ETV Bharat / bharat

ইন্দোরে কোরোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু

ইন্দোরে কোরোনা আক্রান্ত এক চিকিৎসকের আজ মৃত্যু হল । গত 16 দিন ধরে তিনি ছোটিরাম হাসপাতালে ভরতি ছিলেন । মৃত চিকিৎসকের নাম অজয় জোশি (57) ।

Indore doctor infected with coronavirus dies
কোরোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু
author img

By

Published : Jun 9, 2020, 7:09 PM IST

ইন্দোর, 9 জুন : মধ্যপ্রদেশের ইন্দোরে কোরোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু হল । মৃত চিকিৎসকের নাম অজয় জোশি (57) । ইনডেস্ক মেডিকেল কলেজে কর্মরত ওই চিকিৎসক 16 দিন ধরে ছোটিরাম হাসপাতালে ভরতি ছিলেন ।

ইনডেস্ক হাসপাতালের COVID কো-অর্ডিনেটর ডাক্তার দীপ্তি সিং বলেন,"আমাদের সুপারিনটেনডেন্ট ডাক্তার অজয় জোশি গত দু'মাস ধরে প্রকৃত দলনেতার মতো কাজ করেছেন । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন । শেষ 16 দিন ধরে তিনি কোরোনা আক্রান্ত হয়ে ভরতি ছিলেন । তাঁর মৃত্যুর পরেও আমরা আমাদের কাজ করে যাব ।"

মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) MP শর্মা ডাক্তার অজয় জোশির প্রতি গভীর শ্রদ্ধা জানান । তিনি জানান, ইন্দোরে আজ নতুন করে 45 জন কোরোনা আক্রান্ত হয়েছে । এক চিকিৎসক সহ দুজনের আজ মৃত্যু হয়েছে । ইন্দোরে মোট 3830 জন কোরোনা আক্রান্তের মধ্যে 2556 জন সুস্থ হয়েছেন । মোট 159 জনের মৃত্যু হয়েছে ।

ইন্দোর, 9 জুন : মধ্যপ্রদেশের ইন্দোরে কোরোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যু হল । মৃত চিকিৎসকের নাম অজয় জোশি (57) । ইনডেস্ক মেডিকেল কলেজে কর্মরত ওই চিকিৎসক 16 দিন ধরে ছোটিরাম হাসপাতালে ভরতি ছিলেন ।

ইনডেস্ক হাসপাতালের COVID কো-অর্ডিনেটর ডাক্তার দীপ্তি সিং বলেন,"আমাদের সুপারিনটেনডেন্ট ডাক্তার অজয় জোশি গত দু'মাস ধরে প্রকৃত দলনেতার মতো কাজ করেছেন । কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন । শেষ 16 দিন ধরে তিনি কোরোনা আক্রান্ত হয়ে ভরতি ছিলেন । তাঁর মৃত্যুর পরেও আমরা আমাদের কাজ করে যাব ।"

মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) MP শর্মা ডাক্তার অজয় জোশির প্রতি গভীর শ্রদ্ধা জানান । তিনি জানান, ইন্দোরে আজ নতুন করে 45 জন কোরোনা আক্রান্ত হয়েছে । এক চিকিৎসক সহ দুজনের আজ মৃত্যু হয়েছে । ইন্দোরে মোট 3830 জন কোরোনা আক্রান্তের মধ্যে 2556 জন সুস্থ হয়েছেন । মোট 159 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.