দিল্লি , 22 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেছেন, শিক্ষা ধীরে ধীরে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার নতুন মাধ্যম হয়ে উঠছে ৷ এবং IIT গুয়াহাটি এর মূল কেন্দ্র হতে পারে ৷ আজ IIT গুয়াহাটি-র সমাবর্তন অনুষ্ঠানে একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালও অংশ নিয়েছিলেন ৷
তিনি আরও বলেন , "গুয়াহাটি উত্তর-পূর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ৷ এই অঞ্চলটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের প্রবেশদ্বারও। এই দেশগুলির সঙ্গে সম্পর্কের মূল ভিত্তি হল সংস্কৃতি , বাণিজ্য , সংযোগ এবং ক্ষমতা । শিক্ষা ধীরে ধীরে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে মজবুত করার একটি নতুন মাধ্যম হয়ে উঠছে । IIT গুয়াহাটি একই কারণে এর মূল কেন্দ্র হতে পারে ৷ "
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন , "তোমরা একটি রূপান্তরকামী পরিবর্তনের মধ্য দিয়ে এসেছ । তোমরা তোমাদের চিন্তাভাবনাকে প্রসারিত করেছ । এক্ষেত্রে IIT গুয়াহাটি এবং এখানকার অধ্যাপকের বড় ভূমিকা রয়েছে । বিমান যোগাযোগ ও নৌপথ সংযোগের ক্ষেত্রে আমরা উত্তর-পূর্বের পরিকাঠামোতে মনোনিবেশ করেছি ৷ এটি নতুন নতুন সুযোগ তৈরি করছে । আমি উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের গবেষণার বিষয়ে এবং এটি কীভাবে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে সহায়তা করতে পারে , সেই বিষয়ে চিন্তাভাবনা করতে চাই। "
তিনি আরও বলেন , "সৌর শক্তি , বায়ু শক্তি , জৈবিক শক্তি এবং জলবিদ্যুৎ খাতে গবেষণার প্রচুর সম্ভাবনা রয়েছে । ভাত, চা এবং বাঁশ এই অঞ্চলে উৎপন্ন হয় ৷ এই অঞ্চলে জীববৈচিত্র্যের পাশাপাশি প্রচুর ঐতিহ্যগত জ্ঞানও রয়েছে ৷উত্তর-পূর্বের রাজ্যগুলি বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় প্রচুর শক্তি এবং প্রচেষ্টা বিনিয়োগ করে ।