ETV Bharat / state

রাজ্যের কত মানুষের শরীরে বিষ ঢুকিয়েছেন মমতা, প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী - SUVENDU ADHIKARI

শুক্রবার স্যালাইন-কাণ্ড নিয়ে রাজভবন অভিযান করে বিজেপি

Suvendu Adhikari
রাজ্যের কত মানুষের শরীরে বিষ ঢুকিয়েছেন মমতা, প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 9:25 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: স্যালাইন-কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একবার সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার কলকাতায় বিজেপির এক সমাবেশ থেকে প্রশ্ন তুললেন, রাজ্যের মানুষের শরীরে কত বিষ ঢুকিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ?

মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের জেরে এক প্রসূতির মৃত্যু ও কয়েকজনের অসুস্থতার অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল ৷ এই নিয়ে আগেও সরব হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক৷ শুক্রবার তিনি এই ইস্যুতে রাজভবন অভিযান করেন ৷ তার পর বাইরে এসে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

রাজভবন অভিযানের জন্য এদিন কলকাতার মহম্মদ আলি পার্ক থেকে মিছিল শুরু করে বিজেপি ৷ সেই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও শংকর ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন ৷ বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী, বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ আরও অনেক নেতা-কর্মী হাজির ছিলেন এদিনের কর্মসূচিতে ৷

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

বিজেপির প্রতিনিধি দল এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের এক সদস্যকে নিয়ে শুভেন্দু রাজভবনে যান ৷ সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ৷ ক্ষতিগ্রস্তরা যাতে আর্থিক সাহায্য পান, সেই বিষয়টি দেখার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান বিরোধী দলনেতা ৷ একই সঙ্গে এই ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারি, ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি তোলেন তিনি ৷ পরে বাইরে এসে শুভেন্দু অধিকারী জানান, রাজপাল সাংবিধানিক প্রধান ৷ রাজ্যপালের এই বিষয় বক্তব্য থাকা প্রয়োজন ।

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পালটা তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ, আসতে আসতে বোঝা যাচ্ছে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মানুষের শরীরে কত বিষ ঢুকিয়ে দিয়েছেন । আরএল সংস্থার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ব্যবসা হয়েছিল যে তাঁদের নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হল ?

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

তাঁর দাবি, কতজনের শরীরে এই বিষাক্ত বিষ ঢোকানো হয়েছে, তার তালিকা প্রকাশ করুন রাজ্য সরকার । একই সঙ্গে বিরোধী দলনেতা জানিয়েছেন, বিজেপি তালিকা সংগ্রহ করছে । সরকার যথাযথ চিকিৎসা না করলে ভারত সরকারের, এইমসের সাহায্য নেওয়ার পরামর্শ ক্ষতিগ্রস্তদের দিয়েছেন তিনি ।

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

পাশাপাশি শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, বিজেপি এই ইস্যুতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷ প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে ক্ষতিগ্রস্তরা ধরনা দেবেন ৷ প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা বা আর্থিক সাহায্য করতেও বিজেপি প্রস্তুত বলে তিনি জানান ৷

কলকাতা, 24 ডিসেম্বর: স্যালাইন-কাণ্ডে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একবার সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার কলকাতায় বিজেপির এক সমাবেশ থেকে প্রশ্ন তুললেন, রাজ্যের মানুষের শরীরে কত বিষ ঢুকিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ?

মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের জেরে এক প্রসূতির মৃত্যু ও কয়েকজনের অসুস্থতার অভিযোগকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল ৷ এই নিয়ে আগেও সরব হয়েছেন নন্দীগ্রামের বিধায়ক৷ শুক্রবার তিনি এই ইস্যুতে রাজভবন অভিযান করেন ৷ তার পর বাইরে এসে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

রাজভবন অভিযানের জন্য এদিন কলকাতার মহম্মদ আলি পার্ক থেকে মিছিল শুরু করে বিজেপি ৷ সেই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও শংকর ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন ৷ বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী, বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ আরও অনেক নেতা-কর্মী হাজির ছিলেন এদিনের কর্মসূচিতে ৷

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

বিজেপির প্রতিনিধি দল এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের এক সদস্যকে নিয়ে শুভেন্দু রাজভবনে যান ৷ সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ৷ ক্ষতিগ্রস্তরা যাতে আর্থিক সাহায্য পান, সেই বিষয়টি দেখার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান বিরোধী দলনেতা ৷ একই সঙ্গে এই ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেফতারি, ডাক্তারদের সাসপেন্ড ও মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি তোলেন তিনি ৷ পরে বাইরে এসে শুভেন্দু অধিকারী জানান, রাজপাল সাংবিধানিক প্রধান ৷ রাজ্যপালের এই বিষয় বক্তব্য থাকা প্রয়োজন ।

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পালটা তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ তাঁর অভিযোগ, আসতে আসতে বোঝা যাচ্ছে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মানুষের শরীরে কত বিষ ঢুকিয়ে দিয়েছেন । আরএল সংস্থার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ব্যবসা হয়েছিল যে তাঁদের নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হল ?

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

তাঁর দাবি, কতজনের শরীরে এই বিষাক্ত বিষ ঢোকানো হয়েছে, তার তালিকা প্রকাশ করুন রাজ্য সরকার । একই সঙ্গে বিরোধী দলনেতা জানিয়েছেন, বিজেপি তালিকা সংগ্রহ করছে । সরকার যথাযথ চিকিৎসা না করলে ভারত সরকারের, এইমসের সাহায্য নেওয়ার পরামর্শ ক্ষতিগ্রস্তদের দিয়েছেন তিনি ।

Suvendu Adhikari
স্যালাইন-কাণ্ড নিয়ে বিজেপির কর্মসূচি (নিজস্ব ছবি)

পাশাপাশি শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, বিজেপি এই ইস্যুতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে ৷ প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে ক্ষতিগ্রস্তরা ধরনা দেবেন ৷ প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা বা আর্থিক সাহায্য করতেও বিজেপি প্রস্তুত বলে তিনি জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.