রাঁচি , 26 অগাস্ট : হেনস্থা করতে চাইছে, শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে, প্রতিনিয়িত বিরক্ত করছে ৷ আত্মীয়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছিলেন ঝাড়খণ্ডের এক মহিলা ৷ তারপরই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ আনা হল মহিলার বিরুদ্ধে ৷ বলা হল, তিনিই নাকি এর জন্য দায়ী ৷ তাঁর নাকি স্বভাব ভাল নয় ৷ এরপর বাড়ি থেকে চুলের মুঠি ধরে রাস্তায় নিয়ে আসা হয় তাঁকে ৷ শুধু তাই নয়, গ্রামের রাস্তায় নগ্ন করে মাথার চুল কেটে হেনস্থা করা হয় ৷
ঝাড়খণ্ডের কোডারমা জেলায় ঘটনাটি ঘটেছে ৷ কোডারমায় দেনগোদি এলাকায় পঞ্চায়েতের তরফে মহিলাকে এই 'শাস্তি' দেওয়ার অভিযোগ উঠেছে ৷ মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে ৷ অভিযোগ, স্বামীরই এক আত্মীয় নিয়মিত তাঁকে হেনস্থা করত ৷ শারীরিক সম্পর্ক স্থাপন না করলে মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল সন্দীপ শ নামে ওই যুবক ৷ সেই হুমকির পরই গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন মহিলা ৷ বলেন, তাঁকে নিগ্রহ করার চেষ্টা চলছে সারাক্ষণ ৷ কিন্তু পঞ্চায়েত সেই ঘটনায় আমল দেয়নি ৷ বরং গ্রামের মহিলাদের মধ্যে রটিয়ে দেওয়া হল, নিগৃহীতার স্বভাবচরিত্র ভালো নয় ৷
এই হেনস্থার ছবিও তোলা হয় ৷ সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে ৷ মানবাধিকার সংগঠনের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ৷ আত্মীয়ের বিরুদ্ধে মহিলা অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু তার পরিবর্তে মহিলাকেই শারীরিক নিগ্রহ করা হল কীভাবে, প্রশ্ন উঠেছে এমনটাই ৷