ETV Bharat / bharat

GDP কি দেশের অর্থনীতি ও উন্নয়নের নির্ধারক?

শুধুমাত্র সরকার নয়, অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই GDP-র পরিসংখ্যানকে হাতিয়ার করে দেশের অগ্রগতির কথা বলেন । তবে এর মাধ্যমে অনেক সময়ই দেশের প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের নজর এড়িয়ে যায় ।

GDP কি দেশের অর্থনীতি ও উন্নয়নের নির্ধারক?
author img

By

Published : Sep 3, 2019, 8:02 PM IST

অনেক সময়ই GDP-র পরিসংখ্যান দিয়ে বলা হয় বিশ্বের যে দেশগুলির দ্রুত আর্থিক বৃদ্ধি হচ্ছে, তাদের মধ্যে ভারত অন্যতম । শুধুমাত্র সরকার নয়, অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই GDP-র পরিসংখ্যানকে হাতিয়ার করে দেশের অগ্রগতির কথা বলেন । তবে এর মাধ্যমে অনেক সময়ই দেশের প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের নজর এড়িয়ে যায় । অবশ্য GDP বৃদ্ধির হার বিভিন্ন ক্ষেত্রে সেই শিল্পগুলির বৃদ্ধি বুঝতে সাহায্য করে । তা ছাড়া GDP বাড়লে সরকারের কোশাগারেও বাড়তি কর জমা পড়ে ।

ঘটনাচক্রে, ভারত এই বছর বিশ্বে GDP-র ক্রমতালিকায় পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে গেছে । তবে দেশের অর্থনৈতিক বৃদ্ধির মানদণ্ডের অনেকগুলি সূচকের মধ্যে GDP একটি । GDP বৃদ্ধির হার বাড়লেও অনেকগুলি বিষয় বিশ্লেষণের মাধ্যমে দেশের অর্থিক স্বাস্থ্য নির্ধারণ করা সম্ভব হয় ।

বৈদেশিক মুদ্রা কাদের পকেটে যাচ্ছে । দেশে বৈদেশিক মুদ্রার ভাঁড়ার বাড়ছে কিনা, বাড়লে তা কত দ্রুত বা ধীরে বাড়ছে । দারিদ্র কমছে কি না, কমলে কত দ্রুত বা ধীরে কমছে । ধনী এবং গরীবের সম্পদের পার্থক্য কমছে কি না, কমলে কত দ্রুত বা ধীরে কমছে । দেশের পরিকাঠামো উন্নয়ন যত দ্রুত হবার কথা ছিল তত দ্রুত হচ্ছে কি না । দেশের উচ্চ শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার অবস্থা কী - এই সব বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে GDP বৃদ্ধির হার বাড়লে তবেই প্রকৃত অর্থে দেশের উন্নয়ন হচ্ছে বলে বোঝা যায় ।

গত আর্থিক বর্ষের শেষে ভারতে GDP ছিল আনুমানিক 140.78 লাখ কোটি । ভারতে এই মুহূর্তে 25 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে । যা মোট জনসংখ্যার নিরিখে 20 শতাংশ । তবে এই 25 কোটি মানুষের মোট বাৎসরিক খরচ মাত্র 2 লাখ 91 হাজার 600 কোটি টাকা । যা ভারতের GDP-র মাত্র 2 শতাংশর কাছাকাছি । ভারতে গড় মাথা পিছু আয় বছরে 1,05,688 টাকা । এদিকে দারিদ্রসীমার নীচে থাকা ব্যক্তিদের গড় বাৎসরিক আয় 11,680 টাকা । যা ভারতের মাথাপিছু আয়ের হিসাবে 9 শতাংশ । তবে কি বলা যায় GDP বৃদ্ধি ও দেশের উন্নতি সমন্তরাল?

মতামত লেখকের ব্যক্তিগত । উল্লিখিত মতামত ETV ভারতের নয় ।

অনেক সময়ই GDP-র পরিসংখ্যান দিয়ে বলা হয় বিশ্বের যে দেশগুলির দ্রুত আর্থিক বৃদ্ধি হচ্ছে, তাদের মধ্যে ভারত অন্যতম । শুধুমাত্র সরকার নয়, অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞই GDP-র পরিসংখ্যানকে হাতিয়ার করে দেশের অগ্রগতির কথা বলেন । তবে এর মাধ্যমে অনেক সময়ই দেশের প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের নজর এড়িয়ে যায় । অবশ্য GDP বৃদ্ধির হার বিভিন্ন ক্ষেত্রে সেই শিল্পগুলির বৃদ্ধি বুঝতে সাহায্য করে । তা ছাড়া GDP বাড়লে সরকারের কোশাগারেও বাড়তি কর জমা পড়ে ।

ঘটনাচক্রে, ভারত এই বছর বিশ্বে GDP-র ক্রমতালিকায় পঞ্চম থেকে সপ্তম স্থানে নেমে গেছে । তবে দেশের অর্থনৈতিক বৃদ্ধির মানদণ্ডের অনেকগুলি সূচকের মধ্যে GDP একটি । GDP বৃদ্ধির হার বাড়লেও অনেকগুলি বিষয় বিশ্লেষণের মাধ্যমে দেশের অর্থিক স্বাস্থ্য নির্ধারণ করা সম্ভব হয় ।

বৈদেশিক মুদ্রা কাদের পকেটে যাচ্ছে । দেশে বৈদেশিক মুদ্রার ভাঁড়ার বাড়ছে কিনা, বাড়লে তা কত দ্রুত বা ধীরে বাড়ছে । দারিদ্র কমছে কি না, কমলে কত দ্রুত বা ধীরে কমছে । ধনী এবং গরীবের সম্পদের পার্থক্য কমছে কি না, কমলে কত দ্রুত বা ধীরে কমছে । দেশের পরিকাঠামো উন্নয়ন যত দ্রুত হবার কথা ছিল তত দ্রুত হচ্ছে কি না । দেশের উচ্চ শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার অবস্থা কী - এই সব বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে GDP বৃদ্ধির হার বাড়লে তবেই প্রকৃত অর্থে দেশের উন্নয়ন হচ্ছে বলে বোঝা যায় ।

গত আর্থিক বর্ষের শেষে ভারতে GDP ছিল আনুমানিক 140.78 লাখ কোটি । ভারতে এই মুহূর্তে 25 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে । যা মোট জনসংখ্যার নিরিখে 20 শতাংশ । তবে এই 25 কোটি মানুষের মোট বাৎসরিক খরচ মাত্র 2 লাখ 91 হাজার 600 কোটি টাকা । যা ভারতের GDP-র মাত্র 2 শতাংশর কাছাকাছি । ভারতে গড় মাথা পিছু আয় বছরে 1,05,688 টাকা । এদিকে দারিদ্রসীমার নীচে থাকা ব্যক্তিদের গড় বাৎসরিক আয় 11,680 টাকা । যা ভারতের মাথাপিছু আয়ের হিসাবে 9 শতাংশ । তবে কি বলা যায় GDP বৃদ্ধি ও দেশের উন্নতি সমন্তরাল?

মতামত লেখকের ব্যক্তিগত । উল্লিখিত মতামত ETV ভারতের নয় ।

Pathankot (Punjab), Sep 03 (ANI): Indian Air Force (IAF) Chief Air Chief Marshal BS Dhanoa addressed mediapersons to give a brief about the induction of Apache AH-64E choppers at Pathankot Air Base on September 03 in Punjab. While addressing the mediapersons, Dhanoa said, "Apache helicopter is an advanced multi-mission helicopter that is being operated worldwide by US, UK, Israel and many numbers of countries. It is one of the most fierce attack helicopters in the world along with the capability to shoot, fire and forget. It has air to air missile capability. That's why also gives an air to air mission with a helicopter which is for the first time in the history of India Air Force (IAF). Today with the induction of Apache Ah-64E, the Indian Air Force has upgraded its inventory to the latest generation of attack helicopter."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.