ETV Bharat / bharat

100 রুপি কমল গ্যাসের দাম ! - LPG

বর্তমানে গ্যাসের দাম 737.50 রুপি । কাল থেকে তা কমে দাঁড়াবে 637 রুপিতে ।

গ্যাস
author img

By

Published : Jun 30, 2019, 10:26 PM IST

Updated : Jun 30, 2019, 11:30 PM IST

দিল্লি, 30 জুন : 100.50 রুপি কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম । এর ফলে, গ্যাসের দাম হবে 637 রুপি । পরবর্তীতে ভর্তুকি-বাবদ গ্রাহকের অ্যাকাউন্টে 142.65 রুপি জমা পড়বে । 1 জুলাই অর্থাৎ কাল থেকে নয়া দাম কার্যকর হবে ।

ইন্ডিয়ান অয়েলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে LPG-র দাম কমেছে । পাশাপাশি, ডলার-রুপির বিনিময় মূল্য সুবিধাজনক হওয়ায় গ্যাসের দাম কমানো হয়েছে ।

চলতি মাসের শুরুতেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম 3.65 শতাংশ বেড়েছিল । এনিয়ে সরব হয় বিরোধীরা । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোটের পর কেন গ্যাসের দাম বাড়ানো হল ? আমরা গ্যাসের দাম বৃদ্ধির নিন্দা করি ।"

দিল্লি, 30 জুন : 100.50 রুপি কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম । এর ফলে, গ্যাসের দাম হবে 637 রুপি । পরবর্তীতে ভর্তুকি-বাবদ গ্রাহকের অ্যাকাউন্টে 142.65 রুপি জমা পড়বে । 1 জুলাই অর্থাৎ কাল থেকে নয়া দাম কার্যকর হবে ।

ইন্ডিয়ান অয়েলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে LPG-র দাম কমেছে । পাশাপাশি, ডলার-রুপির বিনিময় মূল্য সুবিধাজনক হওয়ায় গ্যাসের দাম কমানো হয়েছে ।

চলতি মাসের শুরুতেই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম 3.65 শতাংশ বেড়েছিল । এনিয়ে সরব হয় বিরোধীরা । বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ভোটের পর কেন গ্যাসের দাম বাড়ানো হল ? আমরা গ্যাসের দাম বৃদ্ধির নিন্দা করি ।"

Burhanpur (Madhya Pradesh), Jun 20 (ANI): At least seven labourers were trapped after water suddenly started flowing in the river following a long spell of rain in the area in Madhya Pradesh's Burhanpur. Labourers were working on a construction of a bridge over the dried up river when they got stuck. All labourers were rescued safely.

Last Updated : Jun 30, 2019, 11:30 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.