ETV Bharat / bharat

স্বভাব নাকি ভাল নয় ! নগ্ন করে, মাথার চুল কাটা হল মহিলার

উত্যক্ত করছে আত্মীয় ৷ শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইছে ৷ এমনটা অভিযোগ আনেন মহিলা ৷ নগ্ন করে হেনস্থা করা হল অভিযোগকারিণীকেই ৷

আত্মীয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ, নগ্ন করে, মাথার চুল কাটা হল মহিলার
author img

By

Published : Aug 26, 2019, 3:46 AM IST

রাঁচি , 26 অগাস্ট : হেনস্থা করতে চাইছে, শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে, প্রতিনিয়িত বিরক্ত করছে ৷ আত্মীয়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছিলেন ঝাড়খণ্ডের এক মহিলা ৷ তারপরই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ আনা হল মহিলার বিরুদ্ধে ৷ বলা হল, তিনিই নাকি এর জন্য দায়ী ৷ তাঁর নাকি স্বভাব ভাল নয় ৷ এরপর বাড়ি থেকে চুলের মুঠি ধরে রাস্তায় নিয়ে আসা হয় তাঁকে ৷ শুধু তাই নয়, গ্রামের রাস্তায় নগ্ন করে মাথার চুল কেটে হেনস্থা করা হয় ৷

ঝাড়খণ্ডের কোডারমা জেলায় ঘটনাটি ঘটেছে ৷ কোডারমায় দেনগোদি এলাকায় পঞ্চায়েতের তরফে মহিলাকে এই 'শাস্তি' দেওয়ার অভিযোগ উঠেছে ৷ মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে ৷ অভিযোগ, স্বামীরই এক আত্মীয় নিয়মিত তাঁকে হেনস্থা করত ৷ শারীরিক সম্পর্ক স্থাপন না করলে মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল সন্দীপ শ নামে ওই যুবক ৷ সেই হুমকির পরই গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন মহিলা ৷ বলেন, তাঁকে নিগ্রহ করার চেষ্টা চলছে সারাক্ষণ ৷ কিন্তু পঞ্চায়েত সেই ঘটনায় আমল দেয়নি ৷ বরং গ্রামের মহিলাদের মধ্যে রটিয়ে দেওয়া হল, নিগৃহীতার স্বভাবচরিত্র ভালো নয় ৷

এই হেনস্থার ছবিও তোলা হয় ৷ সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে ৷ মানবাধিকার সংগঠনের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ৷ আত্মীয়ের বিরুদ্ধে মহিলা অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু তার পরিবর্তে মহিলাকেই শারীরিক নিগ্রহ করা হল কীভাবে, প্রশ্ন উঠেছে এমনটাই ৷

রাঁচি , 26 অগাস্ট : হেনস্থা করতে চাইছে, শারীরিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে, প্রতিনিয়িত বিরক্ত করছে ৷ আত্মীয়ের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছিলেন ঝাড়খণ্ডের এক মহিলা ৷ তারপরই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ আনা হল মহিলার বিরুদ্ধে ৷ বলা হল, তিনিই নাকি এর জন্য দায়ী ৷ তাঁর নাকি স্বভাব ভাল নয় ৷ এরপর বাড়ি থেকে চুলের মুঠি ধরে রাস্তায় নিয়ে আসা হয় তাঁকে ৷ শুধু তাই নয়, গ্রামের রাস্তায় নগ্ন করে মাথার চুল কেটে হেনস্থা করা হয় ৷

ঝাড়খণ্ডের কোডারমা জেলায় ঘটনাটি ঘটেছে ৷ কোডারমায় দেনগোদি এলাকায় পঞ্চায়েতের তরফে মহিলাকে এই 'শাস্তি' দেওয়ার অভিযোগ উঠেছে ৷ মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে ৷ অভিযোগ, স্বামীরই এক আত্মীয় নিয়মিত তাঁকে হেনস্থা করত ৷ শারীরিক সম্পর্ক স্থাপন না করলে মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল সন্দীপ শ নামে ওই যুবক ৷ সেই হুমকির পরই গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন মহিলা ৷ বলেন, তাঁকে নিগ্রহ করার চেষ্টা চলছে সারাক্ষণ ৷ কিন্তু পঞ্চায়েত সেই ঘটনায় আমল দেয়নি ৷ বরং গ্রামের মহিলাদের মধ্যে রটিয়ে দেওয়া হল, নিগৃহীতার স্বভাবচরিত্র ভালো নয় ৷

এই হেনস্থার ছবিও তোলা হয় ৷ সোশাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে ৷ মানবাধিকার সংগঠনের তরফে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে ৷ আত্মীয়ের বিরুদ্ধে মহিলা অভিযোগ দায়ের করেছিলেন ৷ কিন্তু তার পরিবর্তে মহিলাকেই শারীরিক নিগ্রহ করা হল কীভাবে, প্রশ্ন উঠেছে এমনটাই ৷

Biarritz (France), Aug 26 (ANI): Prime Minister Narendra Modi was received by French President Emmanuel Macron on former's arrival at Hotel du Palais in Biarritz. G7 Summit will be held at Hotel du Palais on August 26. PM Modi is expected to speak on environment, climate, oceans and digital transformation at the global summit.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.