দিল্লি, 27 ফেব্রুয়ারি : চিনের ইউহান থেকে 112জনকে ভারতে ফেরানো হল ৷ এদের মধ্যে 76 জন ভারতীয় ও 36 জন বিদেশি ৷ IAF এয়ারক্র্যাফ্টের তরফে এদের ভারতে ফেরানো হয় ৷
C17 গ্লোবমাস্টার III বিমান গতকাল ইউহানে পাড়ি দেয় ৷ চিনে কোরোনা আক্রন্ত মানুষদের জন্য 15টন ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া হয় বিমানে ৷ জানা গেছে, যাদের ফেরানো হয়েছে তাদের মধ্যে 23জন বাংলাদেশের, ছয় জন চিনের, এক জন করে মায়ানমার ও মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, US ও মাদাগাস্কারের বাসিন্দা রয়েছেন ৷
চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2744 ।গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন 433 জন ৷ গতকাল পর্যন্ত মোট 78 হাজার 500 জন আক্রান্ত হয়েছেন । এর আগেও বিমান পাঠিয়ে ইউহান থেকে 650জনকে দেশে ফিরিয়েছিল ভারত ৷
এই নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, WHO ইতিমধ্যেই কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়াকে জনস্বাস্থ্য জরুরি পরিষেবা হিসেবে ঘোষণা করেছে ৷ এই অবস্থায় ভারত থেকে চিনে ওষুধ সামগ্রী সরবরাহ করা হচ্ছে ৷