ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের রাজ্যের বকেয়া মেটানোর দাবি মমতার - প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

GST ক্ষতিপূরণ বাবদ 4 হাজার 135 কোটি টাকা, অন্য বকেয়া বাবদ 53 হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা রয়েছে ৷ কোরোনা পরিস্থিতিতে তা মিটিয়ে দেওয়ার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee raised issue of West Bengal's financial dues
প্রধানমন্ত্রীর
author img

By

Published : Aug 11, 2020, 10:49 PM IST

দিল্লি, 11 অগাস্ট: ফের রাজ্যের বকেয়া মেটানোর দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ কোরোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের এই দাবি তোলেন ৷ তিনি বলেন, GST-র ক্ষতিপূরণ এবং বকেয়া বাবদ রাজ্যের বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে ৷ তাঁর অনুরোধ, কোরোনা আবহে তা মিটিয়ে দেওয়া হোক ৷

আজ 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী ৷ বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্র্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ সেখানে তিনি বলেন, GST-র ক্ষতিপূরণ বাবদ 4 হাজার 135 কোটি টাকা, অন্য বকেয়া বাবদ 53 হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে ৷ অন্তত কোরোনা পরিস্থিতিতে তা মিটিয়ে দেওয়া হোক ৷ সম্প্রতি রাজ্যের ঋণ নেওয়ার সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তিনি ৷ 3 শতাংশ থেকে বাড়িয়ে 5 শতাংশ করার দাবি জানান ৷ সেই দাবি মেনে নেয় কেন্দ্র ৷ কিন্তু তার মধ্যে 5 শতাংশ নিঃশর্ত ৷ বাকিটা শর্তসাপেক্ষ ৷ চলতি পরিস্থিতিতে বাকি 1.5 শতাংশও নিঃশর্তে দেওয়ার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কয়েক মাস আগে কোরোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধ তৈরি হয়েছিল ৷ কোমর্বিডিটিতে মৃত্যুর কথা বলেছিল রাজ্য ৷ যা নিয়ে বিতর্ক হয় ৷ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশে কোরোনায় মৃতদের মধ্যে 70 শতাংশের কোমর্বিডিটি ছিল ৷ আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আগেই কোমর্বিডিটির উপর জোর দিয়েছিলাম ৷ এখন সেটিকে সকলেই গুরুত্ব দিচ্ছে ৷"

দিল্লি, 11 অগাস্ট: ফের রাজ্যের বকেয়া মেটানোর দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ কোরোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফের এই দাবি তোলেন ৷ তিনি বলেন, GST-র ক্ষতিপূরণ এবং বকেয়া বাবদ রাজ্যের বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে কেন্দ্রের কাছে ৷ তাঁর অনুরোধ, কোরোনা আবহে তা মিটিয়ে দেওয়া হোক ৷

আজ 10 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী ৷ বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্র্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ সেখানে তিনি বলেন, GST-র ক্ষতিপূরণ বাবদ 4 হাজার 135 কোটি টাকা, অন্য বকেয়া বাবদ 53 হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা রয়েছে ৷ অন্তত কোরোনা পরিস্থিতিতে তা মিটিয়ে দেওয়া হোক ৷ সম্প্রতি রাজ্যের ঋণ নেওয়ার সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তিনি ৷ 3 শতাংশ থেকে বাড়িয়ে 5 শতাংশ করার দাবি জানান ৷ সেই দাবি মেনে নেয় কেন্দ্র ৷ কিন্তু তার মধ্যে 5 শতাংশ নিঃশর্ত ৷ বাকিটা শর্তসাপেক্ষ ৷ চলতি পরিস্থিতিতে বাকি 1.5 শতাংশও নিঃশর্তে দেওয়ার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কয়েক মাস আগে কোরোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধ তৈরি হয়েছিল ৷ কোমর্বিডিটিতে মৃত্যুর কথা বলেছিল রাজ্য ৷ যা নিয়ে বিতর্ক হয় ৷ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দেশে কোরোনায় মৃতদের মধ্যে 70 শতাংশের কোমর্বিডিটি ছিল ৷ আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা আগেই কোমর্বিডিটির উপর জোর দিয়েছিলাম ৷ এখন সেটিকে সকলেই গুরুত্ব দিচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.