ETV Bharat / bharat

লকডাউন : দিল্লির স্টেশনে ঠেলাগাড়ি থেকে জল ও খাবার লুট একদল পরিযায়ীর - migrant workers amid lockdown

ঠেলা গাড়িটিতে চারটে কার্টুন ছিল । তাতে সম্ভবত ছিল- চিপস, বিস্কিট, জল এবং অন্যান্য প্যাকেটজাত খাবার । প্ল্যাটফর্মে গাড়িটি থামান কয়েকজন ব্যক্তি । তারপরেই আরও ভিড় হয় । সেইসময় পরিযায়ীরা যতটা সম্ভব খাবার তুলে নেন এবং সেখান থেকে পালিয়ে যান ।

migrants
migrants
author img

By

Published : May 24, 2020, 5:26 PM IST

দিল্লি, 24 মে : লকডাউনে দেশজুড়ে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে । চাকরি গিয়েছে বহু মানুষের । খিদে পেটে এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটে চলেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক । রাস্তাতেই প্রাণ গিয়েছে অনেকের । এই ভয়াবহ পরিস্থিতিতে অন্য আর একটি ঘটনার সাক্ষী রইল দেশ । ওল্ড দিল্লি স্টেশনে পানীয় জল এবং খাবার ভরতি ঠেলাগাড়ি দেখে ঝাঁপিয়ে পড়লেন কয়েকজন পরিযায়ী শ্রমিক । খাবার ও জল লুট করে পালান তাঁরা । ওল্ড দিল্লি স্টেশনের শুক্রবারের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে।

ঠেলা গাড়িটিতে চারটি কার্টুন ছিল । তাতে সম্ভবত ছিল- চিপস, বিস্কিট, জল এবং অন্যান্য প্যাকেটজাত খাবার । প্ল্যাটফর্মে গাড়িটি থামান কয়েকজন ব্যক্তি । তারপরেই ভিড় শুরু হয় । সেইসময় কয়েকজন পরিযায়ী শ্রমিক যতটা সম্ভব খাবার তুলে নেন ঠেলাগাড়ি থেকে এবং সেখান থেকে পালিয়ে যান । নিজেদের মধ্যে তর্কাতর্কিও করেন । পালিয়ে যাওয়ার আগে একে অপরের থেকে খাবার ছিনিয়ে নিতে দেখা যায় তাঁদের । এরপর প্ল্যাটফর্মে পুলিশ মোতায়েন করা হয় । বাড়ানো হয় নজরদারি ।

লকডাউনের কারণে দেশের এক শ্রেণির মানুষ লড়াই করছেন খিদের সঙ্গে । চলছে অস্তিত্ব রক্ষার লড়াই । এক সমীক্ষা বলছে, লকডাউনে এমন 400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাঁদের কোরোনা সংক্রমণ ছিল না । বেশিরভাগেরই মৃত্যুর কারণ অনাহার । ইনফোসিসের কর্ণধার একটি সেমিনারে বলেছিলেন, দেশে যত সংখ্যক মানুষ কোরোনা সংক্রমণে মারা যাবেন তার চেয়ে বেশি মানুষ মারা যাবেন অনাহারে ।

এই রকমই এক পরিস্থিতির মুখোমুখি দেশের পরিযায়ী শ্রমিকরা । সম্প্রতি দিল্লির যমুনা নদীর ধারে শ্মশানের পাশে ফেলে দেওয়া কলা তুলে নিয়েছিল একদল পরিযায়ী শ্রমিক । উত্তরপ্রদেশে রাস্তায় পড়ে যাওয়া দুধ তুলে নিচ্ছিলেন অন্য এক পরিযায়ী । পচা খাবার দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশে রেললাইন অবরোধ করেছিলেন একদল শ্রমিক । লকডাউনে খিদের সঙ্গে লড়ছেন এই পরিযায়ীরা ।

দিল্লি, 24 মে : লকডাউনে দেশজুড়ে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে । চাকরি গিয়েছে বহু মানুষের । খিদে পেটে এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটে চলেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক । রাস্তাতেই প্রাণ গিয়েছে অনেকের । এই ভয়াবহ পরিস্থিতিতে অন্য আর একটি ঘটনার সাক্ষী রইল দেশ । ওল্ড দিল্লি স্টেশনে পানীয় জল এবং খাবার ভরতি ঠেলাগাড়ি দেখে ঝাঁপিয়ে পড়লেন কয়েকজন পরিযায়ী শ্রমিক । খাবার ও জল লুট করে পালান তাঁরা । ওল্ড দিল্লি স্টেশনের শুক্রবারের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে।

ঠেলা গাড়িটিতে চারটি কার্টুন ছিল । তাতে সম্ভবত ছিল- চিপস, বিস্কিট, জল এবং অন্যান্য প্যাকেটজাত খাবার । প্ল্যাটফর্মে গাড়িটি থামান কয়েকজন ব্যক্তি । তারপরেই ভিড় শুরু হয় । সেইসময় কয়েকজন পরিযায়ী শ্রমিক যতটা সম্ভব খাবার তুলে নেন ঠেলাগাড়ি থেকে এবং সেখান থেকে পালিয়ে যান । নিজেদের মধ্যে তর্কাতর্কিও করেন । পালিয়ে যাওয়ার আগে একে অপরের থেকে খাবার ছিনিয়ে নিতে দেখা যায় তাঁদের । এরপর প্ল্যাটফর্মে পুলিশ মোতায়েন করা হয় । বাড়ানো হয় নজরদারি ।

লকডাউনের কারণে দেশের এক শ্রেণির মানুষ লড়াই করছেন খিদের সঙ্গে । চলছে অস্তিত্ব রক্ষার লড়াই । এক সমীক্ষা বলছে, লকডাউনে এমন 400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাঁদের কোরোনা সংক্রমণ ছিল না । বেশিরভাগেরই মৃত্যুর কারণ অনাহার । ইনফোসিসের কর্ণধার একটি সেমিনারে বলেছিলেন, দেশে যত সংখ্যক মানুষ কোরোনা সংক্রমণে মারা যাবেন তার চেয়ে বেশি মানুষ মারা যাবেন অনাহারে ।

এই রকমই এক পরিস্থিতির মুখোমুখি দেশের পরিযায়ী শ্রমিকরা । সম্প্রতি দিল্লির যমুনা নদীর ধারে শ্মশানের পাশে ফেলে দেওয়া কলা তুলে নিয়েছিল একদল পরিযায়ী শ্রমিক । উত্তরপ্রদেশে রাস্তায় পড়ে যাওয়া দুধ তুলে নিচ্ছিলেন অন্য এক পরিযায়ী । পচা খাবার দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশে রেললাইন অবরোধ করেছিলেন একদল শ্রমিক । লকডাউনে খিদের সঙ্গে লড়ছেন এই পরিযায়ীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.