ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে দুর্ঘটনায় মৃত 8 শ্রমিক, আহত 54-র বেশি - Madhya Pradesh accident

বাস ও শ্রমিকবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ৷ দুর্ঘটনায় মৃত আট ৷ আহত প্রায় 54-এর বেশি শ্রমিক ৷

মধ্যপ্রদেশে দুর্ঘটনায়
মধ্যপ্রদেশে দুর্ঘটনায়
author img

By

Published : May 14, 2020, 8:11 AM IST

Updated : May 14, 2020, 11:00 AM IST

গুনা(মধ্যপ্রদেশ), 14 মে : মধ্যপ্রদেশে বাস ও শ্রমিকবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। মৃত আট শ্রমিক ৷ আহত 54-র বেশি ৷ আজ ভোররাতে মধ্যপ্রদেশের গুনা বাইপাসে দুর্ঘটনাটি ঘটে৷ পুলিশ জানিয়েছে, ট্রাকে থাকা শ্রমিকদের বেশিরভাগ উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ৷

মহারাষ্ট্রের মুম্বই থেকে ট্রাকে উত্তরপ্রদেশের উন্নাওয়ে ফিরছিল 70 জন শ্রমিকের একটি দল ৷ ভোর তিনটে নাগাদ গুনা বাইপাসে দ্রুত গতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় আট শ্রমিকের ৷ আহত হন 54-র বেশি জন৷

জানা গেছে, বাসটি গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল ৷ শুধুমাত্র চালক ও কর্মী ছাড়া আর কেউ ছিলেন না ৷ আহত এক শ্রমিক বলেন, "যখন দুর্ঘটনাটি ঘটে তখন আমরা ঘুমাচ্ছিলাম ৷" এদিকে শ্রমিকদের উন্নাও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ৷

গুনা(মধ্যপ্রদেশ), 14 মে : মধ্যপ্রদেশে বাস ও শ্রমিকবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। মৃত আট শ্রমিক ৷ আহত 54-র বেশি ৷ আজ ভোররাতে মধ্যপ্রদেশের গুনা বাইপাসে দুর্ঘটনাটি ঘটে৷ পুলিশ জানিয়েছে, ট্রাকে থাকা শ্রমিকদের বেশিরভাগ উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে ৷

মহারাষ্ট্রের মুম্বই থেকে ট্রাকে উত্তরপ্রদেশের উন্নাওয়ে ফিরছিল 70 জন শ্রমিকের একটি দল ৷ ভোর তিনটে নাগাদ গুনা বাইপাসে দ্রুত গতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় আট শ্রমিকের ৷ আহত হন 54-র বেশি জন৷

জানা গেছে, বাসটি গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল ৷ শুধুমাত্র চালক ও কর্মী ছাড়া আর কেউ ছিলেন না ৷ আহত এক শ্রমিক বলেন, "যখন দুর্ঘটনাটি ঘটে তখন আমরা ঘুমাচ্ছিলাম ৷" এদিকে শ্রমিকদের উন্নাও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা ৷

Last Updated : May 14, 2020, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.