পুলওয়ামা, 29 অক্টোবর : পুলওয়ামায় এক স্কুলের সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে জঙ্গিদের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আছেন সৌদি আরব সফরে ৷ কাশ্মীরের উপত্যকায় এই মুহূর্তে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ এই রকম পরিস্থিতিতে কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা ৷
আজ জঙ্গিরা পুলওয়ামা জেলার দ্রাবগাম এলাকায় CRPF-এর একটি বাঙ্কারকে লক্ষ্য করে 6-7 রাউন্ড গুলি চালায় ৷ পালটা গুলি চালায় জওয়ানরা ৷ শুরু হয় গুলির লড়াই । ঘটনাস্থানে আরও জওয়ান মোতায়েন করা হয় ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান ।
কয়েকদিন আগে থেকেই কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে ৷ কিছুদিন আগেই সেখানে মোবাইল পরিষেবা পুনরায় চালু হয়েছে ৷ আর আজ সেখানে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ৷ তার মাঝেই আজ সেখানে হামলা চালাল জঙ্গিরা ।