কলকাতা, 15 নভেম্বর: থ্রেট কালচার ? ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অ্যানাসথেসিয়া বিভাগের এক রেসিডেন্ট ডাক্তারের রহস্য মৃত্যুতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাটি।
রাজ্যের হাসপাতালগুলিতে 'হুমকি প্রথা' ছাড়াও যে আরও একাধিক বিষয়ে বেনিয়ম চলে ৷ তার বিরুদ্ধে সরব হয়েছিলেন বলেই কি এই চিকিৎসকের মৃত্যু ? মৃত ডাক্তারের ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটের পরিপ্রেক্ষিতে সেরকমই অনুমান বলে দাবি মামলাকারীর ৷ এই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করলে প্রকৃত সত্য সামনে আসবে না বলে আশঙ্কা মামলাকারীর। সেই জন্য সিবিআই তদন্তের আর্জি জানিয়ে দায়ের হয়েছে মামলা।
হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, দীপ্র ভট্টাচার্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ছিলেন। গত 7 অক্টোবর তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের হস্টেল থেকে মৃত অবস্থায় পাওয়া যায় ৷ মৃত্যুর দিন ঐ চিকিৎসক তাঁর মোবাইল ফোন থেকে দু'টি মেসেজ পাঠিয়েছিলেন ৷ একটা তাঁর স্ত্রীকে ৷ যিনি পেশায় এসএসকেএমের নার্স ৷ আর একটি তার সহপাঠী ডাক্তারদের ৷ সেখানে হাসপাতালের থ্রেট কালচার নিয়ে স্বজনপোষণের বিরুদ্ধে তাঁর ক্ষোভ ব্যক্ত করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে থ্রেট কালচারের ফলেই কি মৃত্যু হয়েছে এই ডাক্তারের ? এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়েছেন মামলাকারী ৷ আগামী 19 নভেম্বর মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।
স্বাভাবিকভাবেই মামলায় প্রশ্ন তোলা হয়েছে, হাসপাতাল গুলিতে কর্মরত ডাক্তারদের মানসিক ও শারীরিক সুরক্ষার ব্যাপারে কি রাজ্য সরকার আদৌ যত্নশীল ? ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের এই ঘটনা বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে ডাক্তারদের কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়ে ৷ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতে বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি করেছেন মামলাকারী। অতীতে এই ধরনের ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে পক্ষপাতিত্ত্বের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে ডাক্তারদের সুরক্ষিত করতে আদালত রাজ্যকে পলিসি তৈরি করে, তা কার্যকর করার নির্দেশ দিক বলেও আর্জি জানানো হয়েছে।
উল্লেখ্য, 9 অগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনেের ঘটনা সামনে আসার পর রাজ্যের হাসপাতাল গুলিতে থ্রেট কালচার ও স্বজনপোষণের অভিযোগে সামনে এসেছে ৷ সুপ্রিম কোর্ট এ বিষয়ে তদন্ত করতে বলার পাশাপাশি কর্মক্ষেত্রে চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছে ৷ রাজ্য সরকার শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর করতে তৎপর। এই পরিস্থিতি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তারের রহস্যমৃত্যু ফের হাসপাতালের থ্রেট কালচারের যে অভিযোগ, তাকেই কার্যত উস্কে দিয়েছে বলেই মনে করছেন মামলাকারীর আইনজীবীরা।