বেহরামপুর (ওড়িশা), 2 ফেব্রুয়ারি : ওড়িশার বেহরামপুরের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের পড়ুয়া ও শিক্ষকরা মিলে 30 ফুট উচ্চতার ভারতের মানচিত্র বানিয়েছেন ৷ যার পুরোটাই তৈরি করা হয়েছে বাতিল সামগ্রী দিয়ে এবং এর কাঠামো তৈরি করা হয়েছে 4 টন লোহা দিয়ে ৷ এশিয়ার বৃহত্তম স্ক্র্যাপ পার্কে এটির উন্মোচন করা হয়েছে ৷
আইটিআই-র ক্যাম্পাসেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এর উদ্বোধন করা হয়েছে ৷ যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওড়িশার স্কিল ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সুব্রত বাগচি, ডিভিশনাল সেক্রেটারি সঞ্জয়কুমার সিং এবং অন্যান্য জেলা আধিকারিকরা ৷ ভারতের মানচিত্র তৈরি করে এই ইনস্টিটিউট স্কিল এবং ডেভলপমেন্টের ক্ষেত্রে দেশে একটি উদাহরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ পাশাপাশি এই বিশাল মানচিত্রে লোহার ময়ূর ও পেনের প্রতিকৃতী রয়েছে ৷
আরও পড়ুন : দেশের প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছানোই লক্ষ্য কেন্দ্রের : পোখরিয়াল
25 দিন কঠোর পরিশ্রম করে এই ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা এক সঙ্গে এই মানচিত্রটি বানিয়েছেন ৷