ETV Bharat / bharat

ঝাড়ুুুুদার পদে আবেদন ৪৬০৭ MBA, ইঞ্জিনিয়রের - engineer

ঝুলিতে ডিগ্রি স্নাতোকত্তরের। আবেদন করছেন ঝাড়ুদার পদের।

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Feb 7, 2019, 8:38 PM IST

চেন্নাই, ৭ ফেব্রুয়ারি : ঝাড়ুদার পদে শূন্যপদ ১০। স্যানিটারি ওয়ার্কার পদে ফাঁকা ৪টি আসন। তামিলনাড়ু সচিবালয়ে সেই ঝাড়ুদার ও স্যানিটারি ওয়ার্কার পদে চাকরির জন্য আবেদন করলেন M.Tech, B.Tech, MBA ও স্নাতকোত্তর পড়ুয়ারা। ৪৬০৭ জন MBA, ইঞ্জিনিয়র আবেদন করেছেন।

ঝাড়ুদারের ১০ টি শূন্য পদে ও স্যানিটারি ওয়ার্কারের ৪ টি শূন্য পদের জন্য যাদের ডিপ্লোমা রয়েছে এমন অনেকজনও আবেদন জানিয়েছেন। অথচ এই পদগুলিতে আবেদনের জন্য শারীরিকভাবে সক্ষম হলেই হবে। সর্বনিম্ন বয়সসীমা ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন পদের জন্য বিভিন্ন হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

চেন্নাই, ৭ ফেব্রুয়ারি : ঝাড়ুদার পদে শূন্যপদ ১০। স্যানিটারি ওয়ার্কার পদে ফাঁকা ৪টি আসন। তামিলনাড়ু সচিবালয়ে সেই ঝাড়ুদার ও স্যানিটারি ওয়ার্কার পদে চাকরির জন্য আবেদন করলেন M.Tech, B.Tech, MBA ও স্নাতকোত্তর পড়ুয়ারা। ৪৬০৭ জন MBA, ইঞ্জিনিয়র আবেদন করেছেন।

ঝাড়ুদারের ১০ টি শূন্য পদে ও স্যানিটারি ওয়ার্কারের ৪ টি শূন্য পদের জন্য যাদের ডিপ্লোমা রয়েছে এমন অনেকজনও আবেদন জানিয়েছেন। অথচ এই পদগুলিতে আবেদনের জন্য শারীরিকভাবে সক্ষম হলেই হবে। সর্বনিম্ন বয়সসীমা ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন পদের জন্য বিভিন্ন হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।


New Delhi, Feb 07 (ANI): All India Mahila Congress president Sushmita Dev promised to terminate the Triple Talaq Bill after coming in power. Dev attended AICC minority department National Convention held in Jawaharlal Nehru Stadium in New Delhi on Thursday. Dev accused the BJP government of their divide and rule politics. She said, "I promise to all of you, that Congress will come in power in 2019, and we will terminate Triple Talaq Bill. This is our promise to all of you."


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.