রায়পুর, 12 অগাস্ট : কয়েকদিন আগে কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছিল । শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ভরতি করা হয়েছিল রায়পুরের AIIMS-এ । সেখানেই দেখা দেয় মানসিক সমস্যা । সেই মতো চিকিৎসাও শুরু হয় । কিন্তু তাতে কোনও লাভ হয়নি । আজ হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি । উদ্ধার করে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি । দু'ঘণ্টা পর মৃত্যু হয় তাঁর ।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেখা গেছে, কোরোনা রিপোর্ট পজ়িটিভ এলেই অনেকের মানসিক সমস্যা দেখা দিচ্ছে । পরিবার থেকে দূরে থাকা, তাঁদের দেখতে না পাওয়া এবং আদৌ বেঁচে ফিরবেন কি না, এসব নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হচ্ছে । ফলে সামনে আসছে একাধিক আত্মহত্যার ঘটনা । যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে ।
রায়পুরের এই ব্যক্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে । 7 অগাস্ট তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রায়পুরের AIIMS-এ ভরতি করা হয় । সেখানে তাঁর কোরোনা চিকিৎসা শুরু হলেও মানসিক সমস্যা দেখা দেয় । গতকাল দুপুরে তিনি হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দেন । পরে তাঁর মৃত্যু হয় ।
এমন পরিস্থিতিতে চিকিৎসকরা বার বার বলছেন, কোরোনা হলেই চাপ নেওয়া উচিত নয় । চাপ নিলে সমস্যা আরও বাড়তে পারে । কোরোনা মানেই মৃত্যু নয় । তারপরও অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ।