ETV Bharat / bharat

3টি চিনা সংস্থার সঙ্গে 5 হাজার কোটি টাকার চুক্তি স্থগিত মহারাষ্ট্রের

চিনের সংস্থার সঙ্গে স্বাক্ষরিত 5 হাজার কোটি টাকার বিনিয়োগ স্থগিত করল মহারাষ্ট্র সরকার ৷ ম্যাগনেটিক মহারাষ্ট্র 2.0 নামের একটি MoU চুক্তিতে মোট 5 হাজার কোটি টাকার বিনিয়োগের চুক্তি করা হয়েছিল ৷

maharashtra freezes 3 chinese projects worth rs 5000 crore
মহারাষ্ট্রে 3 টি চিনা সংস্থার সঙ্গে 5 হাজার কোটি টাকার বিনিয়োগচুক্তি স্থগিত
author img

By

Published : Jun 22, 2020, 8:11 PM IST

মুম্বই, 22 জুন : চিনের সংস্থার সঙ্গে প্রায় 5 হাজার কোটি টাকার বিনিয়োগ স্থগিত করল মহারাষ্ট্র সরকার ৷ স্থগিত করা হয় চিনের 3 টি সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ৷ সম্প্রতি, ম্যাগনেটিক মহারাষ্ট্র 2.0 নামের MoU চুক্তির একটি বিনিয়োগকারীদের বৈঠকে চিনা সংস্থাগুলির বিনিয়োগ স্থগিত করে রাজ্য সরকার ৷

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সীমান্তে সংঘর্ষের কয়েকঘণ্টা আগেই চিনের তিনটি সংস্থার সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরিত হয় ৷ ম্যাগনেটিক মহারাষ্ট্র 2.0 নামের MoU চুক্তিতে চিনের তিনটি সংস্থার সঙ্গে 5 হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় ৷ এরপর জানা যায়, ওই সংঘর্ষে শহিদ হন 20 জন জওয়ান ৷ এরপরই চিনের সঙ্গে বৈদেশিক সম্পর্কে চিড় ধরতে থাকে ভারতের ৷ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় চিনা পণ্যের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন ৷

চিনের ওই তিনটি সংস্থা হল হেংলি ইঞ্জিনিয়ারিং , PMI ইলেকট্রো মোবিলিটি সলিউশনস JV উইথ ফোটন ও গ্রেট ওয়াল মোটরস ৷ সংস্থাগুলির পুনেতে তালেগাঁও জেলায় বিনিয়োগ করার কথা ছিল ৷ এবিষয়ে সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ বিবৃতিতে বলা হয় , চিনা সংস্থার সঙ্গে বিনিয়োগের ওই চুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে সরকার ৷

এবিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, "ভারত শান্তি চায় ৷ কিন্তু তার মানে এই নয় যে ভারত দুর্বল নয় ৷ চিন বিশ্বাসঘাতক ৷ ভারত 'মজবুত', 'মজবুর' নয় ৷ ভারত সরকার পালটা জবাব দেওয়ার ক্ষমতা রাখে ৷ আমরা সবাই এক , জোটবদ্ধ ৷ প্রধানমন্ত্রী , আমরা আপনার সঙ্গে আছি ৷ "

জানা গেছে, হেংলি ইঞ্জিনিয়ারিং সংস্থার মোট 250 কোটি টাকা বিনিয়োগ করার কথা ছিল ৷ PMI সংস্থাটির অটো সেক্টরে 1 হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ছিল ৷ অন্যদিকে, গ্রেট ওয়াল মোটরস সংস্থার 3 হাজার 770 কোটি টাকার অটোমোবাইল কম্পানি বানানোর কথা ছিল ৷

বিবৃতিতে আরও বলা হয়, MoU চুক্তিতে চিন ছাড়াও অ্যামেরিকা, সিঙ্গাপুর, ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ অটোমোবাইল, লজিস্টিকস, ব্যাঙ্কিং, ইঞ্জিনিয়ারিং ও মোবাইল প্রোডাকশনের মতো ক্ষেত্রে চুক্তিগুলি হয়েছে ৷

মুম্বই, 22 জুন : চিনের সংস্থার সঙ্গে প্রায় 5 হাজার কোটি টাকার বিনিয়োগ স্থগিত করল মহারাষ্ট্র সরকার ৷ স্থগিত করা হয় চিনের 3 টি সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ৷ সম্প্রতি, ম্যাগনেটিক মহারাষ্ট্র 2.0 নামের MoU চুক্তির একটি বিনিয়োগকারীদের বৈঠকে চিনা সংস্থাগুলির বিনিয়োগ স্থগিত করে রাজ্য সরকার ৷

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সীমান্তে সংঘর্ষের কয়েকঘণ্টা আগেই চিনের তিনটি সংস্থার সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরিত হয় ৷ ম্যাগনেটিক মহারাষ্ট্র 2.0 নামের MoU চুক্তিতে চিনের তিনটি সংস্থার সঙ্গে 5 হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় ৷ এরপর জানা যায়, ওই সংঘর্ষে শহিদ হন 20 জন জওয়ান ৷ এরপরই চিনের সঙ্গে বৈদেশিক সম্পর্কে চিড় ধরতে থাকে ভারতের ৷ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় চিনা পণ্যের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন ৷

চিনের ওই তিনটি সংস্থা হল হেংলি ইঞ্জিনিয়ারিং , PMI ইলেকট্রো মোবিলিটি সলিউশনস JV উইথ ফোটন ও গ্রেট ওয়াল মোটরস ৷ সংস্থাগুলির পুনেতে তালেগাঁও জেলায় বিনিয়োগ করার কথা ছিল ৷ এবিষয়ে সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ বিবৃতিতে বলা হয় , চিনা সংস্থার সঙ্গে বিনিয়োগের ওই চুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে সরকার ৷

এবিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, "ভারত শান্তি চায় ৷ কিন্তু তার মানে এই নয় যে ভারত দুর্বল নয় ৷ চিন বিশ্বাসঘাতক ৷ ভারত 'মজবুত', 'মজবুর' নয় ৷ ভারত সরকার পালটা জবাব দেওয়ার ক্ষমতা রাখে ৷ আমরা সবাই এক , জোটবদ্ধ ৷ প্রধানমন্ত্রী , আমরা আপনার সঙ্গে আছি ৷ "

জানা গেছে, হেংলি ইঞ্জিনিয়ারিং সংস্থার মোট 250 কোটি টাকা বিনিয়োগ করার কথা ছিল ৷ PMI সংস্থাটির অটো সেক্টরে 1 হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ছিল ৷ অন্যদিকে, গ্রেট ওয়াল মোটরস সংস্থার 3 হাজার 770 কোটি টাকার অটোমোবাইল কম্পানি বানানোর কথা ছিল ৷

বিবৃতিতে আরও বলা হয়, MoU চুক্তিতে চিন ছাড়াও অ্যামেরিকা, সিঙ্গাপুর, ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ অটোমোবাইল, লজিস্টিকস, ব্যাঙ্কিং, ইঞ্জিনিয়ারিং ও মোবাইল প্রোডাকশনের মতো ক্ষেত্রে চুক্তিগুলি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.