ETV Bharat / bharat

অমিত শাহকে বলছি, অবিলম্বে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুন : উদ্ধব ঠাকরে - sharad pawar

"আমরা জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার চেয়েছিলাম ৷ সেটা পূরণ হয়েছে । কিন্তু আমাদের অন্যতম দাবি সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু । আমি অমিত শাহর কাছে আবেদন করছি, অবিলম্বে সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুন ৷"

উদ্ধব ঠাকরে
author img

By

Published : Oct 9, 2019, 11:55 AM IST

মুম্বই, 9 অক্টোবর: দশেরা উপলক্ষ্যে গতকাল মুম্বইয়ের শিবাজি পার্কে এক অনুষ্ঠানে যোগ দেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অবিলম্বে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে আবেদন রাখেন ।

উদ্ধব বলেন, "আমায় অনেকেই প্রশ্ন করেন কেন আমরা BJP-র সঙ্গে কেন্দ্রে জোটে রয়েছি । আমার উত্তর একটাই, আপনাদের কি মনে হয় শরদ পাওয়ার, মায়াবতীদের মতো নেতারা দেশ চালাতে পারবেন ? সেই কারণেই আমরা BJP-কে সমর্থন করে জাতীয় ও রাজ্যস্তরে তাদের সঙ্গে জোটে রয়েছি ৷ উত্তরপ্রদেশে SP-BSP জোট করেছিল ৷ কিন্তু তার ফল কী হয়েছিল তা সবারই জানা ৷ আমরা জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার চেয়েছিলাম ৷ সেটা পূরণ হয়েছে । কিন্তু আমাদের অন্যতম দাবি সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু । আমি অমিত শাহর কাছে আবেদন করছি, দ্রুত সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুন ৷"

ভাষণে রামমন্দির ইশুতে উদ্ধব বলেন, "আমরা সবসময় অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি করে এসেছি ৷ আমরা চাই অযোধ্যায় রামমন্দির তৈরি হোক ৷ যতদিন তা না হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব ৷ এজন্য আমরা মরতেও প্রস্তুত ৷ কিন্তু আমরা আমাদের প্রতিজ্ঞা ভাঙতে দেব না ৷ এটাই শিবসেনার নীতি ৷ এই কারণেই আমাদের মন্দিরের দরকার ৷ শিবসেনা কখনও রাম-নাম নিয়ে রাজনীতি করেনি ৷ রামচন্দ্র নিজের পিতার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন ৷ আমাদের কী তাঁকে নিয়ে রাজনীতি করা উচিৎ?"

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন । উদ্ধব বলেন, "শিবসেনার অস্তিত্ব সংকটে পড়বে না ৷ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে আবার শিবসেনা ক্ষমতায় ফিরবে ৷ এই ব্যাপারে আমি নিশ্চিত ৷ " উল্লেখ্য, মহারাষ্ট্রে 21 অক্টোবর ভোট হবে ৷ ভোট গণনা 24 অক্টোবর ৷

মুম্বই, 9 অক্টোবর: দশেরা উপলক্ষ্যে গতকাল মুম্বইয়ের শিবাজি পার্কে এক অনুষ্ঠানে যোগ দেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অবিলম্বে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে আবেদন রাখেন ।

উদ্ধব বলেন, "আমায় অনেকেই প্রশ্ন করেন কেন আমরা BJP-র সঙ্গে কেন্দ্রে জোটে রয়েছি । আমার উত্তর একটাই, আপনাদের কি মনে হয় শরদ পাওয়ার, মায়াবতীদের মতো নেতারা দেশ চালাতে পারবেন ? সেই কারণেই আমরা BJP-কে সমর্থন করে জাতীয় ও রাজ্যস্তরে তাদের সঙ্গে জোটে রয়েছি ৷ উত্তরপ্রদেশে SP-BSP জোট করেছিল ৷ কিন্তু তার ফল কী হয়েছিল তা সবারই জানা ৷ আমরা জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার চেয়েছিলাম ৷ সেটা পূরণ হয়েছে । কিন্তু আমাদের অন্যতম দাবি সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু । আমি অমিত শাহর কাছে আবেদন করছি, দ্রুত সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করুন ৷"

ভাষণে রামমন্দির ইশুতে উদ্ধব বলেন, "আমরা সবসময় অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি করে এসেছি ৷ আমরা চাই অযোধ্যায় রামমন্দির তৈরি হোক ৷ যতদিন তা না হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব ৷ এজন্য আমরা মরতেও প্রস্তুত ৷ কিন্তু আমরা আমাদের প্রতিজ্ঞা ভাঙতে দেব না ৷ এটাই শিবসেনার নীতি ৷ এই কারণেই আমাদের মন্দিরের দরকার ৷ শিবসেনা কখনও রাম-নাম নিয়ে রাজনীতি করেনি ৷ রামচন্দ্র নিজের পিতার জন্য সবকিছু ত্যাগ করেছিলেন ৷ আমাদের কী তাঁকে নিয়ে রাজনীতি করা উচিৎ?"

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন । উদ্ধব বলেন, "শিবসেনার অস্তিত্ব সংকটে পড়বে না ৷ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে আবার শিবসেনা ক্ষমতায় ফিরবে ৷ এই ব্যাপারে আমি নিশ্চিত ৷ " উল্লেখ্য, মহারাষ্ট্রে 21 অক্টোবর ভোট হবে ৷ ভোট গণনা 24 অক্টোবর ৷

New Delhi, Oct 09 (ANI): Enumerating the outcomes of last year's landmark informal summit in Wuhan, the Chinese Ambassador to India Sun Weidong said that the mutual trust and friendship between Chinese President Xi Jinping and Prime Minister Narendra Modi is now being extended to all sectors, localities and peoples of the two countries. Speaking to ANI in the run-up to the second informal summit between the two leaders in Tamil Nadu, the Ambassador said, "Over the past year, after the Wuhan Summit, the two sides have actively implemented the important consensus reached by the two leaders, and we are upgrading and improving the quality of China-India relations, which embarked on the track of sound and stable development. The positive effect of the Wuhan Summit now is constantly unfolding." "The mutual trust and friendship between the two leaders are being now extended to all sectors, localities and peoples of the two countries and translated into tangible achievements," he added. After last year's successful first informal summit, India is gearing up to host the Chinese President who is slated to visit Tamil Nadu for the second informal summit, carrying the "Wuhan Spirit" forward.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.