ETV Bharat / bharat

বালুচানিস্তানে পাক সেনার কনভয়ে বিস্ফোরণ, নিহত ৬

ইরান সীমান্তে দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে পাক সেনার কনভয়ে পরপর দু'বার হামলা চালায় সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা। এই ঘটনায় মোট ৬ জন নিহত হয়।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 18, 2019, 2:38 PM IST

কোয়েট্টা, ১৮ ফেব্রুয়ারি: বোমা বিস্ফোরণে নিহত হল ৬ পাকিস্তানি সেনা। AP সংবাদসংস্থা সূত্রে খবর, ইরান সীমান্তে দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে পাক সেনার কনভয়ে পরপর দু'বার হামলা চালায় সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা। এই ঘটনায় মোট ৬ সেনা নিহত হয়।

হিদায়ত উল্লাহ নামে এক স্থানীয় পুলিশ আধিকারিক সোমবার বলেন, "গতকাল টারবাত শহরে হামলায় চারজন নিহত হয়। এছাড়া শনিবার, লোরালইয়ের দক্ষিণ-পশ্চিমে আরও দু'জন সেনা নিহত হয়েছে। এই হামলার পিছনে কোন সংগঠনের হাত রয়েছে তা এখনও জানা যায়নি।"

পাকিস্তানে এই হামলার ঠিক একদিন আগে ইরানের এলিট রেভলিউশানারি গার্ডের উপর হামলা করা হয়। এই ঘটনায় ২৭ জন নিহত হয়। ইরানের অভিযোগ, পাকিস্তানে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দেয় পাকিস্তান।

কোয়েট্টা, ১৮ ফেব্রুয়ারি: বোমা বিস্ফোরণে নিহত হল ৬ পাকিস্তানি সেনা। AP সংবাদসংস্থা সূত্রে খবর, ইরান সীমান্তে দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে পাক সেনার কনভয়ে পরপর দু'বার হামলা চালায় সেখানকার স্বাধীনতা সংগ্রামীরা। এই ঘটনায় মোট ৬ সেনা নিহত হয়।

হিদায়ত উল্লাহ নামে এক স্থানীয় পুলিশ আধিকারিক সোমবার বলেন, "গতকাল টারবাত শহরে হামলায় চারজন নিহত হয়। এছাড়া শনিবার, লোরালইয়ের দক্ষিণ-পশ্চিমে আরও দু'জন সেনা নিহত হয়েছে। এই হামলার পিছনে কোন সংগঠনের হাত রয়েছে তা এখনও জানা যায়নি।"

পাকিস্তানে এই হামলার ঠিক একদিন আগে ইরানের এলিট রেভলিউশানারি গার্ডের উপর হামলা করা হয়। এই ঘটনায় ২৭ জন নিহত হয়। ইরানের অভিযোগ, পাকিস্তানে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দেয় পাকিস্তান।


Imphal (Manipur), Feb 18 (ANI): Manipur Chief Minister N Biren Singh handed over 179 Nepali citizens allegedly human trafficked to the Indian side. Among 179 people, 147 were women. These people were rescued from different locations across the state to the officials of Nepal Embassy in Imphal East District.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.