ETV Bharat / bharat

কাশ্মীরে স্কুলের সামনে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের - terrorist attack

ফের কাশ্মীরে জঙ্গি হানা । পুলওয়ামায় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ।

kashmir
author img

By

Published : Oct 29, 2019, 4:41 PM IST

Updated : Oct 29, 2019, 7:34 PM IST

পুলওয়ামা, 29 অক্টোবর : পুলওয়ামায় এক স্কুলের সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে জঙ্গিদের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আছেন সৌদি আরব সফরে ৷ কাশ্মীরের উপত্যকায় এই মুহূর্তে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ এই রকম পরিস্থিতিতে কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা ৷

আজ জঙ্গিরা পুলওয়ামা জেলার দ্রাবগাম এলাকায় CRPF-এর একটি বাঙ্কারকে লক্ষ্য করে 6-7 রাউন্ড গুলি চালায় ৷ পালটা গুলি চালায় জওয়ানরা ৷ শুরু হয় গুলির লড়াই । ঘটনাস্থানে আরও জওয়ান মোতায়েন করা হয় ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান ।

কয়েকদিন আগে থেকেই কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ৷ কিছুদিন আগেই সেখানে মোবাইল পরিষেবা পুনরায় চালু হয়েছে ৷ আর আজ সেখানে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ তার মাঝেই আজ সেখানে হামলা চালাল জঙ্গিরা ।

পুলওয়ামা, 29 অক্টোবর : পুলওয়ামায় এক স্কুলের সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে জঙ্গিদের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আছেন সৌদি আরব সফরে ৷ কাশ্মীরের উপত্যকায় এই মুহূর্তে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ এই রকম পরিস্থিতিতে কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা ৷

আজ জঙ্গিরা পুলওয়ামা জেলার দ্রাবগাম এলাকায় CRPF-এর একটি বাঙ্কারকে লক্ষ্য করে 6-7 রাউন্ড গুলি চালায় ৷ পালটা গুলি চালায় জওয়ানরা ৷ শুরু হয় গুলির লড়াই । ঘটনাস্থানে আরও জওয়ান মোতায়েন করা হয় ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান ।

কয়েকদিন আগে থেকেই কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ৷ কিছুদিন আগেই সেখানে মোবাইল পরিষেবা পুনরায় চালু হয়েছে ৷ আর আজ সেখানে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ তার মাঝেই আজ সেখানে হামলা চালাল জঙ্গিরা ।

Mumbai, Oct 29 (ANI): While speaking to ANI on BJP-Shiv Sena alliance, party veteran leader Sanjay Raut said, Uddhav Thackeray has said that we have other options too but we don't want to do the sin of accepting that alternative. Shiv Sena has always done politics of truth and we are not hungry for power.
Last Updated : Oct 29, 2019, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.