ETV Bharat / bharat

JNU-র উপাচার্যের বাড়ির সামনে ছাত্রদের বিক্ষোভ, ভাঙল গেট - delhi

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) উপাচার্য জগদীশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে গেট ভাঙল ছাত্ররা।

jnu
author img

By

Published : Mar 26, 2019, 2:06 AM IST

দিল্লি, ২৬ মার্চ : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) উপাচার্য জগদীশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে গেট ভাঙল ছাত্ররা। গতকাল রাতের ঘটনা। অভিযোগ বিক্ষোভকারী ছাত্ররা গেট ভেঙেছে। তারা উপাচার্যের বাড়ি ঘেরাও করে রেখেছে।

উপাচার্য বাসভবনে না থাকলেও ছাত্র ঘেরাওয়ের জেরে বাড়িতেই আটকে রয়েছেন তাঁর স্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতির বিরোধিতা করে আন্দোলন করছে ছাত্ররা। JNU-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট গীতা কুমারী ৭ দিন ধরে অনশন করছেন। গত রাতে আন্দোলনকারীরা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে উপাচার্যের বাড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এরপর তারা উপাচার্যের বাড়ি ঘেরাও করে। সেই সময় বাড়ির গেট ভাঙা হয়। ঘটনার সময় বাড়িতে উপাচার্যের স্ত্রী একা ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারী ছাত্রদের অধিকাংশ হস্টেলে ফিরে গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এই ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বুদ্ধ সিং বলেন, "মনে হয় বহিরাগতরা ছাত্রদের এই কাজ করতে প্ররোচিত করেছে। যে ভাবে উপাচার্যের পরিবার ছাত্রদের হাতে আক্রান্ত তা লজ্জাজনক। ঘটনায় মহিলা নিরাপত্তাকর্মীও জখম হয়েছেন।"

দিল্লি, ২৬ মার্চ : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) উপাচার্য জগদীশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে গেট ভাঙল ছাত্ররা। গতকাল রাতের ঘটনা। অভিযোগ বিক্ষোভকারী ছাত্ররা গেট ভেঙেছে। তারা উপাচার্যের বাড়ি ঘেরাও করে রেখেছে।

উপাচার্য বাসভবনে না থাকলেও ছাত্র ঘেরাওয়ের জেরে বাড়িতেই আটকে রয়েছেন তাঁর স্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতির বিরোধিতা করে আন্দোলন করছে ছাত্ররা। JNU-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট গীতা কুমারী ৭ দিন ধরে অনশন করছেন। গত রাতে আন্দোলনকারীরা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে উপাচার্যের বাড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এরপর তারা উপাচার্যের বাড়ি ঘেরাও করে। সেই সময় বাড়ির গেট ভাঙা হয়। ঘটনার সময় বাড়িতে উপাচার্যের স্ত্রী একা ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে যায়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারী ছাত্রদের অধিকাংশ হস্টেলে ফিরে গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এই ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বুদ্ধ সিং বলেন, "মনে হয় বহিরাগতরা ছাত্রদের এই কাজ করতে প্ররোচিত করেছে। যে ভাবে উপাচার্যের পরিবার ছাত্রদের হাতে আক্রান্ত তা লজ্জাজনক। ঘটনায় মহিলা নিরাপত্তাকর্মীও জখম হয়েছেন।"

New Delhi, Mar 25 (ANI): While speaking to ANI National Institution for Transforming India NITI Aayog Vice-Chairman Rajiv Kumar said Rahul Gandhi's promise of minimum income announcement will adversely affect the economy. "It's an old pattern followed by Congress. They can say anything to win elections. Poverty was removed in 1966, One Rank One Pension was later implemented, and everyone received proper education under Right of Education! So you see then can say and do anything. In 2008 Chidamabaram take fiscal deficit from 2.5% to 6%. It's the next step in that pattern. Rahul Gandhi made the announcement without thinking its impact on economy; we will take 4 steps back due to this scheme."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.