দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : "আমি খুব খুশি যে সমস্ত দলেরই একই মতামত। সবাই ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছে। এবং সরকারের সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে সমর্থন করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একজোট।" আজ সর্বদলীয় বৈঠকের পর একথা বলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। আজ ভারতীয় বায়ুসেনার অভিযানের পর সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে সরকারের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিজয় গোয়েল এবং সমস্ত দলের নেতারা উপস্থিত ছিলেন।
সুষমা স্বরাজ আরও বলেন, "আমি খুব খুশি যে প্রথমে সব দল একইসঙ্গে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানায়। তারপর সরকারের তরফে যে কোনও সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে সমর্থন করার আশ্বাস দেয়। সর্বোপরি রাজনৈতিক বিরোধ ভুলে সবাই ঐক্যের পরিচয় দিয়েছেন।"
বৈঠকের পর সুষমা স্বরাজ জানান, ভারতীয় বায়ুসনার এই অভিযান নিয়ে তিনি অ্যামেরিকার বিদেশ সচিব মাইকেল পম্পিওর সঙ্গে কথা বলেছেন।