ETV Bharat / bharat

বাদুড়ই কি কোরোনা সংক্রমণে দায়ি ? - delhi

বাদুড়ই নাকি কোরোনা ভাইরাসের বাহক । বাদুড় থেকেই মানুষ নাকি কোরোনায় সংক্রমিত হয়েছে । এই ভাবনা থেকেই বর্তমানে বাদুড় মেরে ফেলা হচ্ছে । বিষয়টি কি সত্যি ? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা ?

bat
বাদুর
author img

By

Published : Apr 30, 2020, 12:16 PM IST

দিল্লি, 30 এপ্রিল : সারা বিশ্ব এখন কোরোনার কবলে । আক্রান্ত বহু । কী এই কোরোনা ভাইরাস ? প্রথমেই বলে রাখা ভালো, একরকমের মাইক্রো অরগ্যাজ়িম ভাইরাস এই নভেল কোরোনা । খালি চোখে দেখা যায় না । এই ভাইরাসের কাজ কী ? কোথা থেকেই বা এল এই ভাইরাস ? গুজব ছড়িয়েছে, এই ভাইরাসের বাহক নাকি বাদুড়ের মতো নিশাচর প্রাণী । বাদুড়ের থেকেই নাকি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মানুষ । বিষয়টি কি সত্যি বিশ্বাসযোগ্য ? সত্যি কি বাদুড়ের মধ্যেই এই ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা ?

বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের একদল গবেষক এবং বাদুড় সংরক্ষণ ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকা বিজ্ঞানী । তাঁরা জানাচ্ছেন, বিষয়টি সত্য নয় । কোরোনা সংক্রমণে বাদুড়ের ভূমিকা রয়েছে বলে যা ভাবা হচ্ছে তা সম্পূর্ণ ভুল । এই ভুল ধারণার জন্য বাদুড় হত্যা করা একটি প্রবণতা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা । কারণ বর্তমানে অনেক জায়গাতেই বাদুড় মেরে ফেলার খবর সামনে আসছে ।

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের 64 জন গবেষক এবং বিজ্ঞানী এই বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন । তাঁদের মধ্য়ে রয়েছেন হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্রীনিবাস । তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, COVID-19 সংক্রমণে বাদুড়ের কোনও ভূমিকা নেই । পাশাপাশি তিনি বাদুড় হত্যা বন্ধ করার আবেদন জানিয়েছেন । কারণ এই মুহূর্তে এই গুজবে কান দিয়ে অনেক জায়গাতেই বাদুড় মেরে ফেলবার জন্য আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে । এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে । আগের কোরোনা ভাইরাসের থেকে সম্পূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা এই COVID-19 এর। বর্তমানে এই COVID-19 ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষ ।

প্রায় একই সুর ইউনিভার্সিটি অফ কানাডার পোস্ট ডক্টরাল রিসার্চার অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় গলায় । তিনি জানাচ্ছেন, এই ভাইরাসটি বাদুড় অথবা অন্য যে কোনও বন্যপ্রাণীর থেকে আসতে পারে । তবে তা যে বাদুড়ই তা নিশ্চিত নয় ।" অন্যদিকে এই বিষয় ভারতের বাদুড় সংরক্ষণকারী ট্রাস্টের অধিকর্তা রাজেশ পুত্তাশওয়ামিহ জানাচ্ছেন, ভারতে প্রায় 110টি প্রজাতির বাদুড় রয়েছে । বর্তমান সময়ে এই ধরনের মিথ্যা প্রচারে কান দেওয়া উচিত না । বাদুড় রক্ষার্থে সরকারের উপযুক্ত পদক্ষেপ করা উচিত ।"

খাদ্যচক্রে বাদুড়ের ভূমিকা নিয়ে গবেষণা করা একদল বিজ্ঞানী আবার জানাচ্ছেন, পরাগযোগে বাদুড় খুবই সাহায্যকারী প্রাণী । ম্যানগ্রোভ অরণ্যগুলিতে পরাগযোগের প্রসারে বাদুড় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এছাড়াও ধান, ভুট্টা, তামাক চাষের জমির ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয় বাদুড় । এর ফলে পোকামাকড় থেকে রক্ষা পায় জমি । এইভাবে খাদ্যশৃঙ্খলা বজায় রাখে বাদুড় । ফলে পরোক্ষভাবে আর্থিক দিক থেকে উপকৃত হন চাষি । বাদুড় মেরে ফেললে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে । ক্ষতিগ্রস্ত হবে বাস্তুতন্ত্র । বাদুড় ও বাদুড়ের মল থেকেই যে মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এইরকম কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি ।

দিল্লি, 30 এপ্রিল : সারা বিশ্ব এখন কোরোনার কবলে । আক্রান্ত বহু । কী এই কোরোনা ভাইরাস ? প্রথমেই বলে রাখা ভালো, একরকমের মাইক্রো অরগ্যাজ়িম ভাইরাস এই নভেল কোরোনা । খালি চোখে দেখা যায় না । এই ভাইরাসের কাজ কী ? কোথা থেকেই বা এল এই ভাইরাস ? গুজব ছড়িয়েছে, এই ভাইরাসের বাহক নাকি বাদুড়ের মতো নিশাচর প্রাণী । বাদুড়ের থেকেই নাকি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মানুষ । বিষয়টি কি সত্যি বিশ্বাসযোগ্য ? সত্যি কি বাদুড়ের মধ্যেই এই ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা ?

বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের একদল গবেষক এবং বাদুড় সংরক্ষণ ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকা বিজ্ঞানী । তাঁরা জানাচ্ছেন, বিষয়টি সত্য নয় । কোরোনা সংক্রমণে বাদুড়ের ভূমিকা রয়েছে বলে যা ভাবা হচ্ছে তা সম্পূর্ণ ভুল । এই ভুল ধারণার জন্য বাদুড় হত্যা করা একটি প্রবণতা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা । কারণ বর্তমানে অনেক জায়গাতেই বাদুড় মেরে ফেলার খবর সামনে আসছে ।

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের 64 জন গবেষক এবং বিজ্ঞানী এই বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন । তাঁদের মধ্য়ে রয়েছেন হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্রীনিবাস । তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, COVID-19 সংক্রমণে বাদুড়ের কোনও ভূমিকা নেই । পাশাপাশি তিনি বাদুড় হত্যা বন্ধ করার আবেদন জানিয়েছেন । কারণ এই মুহূর্তে এই গুজবে কান দিয়ে অনেক জায়গাতেই বাদুড় মেরে ফেলবার জন্য আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে । এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে । আগের কোরোনা ভাইরাসের থেকে সম্পূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা এই COVID-19 এর। বর্তমানে এই COVID-19 ভাইরাসে আক্রান্ত হচ্ছেন মানুষ ।

প্রায় একই সুর ইউনিভার্সিটি অফ কানাডার পোস্ট ডক্টরাল রিসার্চার অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় গলায় । তিনি জানাচ্ছেন, এই ভাইরাসটি বাদুড় অথবা অন্য যে কোনও বন্যপ্রাণীর থেকে আসতে পারে । তবে তা যে বাদুড়ই তা নিশ্চিত নয় ।" অন্যদিকে এই বিষয় ভারতের বাদুড় সংরক্ষণকারী ট্রাস্টের অধিকর্তা রাজেশ পুত্তাশওয়ামিহ জানাচ্ছেন, ভারতে প্রায় 110টি প্রজাতির বাদুড় রয়েছে । বর্তমান সময়ে এই ধরনের মিথ্যা প্রচারে কান দেওয়া উচিত না । বাদুড় রক্ষার্থে সরকারের উপযুক্ত পদক্ষেপ করা উচিত ।"

খাদ্যচক্রে বাদুড়ের ভূমিকা নিয়ে গবেষণা করা একদল বিজ্ঞানী আবার জানাচ্ছেন, পরাগযোগে বাদুড় খুবই সাহায্যকারী প্রাণী । ম্যানগ্রোভ অরণ্যগুলিতে পরাগযোগের প্রসারে বাদুড় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এছাড়াও ধান, ভুট্টা, তামাক চাষের জমির ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয় বাদুড় । এর ফলে পোকামাকড় থেকে রক্ষা পায় জমি । এইভাবে খাদ্যশৃঙ্খলা বজায় রাখে বাদুড় । ফলে পরোক্ষভাবে আর্থিক দিক থেকে উপকৃত হন চাষি । বাদুড় মেরে ফেললে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে । ক্ষতিগ্রস্ত হবে বাস্তুতন্ত্র । বাদুড় ও বাদুড়ের মল থেকেই যে মানুষ কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এইরকম কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.