দিল্লি, 15 মার্চ : প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ কম থাকায় বেসরকারি জাহাজ নির্মাণ কারখানায় নোঙর ফেলার সিদ্ধান্ত নিল ভারতীয় নৌ-বাহিনী ৷ চেন্নাইয়ের কাট্টুপালির একটি বেসরকারি জাহাজ নির্মাণ কারখানায় নামানো হবে ভারতীয় নৌসেনার এয়ারক্রাফ্ট কেরিয়ার ৷
জুয়াল ওরাম নেতৃত্বে প্রতিরক্ষা স্ট্যান্ডিং কমিটিকে নৌ-বাহিনী জানায়, 2022 সাল থেকে 2030 সাল অর্থাৎ আট বছরের জন্য কাট্টুপালির একটি বেসরকারি জাহাজ নির্মাণকারী কারখানার 260 মিটার জায়গা নোঙর ফেলার জন্য লিজ় নিতে চলেছে ভারতীয় নৌ-বাহিনী ৷ ওই 260 মিটার অংশের জন্য প্রতিবছর 30.48 কোটি টাকা দিতে হবে প্রতিরক্ষা মন্ত্রককে ৷ আপাতত প্রতিরক্ষা মন্ত্রকের সম্মতির জন্য আটকে আছে চুক্তিটি ৷
পূর্ব ও পশ্চিম সীমান্তে সমুদ্র তীরবর্তী এলাকায় নজরদারি চালাতে কমপক্ষে দু'টি বিমানবাহী জাহাজের পরিকল্পনা করছে ভারত ৷ সূত্র মারফত জানা গিয়েছে এখনও পর্যন্ত বিশাখাপটনমের বেস তৈরি না হওয়ায় 40 হাজার টনের বেশি ওজনের যুদ্ধজাহাজ নামানো হবে চেন্নাইয়ে ৷
প্রতিরক্ষা বাজেটে ভারতীয় নৌ-বাহিনীর জন্য কমতে থাকা অর্থ বরাদ্দ নিয়েও আলোচনা করেছে স্ট্যান্ডিং কমিটি ৷ সেখানে দেখা গেছে, নৌ-বাহিনীর লড়াই করার ক্ষমতা নির্ভর করছে মূল্যবান প্রসাধনী যেমন যুদ্ধ জাহাজ, বিমনবাহী জাহাজ, সাবমেরিনের উপর ৷ কিন্তু নৌ-বাহিনীর জন্য বাজেটে বরাদ্দ মূলধনের দ্রুততম পতন হচ্ছে ৷ স্যান্ডিং কমিটির রিপোর্টে বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে "আমরা মন্ত্রকের কাছে আবেদন জানাচ্ছি আসন্ন বছরে যাতে বাজেটে বরাদ্দ মূলধনের অঙ্ক কমানো না হয় ৷"