ETV Bharat / bharat

হাসপাতালে পৌঁছে দেওয়া পুলিশকর্মীর নামেই নবজাতকের নামকরণ

দিল্লির ওয়াজ়িরপুর এলাকার বাসিন্দা বিক্রম এবং অনুপা । গতকাল সকালে প্রসব-যন্ত্রণা শুরু হয় অনুপার । অ্যাম্বুলেন্স না পাওয়ায় অশোক বিহার পুলিশ স্টেশনে ফোন করেন বিক্রম । সেখান থেকেই কনস্টেবল দয়াবীরকে পাঠানো হয় । তাঁদের হাসপাতালে পৌঁছে দেন বলে জানিয়েছেন অশোক বিহার পুলিশ স্টেশনে কর্মরত দয়াবীর ।

Delhi cop
পুলিশকর্মী
author img

By

Published : Apr 25, 2020, 11:42 AM IST

দিল্লি, 25 এপ্রিল : লকডাউনে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না । এদিকে প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন যুবতি । সমস্যায় পড়েন স্বামী। উত্তর-পশ্চিম দিল্লির এহেন এক দম্পতিকে হাসপাতালে পৌঁছে দেন এক পুলিশ কন্সটেবল। হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার পর সেই কন্সটেবলের নামেই নবজাতকের নাম রাখলেন ওই দম্পতি ।

দিল্লির ওয়াজ়িরপুর এলাকার বাসিন্দা বিক্রম এবং অনুপা । গতকাল সকালে প্রসব-যন্ত্রণা শুরু হয় অনুপার । অ্যাম্বুলেন্স না পাওয়ায় অশোকবিহার পুলিশ স্টেশনে ফোন করেন বিক্রম । সেখান থেকেই কনস্টেবল দয়াবীরকে পাঠানো হয় । ওয়াজ়িরপুরে দম্পতির বাড়িতে যান তিনি । দম্পতিকে গাড়িতে নিয়ে হিন্দু রাও হাসপাতালে পৌঁছে দেন । দয়াবীর বলেন, “সকাল 7টা নাগাদ আমি ওঁদের হিন্দু রাও হাসপাতালে পৌঁছে দিয়ে আসি । সন্ধে 7টা 30 নাগাদ আমি জানতে পারি অনুপা সন্তানের জন্ম দিয়েছেন । তাঁর ছেলের নাম রেখেছেন দয়াবীর ।”

উত্তর-পশ্চিম দিল্লি পুলিশের DCP বিজয়নাথ আর্য বলেন, “একজন কন্সটেবল হিসেবে তিনি খুব ভালো কাজ করেছেন । আমরা সবাই COVID-19-এর বিরুদ্ধে লড়ছি । সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সবসময় রয়েছে । 10 বছর দিল্লি পুলিশে কাজ করছেন দয়াবীর । দেড় বছর আগে তাঁর অশোকবিহারে পোস্টিং হয় ।”

দিল্লি, 25 এপ্রিল : লকডাউনে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না । এদিকে প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন যুবতি । সমস্যায় পড়েন স্বামী। উত্তর-পশ্চিম দিল্লির এহেন এক দম্পতিকে হাসপাতালে পৌঁছে দেন এক পুলিশ কন্সটেবল। হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার পর সেই কন্সটেবলের নামেই নবজাতকের নাম রাখলেন ওই দম্পতি ।

দিল্লির ওয়াজ়িরপুর এলাকার বাসিন্দা বিক্রম এবং অনুপা । গতকাল সকালে প্রসব-যন্ত্রণা শুরু হয় অনুপার । অ্যাম্বুলেন্স না পাওয়ায় অশোকবিহার পুলিশ স্টেশনে ফোন করেন বিক্রম । সেখান থেকেই কনস্টেবল দয়াবীরকে পাঠানো হয় । ওয়াজ়িরপুরে দম্পতির বাড়িতে যান তিনি । দম্পতিকে গাড়িতে নিয়ে হিন্দু রাও হাসপাতালে পৌঁছে দেন । দয়াবীর বলেন, “সকাল 7টা নাগাদ আমি ওঁদের হিন্দু রাও হাসপাতালে পৌঁছে দিয়ে আসি । সন্ধে 7টা 30 নাগাদ আমি জানতে পারি অনুপা সন্তানের জন্ম দিয়েছেন । তাঁর ছেলের নাম রেখেছেন দয়াবীর ।”

উত্তর-পশ্চিম দিল্লি পুলিশের DCP বিজয়নাথ আর্য বলেন, “একজন কন্সটেবল হিসেবে তিনি খুব ভালো কাজ করেছেন । আমরা সবাই COVID-19-এর বিরুদ্ধে লড়ছি । সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সবসময় রয়েছে । 10 বছর দিল্লি পুলিশে কাজ করছেন দয়াবীর । দেড় বছর আগে তাঁর অশোকবিহারে পোস্টিং হয় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.