কলকাতা, 24 জানুয়ারি: কলকাতার বুকে একের পর এক বাড়ি হেলে যাওয়ার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি । পরিস্থিতি আরও উত্তপ্ত হল কলকাতার মেয়রকে বিধানসভার বিরোধী দলনেতার বেনজির আক্রমণ করায় । শুভেন্দু অধিকারী এক্স পোস্টে করে কলকাতার মেয়রকে ফিরহাদ ‘হেলে পড়া’ হাকিম বলে চরম কটাক্ষ করেন । প্রাক্তন ‘সহকর্মী’কে ছেড়ে দেননি ফিরহাদও । তাঁর জবাব, ‘‘আজ আমায় বলছে, কাল নিজের পিতৃদেবকে বলবে ।’’
বাঘাযতীনের পর ট্যাংরায় বাড়ি হেলে পড়া নিয়ে নিয়ে মুখে যতই যা বলুক, অস্বস্তিতে পুর প্রশাসন। এই পরিস্থিতিতে সুর চড়িয়েছে বিরোধী বিজেপি থেকে সিপিএম। কলকাতা পুরনিগমের অভ্যন্তরে মেয়রের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিয়েছিল সিপিএম । এবার এক্স পোস্ট করে মহানাগরিক ফিরহাদ হাকিমকে বেনজির আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এদিন বাড়ি হেলে পড়া প্রসঙ্গে ফিরহাদ হাকিমের মন্তব্য তুলে লেখেন, ‘‘সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় -ফিরহাদ হেলে পড়া হাকিম ।’’ কলকাতার মেয়রকে এমন নজিরবিহীন আক্রমণ নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।
এই প্রসঙ্গে খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘উনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করেন । কলকাতার মেয়র পদকেও আক্রমণ করেন । হতে পারে কাল নিজের পিতৃদেবকেও এভাবে আক্রমণ করবেন ।’’
বাঘাযতীনের ঘটনার পর বিভিন্ন এলাকায় ঘটেছে বাড়ি হেলে যাওয়ার ঘটনা । কলকাতা লাগোয়া পানিহাটি, কামারহাটিতেও একই ঘটনা ঘটেছে । এমনকী ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডে পাঁচতলা বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছে মাত্র দু’দিন আগে । সেই রেশ কাটছে না-কাটতে আজই পার্শ্ববর্তী 59 নম্বর ওয়ার্ডের লোকনাথ বোস গার্ডেন লেনের আরও একটি ঘটনা সামনে এসেছে । শহরের বিভিন্ন জায়গায় হেলে পড়া বাড়ির ঘটনা সামনে আসার অস্বস্তি মুখে দাঁড়িয়েছে পুর প্রশাসন ।