ETV Bharat / technology

OnePlus 13 সিরিজের সঙ্গে 5.5G নেটওয়ার্ক পরিষেবা শুরু Jio-র - ONEPLUS 13 SERIES WITH 5G ADVANCED

OnePlus 13 সিরিজ ভারতে প্রথম ফোন যা অত্যাধুনিক 5G নেটওয়ার্কের সঙ্গে লঞ্চ করেছে ৷ এবার নেটওয়ার্ক সমস্যা অনেকাটাই মিটবে ৷

ONEPLUS 13 SERIES
OnePlus 13 5.5G নেটওয়ার্কের সুবিধা রয়েছে (ছবি ONEPLUS)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 9, 2025, 11:48 AM IST

হায়দরাবাদ: ভারতের বাজারে সদ্য লঞ্চ করেছে OnePlus 13 এবং OnePlus 13R ৷ 7 জানুয়ারি সংস্থাটি ভারতে তাদের দুই ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছে ৷ দু’টি ডিভাইসে রয়েছে AI-এর সুবিধা থেকে শুরু করে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট, Silicon NanoStack ব্যাটারি ৷ OnePlus 13-এ রয়েছ ভারতে প্রথম ডিভাইস যা Jio-র সঙ্গে যৌথ ভাবে ভারতে 5.5G (অ্যাডভান্সড 5G) নেটওয়ার্ক সুবিধা দেবে ব্যবহারকারীদের।

এপ্রিলেই পাওয়া যাবে আপডেটেড iPhone SE 4 এবং iPad 11

এই স্মার্টফোনের লঞ্চ ইভেন্টে OnePlus-এর সিনিয়র গ্লোবাল পিআর ম্যানেজার জেমস প্যাটারসন উল্লেখ করেছিলেন, উন্নত 5.5G প্রযুক্তি OnePlus 13 সিরিজের ডিভাইসগুলিকে একসঙ্গে তিনটি আলাদা নেটওয়ার্ক সেলের সঙ্গে যুক্ত করার (যা বিভিন্ন টাওয়ার থেকেও হতে পারে) করার সুবিধা রয়েছে । নেটওয়ার্ক সমস্যা আগের থেকে অনেকটাই ভালো হবে ৷

5.5G নেটওয়ার্ক কি?

5 অ্যাডভান্সড নেটওয়ার্ক 5.5 নেটওয়ার্ক হিসেবে পরিচিত ৷ এটি 5G মেটওয়ার্কের পরবর্তী ধাপ । 5G-এর তুলনায়, এই নেটওয়ার্কের স্পিড আরও ভালো গতি, কম লেটেন্সি (বিলম্ব), ভালো নেটওয়ার্কের পরিষেবা দিতে পারে ৷ সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা ৷

5.5G এর বাণিজ্যিক রোলআউট আগেই শুরু হয়ে গিয়েছিল, ওয়ানপ্লাসের মাধ্যমে এটি বাজারজাত করা হল ৷ এই নেটওয়ার্ক ব্যবহারকারীদের এক অনন্য অভিজ্ঞতার সন্মুখীন করবে ৷ 2028 সালের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে । এক কথায়, 5.5G নেটওয়ার্ক 5G নেটওয়ার্কের থেকে এক ধাপ এগিয়ে, যা ব্যবহারকারীদের নেটওয়ার্ক অভিজ্ঞতাকে অনেক ভালো করে তুলবে।

5.5G নেটওয়ার্ক বা 5G অ্যাডভান্সড সুবিধা

  • 5.5G নেটওয়ার্ক ব্যবহারকারীদের 5G এর থেকে দ্রুত ইন্টারনেট ব্য়বহারের সুবিধা দেয়
  • 5.5G নেটওয়ার্কের সাহায্যে ব্যবহারকারীরা কম সময়ে ডেটা ডাউনলোড করতে পারেন
  • 5.5G নেটওয়ার্ক 5G-এর থেকে উন্নত নেটওয়ার্ক
  • 5.5G নেটওয়ার্ক স্মার্ট সফটওয়্যার ব্যবহার করা যাবে
  • 5.5G নেটওয়ার্কের কারণে সব জায়গায় দ্রুত সংযোগ পাওয়া যাবে

50MP ক্যামেরা ও নাইট ভিশন মোড, স্মার্টফোনের দাম মাত্র 7 হাজার

হায়দরাবাদ: ভারতের বাজারে সদ্য লঞ্চ করেছে OnePlus 13 এবং OnePlus 13R ৷ 7 জানুয়ারি সংস্থাটি ভারতে তাদের দুই ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করেছে ৷ দু’টি ডিভাইসে রয়েছে AI-এর সুবিধা থেকে শুরু করে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট, Silicon NanoStack ব্যাটারি ৷ OnePlus 13-এ রয়েছ ভারতে প্রথম ডিভাইস যা Jio-র সঙ্গে যৌথ ভাবে ভারতে 5.5G (অ্যাডভান্সড 5G) নেটওয়ার্ক সুবিধা দেবে ব্যবহারকারীদের।

এপ্রিলেই পাওয়া যাবে আপডেটেড iPhone SE 4 এবং iPad 11

এই স্মার্টফোনের লঞ্চ ইভেন্টে OnePlus-এর সিনিয়র গ্লোবাল পিআর ম্যানেজার জেমস প্যাটারসন উল্লেখ করেছিলেন, উন্নত 5.5G প্রযুক্তি OnePlus 13 সিরিজের ডিভাইসগুলিকে একসঙ্গে তিনটি আলাদা নেটওয়ার্ক সেলের সঙ্গে যুক্ত করার (যা বিভিন্ন টাওয়ার থেকেও হতে পারে) করার সুবিধা রয়েছে । নেটওয়ার্ক সমস্যা আগের থেকে অনেকটাই ভালো হবে ৷

5.5G নেটওয়ার্ক কি?

5 অ্যাডভান্সড নেটওয়ার্ক 5.5 নেটওয়ার্ক হিসেবে পরিচিত ৷ এটি 5G মেটওয়ার্কের পরবর্তী ধাপ । 5G-এর তুলনায়, এই নেটওয়ার্কের স্পিড আরও ভালো গতি, কম লেটেন্সি (বিলম্ব), ভালো নেটওয়ার্কের পরিষেবা দিতে পারে ৷ সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা ৷

5.5G এর বাণিজ্যিক রোলআউট আগেই শুরু হয়ে গিয়েছিল, ওয়ানপ্লাসের মাধ্যমে এটি বাজারজাত করা হল ৷ এই নেটওয়ার্ক ব্যবহারকারীদের এক অনন্য অভিজ্ঞতার সন্মুখীন করবে ৷ 2028 সালের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে । এক কথায়, 5.5G নেটওয়ার্ক 5G নেটওয়ার্কের থেকে এক ধাপ এগিয়ে, যা ব্যবহারকারীদের নেটওয়ার্ক অভিজ্ঞতাকে অনেক ভালো করে তুলবে।

5.5G নেটওয়ার্ক বা 5G অ্যাডভান্সড সুবিধা

  • 5.5G নেটওয়ার্ক ব্যবহারকারীদের 5G এর থেকে দ্রুত ইন্টারনেট ব্য়বহারের সুবিধা দেয়
  • 5.5G নেটওয়ার্কের সাহায্যে ব্যবহারকারীরা কম সময়ে ডেটা ডাউনলোড করতে পারেন
  • 5.5G নেটওয়ার্ক 5G-এর থেকে উন্নত নেটওয়ার্ক
  • 5.5G নেটওয়ার্ক স্মার্ট সফটওয়্যার ব্যবহার করা যাবে
  • 5.5G নেটওয়ার্কের কারণে সব জায়গায় দ্রুত সংযোগ পাওয়া যাবে

50MP ক্যামেরা ও নাইট ভিশন মোড, স্মার্টফোনের দাম মাত্র 7 হাজার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.