ETV Bharat / bharat

লকডাউনের পঞ্চম দিন : যেখানে আছেন, সেখানেই থাকুন, বার্তা কেজরিওয়ালের

author img

By

Published : Mar 29, 2020, 7:36 AM IST

Updated : Mar 29, 2020, 6:30 PM IST

lockdown
lockdown

18:24 March 29

দিল্লি, 29 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের পঞ্চম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি ?

  • যেখানে আছেন, সেখানেই থাকুন ৷ লকডাউন মানে এটাই ৷ গতকালের ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে এসে এই বার্তাই দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বললেন, লকডাউন না মানলে কোরোনা সঙ্গে এই লড়াইয়ে আমরা হেরে যাব ৷"

14:42 March 29

  • Rajasthan: A 21-year-old man has been tested positive for #COVID19 in Jhunjhunu. He returned from Philippines on March 18 & developed symptoms of the disease on March 26. With this, total number of cases rises to 56 in the state. https://t.co/w3yx1K6RLv

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • রাজস্থানে কোরোনায় আক্রান্ত 21 বছরের এক যুবক । সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে 55 ।

14:35 March 29

  • Congress MP Rahul Gandhi writes to Prime Minister Narendra Modi offering suggestions on #COVID19. Gandhi says 'we stand together with the government in fighting and overcoming this tremendous challenge' pic.twitter.com/nIUz2koIzy

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ও ভাইরাসের হাত থেকে নিস্তার পেতে আমরা সরকারের পাশে আছি ।" প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুল গান্ধি ।

14:32 March 29

  • কোরোনায় আক্রান্ত ভারতীয় একটি বেসরকারি বিমান সংস্থার অফিসার ।

13:14 March 29

  • Minister of Petroleum and Natural Gas Dharmendra Pradhan today held a video conference with Prince Abdulaziz, Saudi Minister of Energy and Amin Nasser, President & CEO, Saudi Aramco to ensure uninterrupted LPG supplies to India. (file pic) pic.twitter.com/89b1J2gKNf

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • সৌদি থেকে ভারতে LPG আমদানি সচল রাখতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রিন্স আবদুল আজ়িজ়ের সঙ্গে বৈঠক করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

13:11 March 29

  • ভিনরাজ্যের শ্রমিক ও ফুটপাথবাসীদের জন্য  দিল্লির বেশকয়েকটি সরকারি স্কুলে অস্থায়ী শিবির তৈরি করল প্রশাসন ৷

13:10 March 29

  • মুম্বইয়ে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক ব্যক্তির ৷

12:25 March 29

  • CBSE has decided to contribute Rs 21,00,000 from all employees who have voluntarily come forward to donate their salaries. Accordingly, Group 'A' employees have donated two-day salary and Group 'B' and 'C' employees one day salary to #PMCARES fund: Anurag Tripathi, CBSE #COVID19 pic.twitter.com/SNsfdxKD51

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কোরোনা মোকাবিলায় CBSE বোর্ডের পক্ষ থেকে 21 লাখ টাকা দান করার সিদ্ধান্ত ৷

12:20 March 29

  • জম্মু-কাশ্মীরে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত 5 জন ৷ সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 38 ৷

12:17 March 29

  • কোরোনা আতঙ্কের জেরে রবিবারের প্রার্থনা বাতিল করল পুদুচেরি প্রশাসন ৷

12:13 March 29

  • Acharya Charak had said that one who serves patients without desiring any material gain, is the best doctor. I salute every nurse today, you all are working with incomparable dedication. World is celebrating 2020 as the international year of the nurse&midwife: PM Modi #MannKiBaat pic.twitter.com/D7ce0Rbryc

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • "আমি প্রত্যেক নার্সকে স্যালুট করছি ৷ আপনারা সকলেই অসাধারণ কাজ করছেন ৷" মন কি বাতে প্রধানমন্ত্রী ৷

12:06 March 29

  • There are many soldiers who are fighting #Coronavirus, not from their homes but from outside their homes. These are our front line soldiers-especially our brothers and sisters on duty as nurses, doctors & paramedical staff: PM Modi #MannkiBaat (file pics) pic.twitter.com/ow6Tq6MD7O

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • মন কি বাত থেকে কোরোনা পরিস্থিতি মোকাবিলার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের দেশের প্রথম সারির সেনা বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷

12:02 March 29

  • PMO-তে শুরু হল রিভিউ মটিং ৷ মিটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পি কে মিশ্র ৷

11:30 March 29

  • মন কি বাত-এ বক্তব্য পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

11:30 March 29

  • গুজরাতের আহমেদাবাদে নতুন করে আক্রান্ত 3 ৷ সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 58 ৷

11:29 March 29

  • মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় আক্রান্ত 7 ৷ তাঁদের মধ্যে 4 জন মুম্বইয়ের, 1 জন পুনের ৷ 1জন সাঙ্গিল ও অপর জন নাগপুরের ৷ এখন পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 193 ৷

11:27 March 29

  • National Pharmaceutical Pricing Authority (NPPA) writes to States for ensuring the availability and distribution of masks, gloves, and sanitizers. NPPA chairman Shubhra Singh has written to Health Secretaries & Chief Secretaries of all States. #COVID19 pic.twitter.com/PVisbHGDgy

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • গ্লাভস, মাস্ক, স্যানিটাইজ়ারের সহজলভ্যতা ও বিতরণ নিশ্চিত করার জন্য সমস্ত রাজ্যগুলিকে চিঠি ন্যাশনাল ফার্মাকিউটিকাল প্রাইসিং অথরিটির ৷

11:25 March 29

  • Andhra Pradesh Government has decided to run mobile Rytu Bazaars (government run vegetable markets where farmers directly sell vegetables) in order to reduce crowds at vegetable markets. Visuals from the Srikakulam district today. pic.twitter.com/zL8esbSVNZ

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কোরোনা সংক্রমণ রুখতে ভ্রাম্যমান সবজির বাজার চালু করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার ৷

11:24 March 29

  • আহমেদাবাদে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু 45 বছরের ব্যক্তির ৷ এখন পর্যন্ত গুজরাটে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 5 ৷

11:23 March 29

  • গুজরাটে নতুন করে আক্রান্ত 3 জন ৷ সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 58 ৷

09:59 March 29

  • রাজস্থানে কোরোনায় আক্রান্ত আরও 1 ৷ এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 55 ৷

09:56 March 29

  • জম্মু-কাশ্মীরের বারামুলায় কোরোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ৷ মৃতের সংখ্যা বেড়ে 2 ৷

09:30 March 29

  • পুনেতে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি 5 জনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ আজ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷
  • এখন পর্যন্ত পুনেতে আক্রান্তের সংখ্যা 36 ৷

08:32 March 29

  • মিরাটে মহারাষ্ট্রের অমরাবতি থেকে ফেরত এক ব্যক্তি-সহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের শরীরে পাওয়া গেল কোরোনা সংক্রমণ ৷

08:17 March 29

  • Rajasthan: Another batch of 275 Indian citizens brought in from Iran, reach Jodhpur. They would be kept at the Indian army's wellness centre. 277 Indians evacuated earlier this month from Iran are already lodged at this centre. #Coronavirus pic.twitter.com/4ifWr539X8

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ইরান থেকে 275 জন ভারতীয়কে নিয়ে আসা হল যোধপুরে ৷ রাখা হয়েছে সেনার ওয়েলনেস সেন্টারে ৷

07:10 March 29

lockdown
সকাল 11টায় মত কি বাত অনুষ্ঠান
  • সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

18:24 March 29

দিল্লি, 29 মার্চ : কোরোনা পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ পরিস্থিতি যাতে আরও খারাপের পথে না যায়, সেই কারণে দেশজুড়ে তিন সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ আজ সেই লকডাউনের পঞ্চম দিন ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি ?

  • যেখানে আছেন, সেখানেই থাকুন ৷ লকডাউন মানে এটাই ৷ গতকালের ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে এসে এই বার্তাই দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ বললেন, লকডাউন না মানলে কোরোনা সঙ্গে এই লড়াইয়ে আমরা হেরে যাব ৷"

14:42 March 29

  • Rajasthan: A 21-year-old man has been tested positive for #COVID19 in Jhunjhunu. He returned from Philippines on March 18 & developed symptoms of the disease on March 26. With this, total number of cases rises to 56 in the state. https://t.co/w3yx1K6RLv

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • রাজস্থানে কোরোনায় আক্রান্ত 21 বছরের এক যুবক । সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে 55 ।

14:35 March 29

  • Congress MP Rahul Gandhi writes to Prime Minister Narendra Modi offering suggestions on #COVID19. Gandhi says 'we stand together with the government in fighting and overcoming this tremendous challenge' pic.twitter.com/nIUz2koIzy

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ও ভাইরাসের হাত থেকে নিস্তার পেতে আমরা সরকারের পাশে আছি ।" প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুল গান্ধি ।

14:32 March 29

  • কোরোনায় আক্রান্ত ভারতীয় একটি বেসরকারি বিমান সংস্থার অফিসার ।

13:14 March 29

  • Minister of Petroleum and Natural Gas Dharmendra Pradhan today held a video conference with Prince Abdulaziz, Saudi Minister of Energy and Amin Nasser, President & CEO, Saudi Aramco to ensure uninterrupted LPG supplies to India. (file pic) pic.twitter.com/89b1J2gKNf

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • সৌদি থেকে ভারতে LPG আমদানি সচল রাখতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রিন্স আবদুল আজ়িজ়ের সঙ্গে বৈঠক করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

13:11 March 29

  • ভিনরাজ্যের শ্রমিক ও ফুটপাথবাসীদের জন্য  দিল্লির বেশকয়েকটি সরকারি স্কুলে অস্থায়ী শিবির তৈরি করল প্রশাসন ৷

13:10 March 29

  • মুম্বইয়ে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক ব্যক্তির ৷

12:25 March 29

  • CBSE has decided to contribute Rs 21,00,000 from all employees who have voluntarily come forward to donate their salaries. Accordingly, Group 'A' employees have donated two-day salary and Group 'B' and 'C' employees one day salary to #PMCARES fund: Anurag Tripathi, CBSE #COVID19 pic.twitter.com/SNsfdxKD51

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কোরোনা মোকাবিলায় CBSE বোর্ডের পক্ষ থেকে 21 লাখ টাকা দান করার সিদ্ধান্ত ৷

12:20 March 29

  • জম্মু-কাশ্মীরে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত 5 জন ৷ সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 38 ৷

12:17 March 29

  • কোরোনা আতঙ্কের জেরে রবিবারের প্রার্থনা বাতিল করল পুদুচেরি প্রশাসন ৷

12:13 March 29

  • Acharya Charak had said that one who serves patients without desiring any material gain, is the best doctor. I salute every nurse today, you all are working with incomparable dedication. World is celebrating 2020 as the international year of the nurse&midwife: PM Modi #MannKiBaat pic.twitter.com/D7ce0Rbryc

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • "আমি প্রত্যেক নার্সকে স্যালুট করছি ৷ আপনারা সকলেই অসাধারণ কাজ করছেন ৷" মন কি বাতে প্রধানমন্ত্রী ৷

12:06 March 29

  • There are many soldiers who are fighting #Coronavirus, not from their homes but from outside their homes. These are our front line soldiers-especially our brothers and sisters on duty as nurses, doctors & paramedical staff: PM Modi #MannkiBaat (file pics) pic.twitter.com/ow6Tq6MD7O

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • মন কি বাত থেকে কোরোনা পরিস্থিতি মোকাবিলার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের দেশের প্রথম সারির সেনা বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷

12:02 March 29

  • PMO-তে শুরু হল রিভিউ মটিং ৷ মিটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পি কে মিশ্র ৷

11:30 March 29

  • মন কি বাত-এ বক্তব্য পেশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

11:30 March 29

  • গুজরাতের আহমেদাবাদে নতুন করে আক্রান্ত 3 ৷ সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 58 ৷

11:29 March 29

  • মহারাষ্ট্রে নতুন করে কোরোনায় আক্রান্ত 7 ৷ তাঁদের মধ্যে 4 জন মুম্বইয়ের, 1 জন পুনের ৷ 1জন সাঙ্গিল ও অপর জন নাগপুরের ৷ এখন পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 193 ৷

11:27 March 29

  • National Pharmaceutical Pricing Authority (NPPA) writes to States for ensuring the availability and distribution of masks, gloves, and sanitizers. NPPA chairman Shubhra Singh has written to Health Secretaries & Chief Secretaries of all States. #COVID19 pic.twitter.com/PVisbHGDgy

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • গ্লাভস, মাস্ক, স্যানিটাইজ়ারের সহজলভ্যতা ও বিতরণ নিশ্চিত করার জন্য সমস্ত রাজ্যগুলিকে চিঠি ন্যাশনাল ফার্মাকিউটিকাল প্রাইসিং অথরিটির ৷

11:25 March 29

  • Andhra Pradesh Government has decided to run mobile Rytu Bazaars (government run vegetable markets where farmers directly sell vegetables) in order to reduce crowds at vegetable markets. Visuals from the Srikakulam district today. pic.twitter.com/zL8esbSVNZ

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • কোরোনা সংক্রমণ রুখতে ভ্রাম্যমান সবজির বাজার চালু করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার ৷

11:24 March 29

  • আহমেদাবাদে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু 45 বছরের ব্যক্তির ৷ এখন পর্যন্ত গুজরাটে কোরোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 5 ৷

11:23 March 29

  • গুজরাটে নতুন করে আক্রান্ত 3 জন ৷ সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 58 ৷

09:59 March 29

  • রাজস্থানে কোরোনায় আক্রান্ত আরও 1 ৷ এখনও পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 55 ৷

09:56 March 29

  • জম্মু-কাশ্মীরের বারামুলায় কোরোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ৷ মৃতের সংখ্যা বেড়ে 2 ৷

09:30 March 29

  • পুনেতে কোরোনা আক্রান্ত সন্দেহে ভরতি 5 জনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ আজ তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷
  • এখন পর্যন্ত পুনেতে আক্রান্তের সংখ্যা 36 ৷

08:32 March 29

  • মিরাটে মহারাষ্ট্রের অমরাবতি থেকে ফেরত এক ব্যক্তি-সহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের শরীরে পাওয়া গেল কোরোনা সংক্রমণ ৷

08:17 March 29

  • Rajasthan: Another batch of 275 Indian citizens brought in from Iran, reach Jodhpur. They would be kept at the Indian army's wellness centre. 277 Indians evacuated earlier this month from Iran are already lodged at this centre. #Coronavirus pic.twitter.com/4ifWr539X8

    — ANI (@ANI) March 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • ইরান থেকে 275 জন ভারতীয়কে নিয়ে আসা হল যোধপুরে ৷ রাখা হয়েছে সেনার ওয়েলনেস সেন্টারে ৷

07:10 March 29

lockdown
সকাল 11টায় মত কি বাত অনুষ্ঠান
  • সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
Last Updated : Mar 29, 2020, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.