেই সীমান্ত পেরিয়ে এপারে অনুপ্রবেশকারীরা ঢুকছে ৷ এই ঘটনা নিয়ে এখানে মেরুকরণের রাজনীতি করছে সেটা ঠিক হচ্ছে না।

বিভাজনের রাজনীতি ! (ইটিভি ভারত)

ফিরহাদ আরও বলেন, ‘‘সীমান্তবর্তী এলাকা থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে । বিএসএফ লোক ঢুকিয়ে দেবে, এখানে খাগরাগড় হবে, জঙ্গি ঢুকে যাবে । এখানে বিভেদের রাজনীতি করবে ৷ দেশের নিরাপত্তা সবার আগে । এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভেদাভেদ তৈরি করছে । সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিএসএফকে নিষ্ক্রিয় করছেন অমিত শাহ । বিএসএফ’কে সবসময় জমি দেওয়া হয়েছে। এইসব বেকার কথাবার্তা। দেশ তো আমারও ৷ কেন জমি দেব না ? বাংলাদেশে যা হচ্ছে, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারেন না ।’’

এছাড়াও রেলের জমি উদ্ধার নিয়ে ফিরহাদ দাবি করেন, ‘‘এটা ঠিক কথা নয় । রেল প্রচুর জায়গায় জমি থেকে উচ্ছেদ করেছে মানুষজনকে । আমরা বলেছি গরিব মানুষ এতদিন ধরে ছিল, তাদেরকে পূনর্বাসন না-দিয়ে উচ্ছেদ কেন করছে রেল ?’’

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.