হায়দরাবাদ, 29 নভেম্বর : হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি সি সজ্জানার । তিনি বলেন, "ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি ।"
সাইবারাবাদ পুলিশ কমিশনার বলেন, "অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376, 302 ধারা ও ক্রিমিনাল ল (সংশোধনী) আইন ( নির্ভয়া অ্যাক্ট)-র অধীনে মামলা রুজু করা হয়েছে ।"
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শামশাবাদ টোল প্লাজ়ার কাছে মত্ত অবস্থায় ছিল অভিযুক্তরা । সেই সময় যুবতিকে স্কুটি পার্ক করতে দেখে । এরপরই তারা চক্রান্ত করে । যুবতির অনুপস্থিতিতে অভিযুক্তদের অন্যতম জল্লু নবীন স্কুটির পিছনের চাকার হাওয়া ছেড়ে দেয় । রাত 9টা 18 মিনিটে ফিরে এসে যুবতি দেখেন পিছনের চাকায় হাওয়া নেই । এরপর অভিযুক্তদের মধ্যে আর একজন মহম্মদ আরিফ যুবতিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে । কিন্তু, প্রথমে সাহায্য নিতে চাননি ওই যুবতি ৷
আরও পড়ুন : হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4
কিছুক্ষণ পর আর একজন অভিযুক্ত জল্লু শিবা যুবতির স্কুটারটি মেরামত করবে বলে নিয়ে যায় । খানিক বাদে ফিরে এসে সে জানায়, আশপাশে স্কুটি মেরামতের সমস্ত দোকান বন্ধ । এরপর যুবতিকে ধর্ষণ করে তারা । মুখ ও নাক চেপে ধরাতেই মৃত্যু হয় নির্যাতিতার । তারপর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় দেহ ।
-
Cyberabad Police on rape and murder of a woman veterinary doctor: Request will be made to handover the case to the fast track court, Mahbubnagar to expedite the prosecution for maximum punishment to the accused persons. #Telangana https://t.co/CBbVV02J0z
— ANI (@ANI) November 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cyberabad Police on rape and murder of a woman veterinary doctor: Request will be made to handover the case to the fast track court, Mahbubnagar to expedite the prosecution for maximum punishment to the accused persons. #Telangana https://t.co/CBbVV02J0z
— ANI (@ANI) November 29, 2019Cyberabad Police on rape and murder of a woman veterinary doctor: Request will be made to handover the case to the fast track court, Mahbubnagar to expedite the prosecution for maximum punishment to the accused persons. #Telangana https://t.co/CBbVV02J0z
— ANI (@ANI) November 29, 2019
আরও পড়ুন : বোনকে ফোন না করে 100-য় ফোন করলে রক্ষা পেতেন ; মন্তব্য তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশ কমিশনার বলেন, "বুধবার রাত সাড়ে 10 টা পর্যন্ত যুবতি বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷ রাত 3টা নাগাদ অভিযোগ দায়ের হয় । ভোর পাঁচটা পর্যন্ত আশপাশের সমস্ত স্কুটার মেরামতের দোকানে তল্লাশি চালায় পুলিশ । পরদিন (বৃহস্পতিবার) সকাল 7 টা নাগাদ দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় তার । তড়িঘড়ি CCTV ফুটেজ় খতিয়ে দেখা হয় । CCTV ফুটেজ়েই টোল প্লাজ়ার কাছে নির্যাতিতাকে পড়ে থাকতে দেখা যায় । "
সাইবেরাবাদ পুলিশ কমিশনারের বক্তব্য, "অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে । তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে । দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি ।"