ETV Bharat / bharat

রথযাত্রা লাইভ: দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - পুরী

live-annual-jagannath-rath-yatra-in-puri-begins
live-annual-jagannath-rath-yatra-in-puri-begins
author img

By

Published : Jun 23, 2020, 9:34 AM IST

Updated : Jun 23, 2020, 10:52 AM IST

10:31 June 23

শুরু হল পুরীর রথযাত্রা  ৷ সোমবারের শুনানির পর শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ কোরোনা গাইডলাইন মেনে পালিত হচ্ছে রথযাত্রা ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, শুধুমাত্র পুরীতেই রথযাত্রা করা যাবে ৷ ওড়িশার আর কোথাও নয় ৷ সেইমতো পুরীতেই অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা ৷ আজ সকাল থেকে পুরীতে যাবতীয় আচার মেনেই পালিত হচ্ছে রথযাত্রা ৷

  • রথযাত্রা শুরুর আগেই কোরোনা আক্রান্ত ওই সেবাইতকে COVID হাসপাতালে পাঠানো হয়েছে ৷ 

10:30 June 23

  • সুপ্রিম কোর্চের নির্দেশ অনুযায়ী কোরোনা পরীক্ষার জন্য 1,143 জন সেবাইতের সোয়াব নেওয়া হয়েছিল ৷ রিপোর্ট আসার পর একজন কোরোনা পজ়িটিভের খোঁজ পাওয়া গেছে ৷

10:27 June 23

  • কোরোনায় আক্রান্ত পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবাইত ৷

10:11 June 23

  • রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি বলেন, কোভিড-19'র বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহস এবং শক্তি দিন জগন্নাথদেব ।  
  • দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । আশা করি শ্রদ্ধা ও নিষ্ঠার দ্বারা অনুষ্ঠিত এই রথযাত্রা দেশবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসবে ৷

10:08 June 23

লাইভ: শুরু হল পুরীর রথযাত্রা
  • রথযাত্রার জন্য জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এল মন্দিরের পুরোহিত ও সেবাইতরা ৷

09:06 June 23

শুরু হল পুরীর রথযাত্রা অনুষ্ঠান
  • 12টা নাগাদ শুরু হবে রথ টানা ৷
  • রীতি অনুযায়ী সকাল 11:30-12:15-র মধ্যে "ছেরা পানহারা" অনুষ্ঠান ৷ তিনটি ঘোড়ার সঙ্গে সঙ্গে তিনজন ঘোড়সওয়ার থাকবে ৷
  • পুরীর রথযাত্রার একটি প্রধান আচার ছেরা পানহারা ৷
  • "চিতা লাগি" অনুষ্ঠান শুরু হবে সকাল দশটায় ৷ শেষ 11টায় ৷
  • সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে "মদন মোহন বিজে" ৷
  • সকাল দশটা নাগাদ গুন্ডিচা মন্দিরের সিংহ দুয়ারের দিকে মুখ করে রথে উঠবেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম ৷

10:31 June 23

শুরু হল পুরীর রথযাত্রা  ৷ সোমবারের শুনানির পর শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ কোরোনা গাইডলাইন মেনে পালিত হচ্ছে রথযাত্রা ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, শুধুমাত্র পুরীতেই রথযাত্রা করা যাবে ৷ ওড়িশার আর কোথাও নয় ৷ সেইমতো পুরীতেই অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা ৷ আজ সকাল থেকে পুরীতে যাবতীয় আচার মেনেই পালিত হচ্ছে রথযাত্রা ৷

  • রথযাত্রা শুরুর আগেই কোরোনা আক্রান্ত ওই সেবাইতকে COVID হাসপাতালে পাঠানো হয়েছে ৷ 

10:30 June 23

  • সুপ্রিম কোর্চের নির্দেশ অনুযায়ী কোরোনা পরীক্ষার জন্য 1,143 জন সেবাইতের সোয়াব নেওয়া হয়েছিল ৷ রিপোর্ট আসার পর একজন কোরোনা পজ়িটিভের খোঁজ পাওয়া গেছে ৷

10:27 June 23

  • কোরোনায় আক্রান্ত পুরীর জগন্নাথ মন্দিরের এক সেবাইত ৷

10:11 June 23

  • রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি বলেন, কোভিড-19'র বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহস এবং শক্তি দিন জগন্নাথদেব ।  
  • দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই । আশা করি শ্রদ্ধা ও নিষ্ঠার দ্বারা অনুষ্ঠিত এই রথযাত্রা দেশবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য নিয়ে আসবে ৷

10:08 June 23

লাইভ: শুরু হল পুরীর রথযাত্রা
  • রথযাত্রার জন্য জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এল মন্দিরের পুরোহিত ও সেবাইতরা ৷

09:06 June 23

শুরু হল পুরীর রথযাত্রা অনুষ্ঠান
  • 12টা নাগাদ শুরু হবে রথ টানা ৷
  • রীতি অনুযায়ী সকাল 11:30-12:15-র মধ্যে "ছেরা পানহারা" অনুষ্ঠান ৷ তিনটি ঘোড়ার সঙ্গে সঙ্গে তিনজন ঘোড়সওয়ার থাকবে ৷
  • পুরীর রথযাত্রার একটি প্রধান আচার ছেরা পানহারা ৷
  • "চিতা লাগি" অনুষ্ঠান শুরু হবে সকাল দশটায় ৷ শেষ 11টায় ৷
  • সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে "মদন মোহন বিজে" ৷
  • সকাল দশটা নাগাদ গুন্ডিচা মন্দিরের সিংহ দুয়ারের দিকে মুখ করে রথে উঠবেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম ৷
Last Updated : Jun 23, 2020, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.