দিল্লি, 23 জানুয়ারি : জঙ্গি দমনের বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রের নিজেদের মধ্যে কথা বললেই ভালো । বেকার এই ধরনের বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে গিয়ে বিচলিত করার কোনও দরকার নেই । ডাভোস বৈঠকে ওঠা কাশ্মীর ইশু নিয়ে আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ।
দু'টো পারমাণবিক শক্তিধর দেশ ভারত-পাকিস্তান । তারা যাতে নিজেদের শক্তি প্রমাণ করতে মাঠে না নামে, সেই আবেদন জানিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রের হস্তক্ষেপের দাবি জানান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর পরিপ্রেক্ষিতেই বিদেশমন্ত্রকের তরফে রবীশ কুমার আজ এই বিষয়ে বক্তব্য পেশ করেন ।
কাশ্মীর ইশু নিয়ে রবীশ কুমার বলেন, "কাশ্মীরে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল পাকিস্তান । যা করতে তারা ব্যর্থ হয়েছে । বিগত বেশ কয়েক বছর ধরেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি দৃঢ় ও স্পষ্ট । এই ধরনের দ্বিপাক্ষিক বিষয়ে দুই দেশের মধ্যেই আলোচনা হওয়া উচিত । তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই ।" ইমরান খানকে কটাক্ষ করে তিনি আরও বলেন, নিজের দেশের সমস্যাগুলোর দিকে আগে তাকান তিনি । তারপর অন্য দিকে দেখুন ।
আজকের সাংবাদিক বৈঠকে রবীশ কুমার আরও বলেন, ডাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বৈঠকে ইমরান খান যা বলেছেন তার মধ্যে নতুন কিছু নেই । এর থেকে এটাই বোঝা যায়, তিনি বেপরোয়া এবং আশাহত । পাকিস্তানের এমন দ্বৈত অবস্থান দেখে আন্তর্জাতিক মহল এবার নিশ্চয়ই বুঝতে পারছে যে পাকিস্তান একদিকে বলছে তারা সন্ত্রাসবাদের শিকার । কিন্তু নিজেরাই ভারতে সন্ত্রাসবাদ ছড়াতে সাহায্য করছে ।