ETV Bharat / bharat

সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শত্রুঘ্নর স্ত্রী, দাঁড়াবেন ভোটেও

লখনউ কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন পুনম সিনহা (69)। আজ উত্তরপ্রদেশের দলীয় অফিসে শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনমের হাতে দলীয় পতাকা তুলে দেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব।

ডিম্পল যাদব ও পুনম সিনহা
author img

By

Published : Apr 16, 2019, 7:29 PM IST

লখনউ, 16 এপ্রিল : BJP ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তাঁর স্ত্রী পুনম আজ যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। পুনমের হাতে দলীয় পতাকা তুলে দেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। জানা যাচ্ছে, লখনউ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুনম। এই আসনে BJP-র প্রার্থী রাজনাথ সিং।

জানা যাচ্ছে, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলের সমর্থন রয়েছে পুনমের সঙ্গে। এবিষয়ে আজ রাজনাথ সিং বলেন, "হ্যাঁ কাউকে তো প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে নির্বাচনে লড়ব।"

1991 সাল থেকেই লখনউ আসনে BJP-র একাধিপত্য। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি 1991 থেকে 2009 সাল পর্যন্ত লখনউ আসনে জিতে এসেছেন। তারপর থেকে রাজনাথ সিং ওই কেন্দ্রে দাঁড়াচ্ছেন।

SP- নেতা রবিদাস মেহেরোত্রা জানান, যাতে ওই কেন্দ্রে কাউকে প্রার্থী না করে সেজন্য কংগ্রেসের কাছে আবেদন করা হবে।

লখনউ, 16 এপ্রিল : BJP ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন শত্রুঘ্ন সিনহা। তাঁর স্ত্রী পুনম আজ যোগ দিলেন সমাজবাদী পার্টিতে। পুনমের হাতে দলীয় পতাকা তুলে দেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। জানা যাচ্ছে, লখনউ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুনম। এই আসনে BJP-র প্রার্থী রাজনাথ সিং।

জানা যাচ্ছে, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলের সমর্থন রয়েছে পুনমের সঙ্গে। এবিষয়ে আজ রাজনাথ সিং বলেন, "হ্যাঁ কাউকে তো প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে নির্বাচনে লড়ব।"

1991 সাল থেকেই লখনউ আসনে BJP-র একাধিপত্য। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি 1991 থেকে 2009 সাল পর্যন্ত লখনউ আসনে জিতে এসেছেন। তারপর থেকে রাজনাথ সিং ওই কেন্দ্রে দাঁড়াচ্ছেন।

SP- নেতা রবিদাস মেহেরোত্রা জানান, যাতে ওই কেন্দ্রে কাউকে প্রার্থী না করে সেজন্য কংগ্রেসের কাছে আবেদন করা হবে।

New Delhi, Apr 16 (ANI): Union Minister for Minority Affairs Mukhtar Abbas Naqvi on Tuesday responded on Congress general secretary for Uttar Pradesh (East) Priyanka Gandhi's 'Hindu martyr-Muslim martyr' comment. Countering Priyanka, he said that the Congress general secretary for UP (East) has scarcity of issues and they are polarizing the vote in the nation of religion. "When there is scarcity in issues then they ask vote in the name of caste, they try to polarize the vote in the name of religion," said Naqvi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.