ETV Bharat / bharat

"JNU-র পরিস্থিতি স্বাভাবিক", পড়ুয়াদের ফেরার আবেদন উপাচার্যের - দিল্লি

হস্টেলে রয়েছে বহিরাগত পড়ুয়া । তারাই এই ধরনের বিক্ষোভে শামিল হয়ে সন্ত্রাস তৈরি করছে বলেও আজ দাবি করলেন উপাচার্য । তবে, JNU-র পরিস্থিতি স্বাভাবিক তাই পড়ুয়াদের ফেরার আবেদন জানালেন তিনি ।

উপাচার্য
উপাচার্য
author img

By

Published : Jan 11, 2020, 2:12 PM IST

Updated : Jan 11, 2020, 2:46 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক । একথা জানিয়ে পড়ুয়াদের ফেরার আবেদন জানালেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।

আজ সকালেই পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য এম জগদীশ কুমার । কথা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া এমন ধরনের বিক্ষোভ করেছে, সন্ত্রাস তৈরি করেছে যে কয়েকজন হস্টেল ছাড়তে বাধ্য হয়েছে ৷ আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়িয়েছি । ফলে যারা ভয়ে বাড়ি চলে গেছে, তাদের ফিরে আসার জন্য আবেদন করছি ।

হস্টেলে রয়েছে বহিরাগত পড়ুয়ারাও । কোনও কাজ না থাকার জন্য তারা এই ধরণের বিক্ষোভে শামিল হয়ে সন্ত্রাস তৈরি করছে বলেও আজ দাবি করলেন উপাচার্য । বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয়েছে । শীতকালীন সিমেস্টার 13 জানুয়ারি শুরু হবে ফলে যাঁরা আপাতত ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, তাঁদের ফিরে আসার আবেদন জানালেন তিনি ।

5 জানুয়ারি সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় দুষ্কৃতীরা । আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম হয় কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

দিল্লি, 11 জানুয়ারি : বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক । একথা জানিয়ে পড়ুয়াদের ফেরার আবেদন জানালেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।

আজ সকালেই পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য এম জগদীশ কুমার । কথা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া এমন ধরনের বিক্ষোভ করেছে, সন্ত্রাস তৈরি করেছে যে কয়েকজন হস্টেল ছাড়তে বাধ্য হয়েছে ৷ আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়িয়েছি । ফলে যারা ভয়ে বাড়ি চলে গেছে, তাদের ফিরে আসার জন্য আবেদন করছি ।

হস্টেলে রয়েছে বহিরাগত পড়ুয়ারাও । কোনও কাজ না থাকার জন্য তারা এই ধরণের বিক্ষোভে শামিল হয়ে সন্ত্রাস তৈরি করছে বলেও আজ দাবি করলেন উপাচার্য । বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয়েছে । শীতকালীন সিমেস্টার 13 জানুয়ারি শুরু হবে ফলে যাঁরা আপাতত ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, তাঁদের ফিরে আসার আবেদন জানালেন তিনি ।

5 জানুয়ারি সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় দুষ্কৃতীরা । আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম হয় কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

New Delhi, Jan 10(ANI): Salman Khan took to twitter and announced his next film 'Kabhi Eid Kabhi Diwali' which will be produced by Sajid Nadiawala and will hit the theatres on Eid 2021. Khan is currently basking in the success of his blockbuster hit 'Dabangg 3'and will next be seen in 'Radhe: Your Most Wanted Bhai' which will hit the theatres on Eid in May 2020


Last Updated : Jan 11, 2020, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.