ETV Bharat / bharat

স্কুটির চাকার হাওয়া ছেড়ে সাহায্যের বাহানা, ধর্ষণের পর যুবতির গায়ে পেট্রল

বুধবার রাতে শামশাবাদ টোল প্লাজ়ার কাছে মত্ত অবস্থায় ছিল অভিযুক্তরা । তারপর স্কুটির চাকার হাওয়া খুলে সাহায্যের বাহানা করে পরিকল্পনামাফিক যুবতিকে ধর্ষণ করে অভিযুক্তরা । সাইবারাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376, 302 ধারা ও ক্রিমিনাল ল (সংশোধনী) আইন ( নির্ভয়া অ্যাক্ট)-র অধীনে মামলা রুজু করা হয়েছে । দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি

ছবি
ছবি
author img

By

Published : Nov 29, 2019, 10:08 PM IST

Updated : Nov 30, 2019, 12:29 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর : হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি সি সজ্জানার । তিনি বলেন, "ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি ।"

সাইবারাবাদ পুলিশ কমিশনার বলেন, "অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376, 302 ধারা ও ক্রিমিনাল ল (সংশোধনী) আইন ( নির্ভয়া অ্যাক্ট)-র অধীনে মামলা রুজু করা হয়েছে ।"

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শামশাবাদ টোল প্লাজ়ার কাছে মত্ত অবস্থায় ছিল অভিযুক্তরা । সেই সময় যুবতিকে স্কুটি পার্ক করতে দেখে । এরপরই তারা চক্রান্ত করে । যুবতির অনুপস্থিতিতে অভিযুক্তদের অন্যতম জল্লু নবীন স্কুটির পিছনের চাকার হাওয়া ছেড়ে দেয় । রাত 9টা 18 মিনিটে ফিরে এসে যুবতি দেখেন পিছনের চাকায় হাওয়া নেই । এরপর অভিযুক্তদের মধ্যে আর একজন মহম্মদ আরিফ যুবতিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে । কিন্তু, প্রথমে সাহায্য নিতে চাননি ওই যুবতি ৷

আরও পড়ুন : হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

কিছুক্ষণ পর আর একজন অভিযুক্ত জল্লু শিবা যুবতির স্কুটারটি মেরামত করবে বলে নিয়ে যায় । খানিক বাদে ফিরে এসে সে জানায়, আশপাশে স্কুটি মেরামতের সমস্ত দোকান বন্ধ । এরপর যুবতিকে ধর্ষণ করে তারা । মুখ ও নাক চেপে ধরাতেই মৃত্যু হয় নির্যাতিতার । তারপর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় দেহ ।

  • Cyberabad Police on rape and murder of a woman veterinary doctor: Request will be made to handover the case to the fast track court, Mahbubnagar to expedite the prosecution for maximum punishment to the accused persons. #Telangana https://t.co/CBbVV02J0z

    — ANI (@ANI) November 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বোনকে ফোন না করে 100-য় ফোন করলে রক্ষা পেতেন ; মন্তব্য তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ কমিশনার বলেন, "বুধবার রাত সাড়ে 10 টা পর্যন্ত যুবতি বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷ রাত 3টা নাগাদ অভিযোগ দায়ের হয় । ভোর পাঁচটা পর্যন্ত আশপাশের সমস্ত স্কুটার মেরামতের দোকানে তল্লাশি চালায় পুলিশ । পরদিন (বৃহস্পতিবার) সকাল 7 টা নাগাদ দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় তার । তড়িঘড়ি CCTV ফুটেজ় খতিয়ে দেখা হয় । CCTV ফুটেজ়েই টোল প্লাজ়ার কাছে নির্যাতিতাকে পড়ে থাকতে দেখা যায় । "

সাইবেরাবাদ পুলিশ কমিশনারের বক্তব্য, "অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে । তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে । দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি ।"

হায়দরাবাদ, 29 নভেম্বর : হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুনের ঘটনায় সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করলেন সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি সি সজ্জানার । তিনি বলেন, "ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি ।"

সাইবারাবাদ পুলিশ কমিশনার বলেন, "অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376, 302 ধারা ও ক্রিমিনাল ল (সংশোধনী) আইন ( নির্ভয়া অ্যাক্ট)-র অধীনে মামলা রুজু করা হয়েছে ।"

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে শামশাবাদ টোল প্লাজ়ার কাছে মত্ত অবস্থায় ছিল অভিযুক্তরা । সেই সময় যুবতিকে স্কুটি পার্ক করতে দেখে । এরপরই তারা চক্রান্ত করে । যুবতির অনুপস্থিতিতে অভিযুক্তদের অন্যতম জল্লু নবীন স্কুটির পিছনের চাকার হাওয়া ছেড়ে দেয় । রাত 9টা 18 মিনিটে ফিরে এসে যুবতি দেখেন পিছনের চাকায় হাওয়া নেই । এরপর অভিযুক্তদের মধ্যে আর একজন মহম্মদ আরিফ যুবতিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে । কিন্তু, প্রথমে সাহায্য নিতে চাননি ওই যুবতি ৷

আরও পড়ুন : হায়দরাবাদের যুবতি পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

কিছুক্ষণ পর আর একজন অভিযুক্ত জল্লু শিবা যুবতির স্কুটারটি মেরামত করবে বলে নিয়ে যায় । খানিক বাদে ফিরে এসে সে জানায়, আশপাশে স্কুটি মেরামতের সমস্ত দোকান বন্ধ । এরপর যুবতিকে ধর্ষণ করে তারা । মুখ ও নাক চেপে ধরাতেই মৃত্যু হয় নির্যাতিতার । তারপর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় দেহ ।

  • Cyberabad Police on rape and murder of a woman veterinary doctor: Request will be made to handover the case to the fast track court, Mahbubnagar to expedite the prosecution for maximum punishment to the accused persons. #Telangana https://t.co/CBbVV02J0z

    — ANI (@ANI) November 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বোনকে ফোন না করে 100-য় ফোন করলে রক্ষা পেতেন ; মন্তব্য তেলাঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ কমিশনার বলেন, "বুধবার রাত সাড়ে 10 টা পর্যন্ত যুবতি বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷ রাত 3টা নাগাদ অভিযোগ দায়ের হয় । ভোর পাঁচটা পর্যন্ত আশপাশের সমস্ত স্কুটার মেরামতের দোকানে তল্লাশি চালায় পুলিশ । পরদিন (বৃহস্পতিবার) সকাল 7 টা নাগাদ দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় তার । তড়িঘড়ি CCTV ফুটেজ় খতিয়ে দেখা হয় । CCTV ফুটেজ়েই টোল প্লাজ়ার কাছে নির্যাতিতাকে পড়ে থাকতে দেখা যায় । "

সাইবেরাবাদ পুলিশ কমিশনারের বক্তব্য, "অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে । তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে । দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি ।"

Mumbai, Nov 29 (ANI): Shiv Sena leader Sanjay Raut told mediapersons about Shiv Sena's alliance with Goa Forward Party. He said, "Goa Forward Party president and ex-Dy CM of Goa, Vijai Sardesai along with three MLAs, is forming alliance with Shiv Sena. A new political front is taking shape in Goa, just like it happened in Maharashtra." He further said, "Jaldi hi Goa mein bhi aapko ek chamatkar dikhai dega." Sanjay also said, "It will happen across the country. After Maharashtra it is Goa, then we will go to other states. We want to make a non-BJP political front in this country."
Last Updated : Nov 30, 2019, 12:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.