ETV Bharat / bharat

ডাভোস বৈঠকে কাশ্মীর ইশু, ইমরানকে "বেপরোয়া" বলে আক্রমণ ভারতের - রবীশ কুমার

ডাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বৈঠকে কাশ্মীর ইশু তোলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বেপরোয়া বললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার । তাঁর কথায়, দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পক্ষের কোনও প্রয়োজন নেই ।

Raveesh Kumar
রবীশ কুমার
author img

By

Published : Jan 23, 2020, 8:14 PM IST

দিল্লি, 23 জানুয়ারি : জঙ্গি দমনের বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রের নিজেদের মধ্যে কথা বললেই ভালো । বেকার এই ধরনের বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে গিয়ে বিচলিত করার কোনও দরকার নেই । ডাভোস বৈঠকে ওঠা কাশ্মীর ইশু নিয়ে আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ।

দু'টো পারমাণবিক শক্তিধর দেশ ভারত-পাকিস্তান । তারা যাতে নিজেদের শক্তি প্রমাণ করতে মাঠে না নামে, সেই আবেদন জানিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রের হস্তক্ষেপের দাবি জানান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর পরিপ্রেক্ষিতেই বিদেশমন্ত্রকের তরফে রবীশ কুমার আজ এই বিষয়ে বক্তব্য পেশ করেন ।

কাশ্মীর ইশু নিয়ে রবীশ কুমার বলেন, "কাশ্মীরে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল পাকিস্তান । যা করতে তারা ব্যর্থ হয়েছে । বিগত বেশ কয়েক বছর ধরেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি দৃঢ় ও স্পষ্ট । এই ধরনের দ্বিপাক্ষিক বিষয়ে দুই দেশের মধ্যেই আলোচনা হওয়া উচিত । তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই ।" ইমরান খানকে কটাক্ষ করে তিনি আরও বলেন, নিজের দেশের সমস্যাগুলোর দিকে আগে তাকান তিনি । তারপর অন্য দিকে দেখুন ।

আজকের সাংবাদিক বৈঠকে রবীশ কুমার আরও বলেন, ডাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বৈঠকে ইমরান খান যা বলেছেন তার মধ্যে নতুন কিছু নেই । এর থেকে এটাই বোঝা যায়, তিনি বেপরোয়া এবং আশাহত । পাকিস্তানের এমন দ্বৈত অবস্থান দেখে আন্তর্জাতিক মহল এবার নিশ্চয়ই বুঝতে পারছে যে পাকিস্তান একদিকে বলছে তারা সন্ত্রাসবাদের শিকার । কিন্তু নিজেরাই ভারতে সন্ত্রাসবাদ ছড়াতে সাহায্য করছে ।

দিল্লি, 23 জানুয়ারি : জঙ্গি দমনের বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রের নিজেদের মধ্যে কথা বললেই ভালো । বেকার এই ধরনের বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে নিয়ে গিয়ে বিচলিত করার কোনও দরকার নেই । ডাভোস বৈঠকে ওঠা কাশ্মীর ইশু নিয়ে আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ।

দু'টো পারমাণবিক শক্তিধর দেশ ভারত-পাকিস্তান । তারা যাতে নিজেদের শক্তি প্রমাণ করতে মাঠে না নামে, সেই আবেদন জানিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রের হস্তক্ষেপের দাবি জানান পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর পরিপ্রেক্ষিতেই বিদেশমন্ত্রকের তরফে রবীশ কুমার আজ এই বিষয়ে বক্তব্য পেশ করেন ।

কাশ্মীর ইশু নিয়ে রবীশ কুমার বলেন, "কাশ্মীরে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল পাকিস্তান । যা করতে তারা ব্যর্থ হয়েছে । বিগত বেশ কয়েক বছর ধরেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি দৃঢ় ও স্পষ্ট । এই ধরনের দ্বিপাক্ষিক বিষয়ে দুই দেশের মধ্যেই আলোচনা হওয়া উচিত । তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই ।" ইমরান খানকে কটাক্ষ করে তিনি আরও বলেন, নিজের দেশের সমস্যাগুলোর দিকে আগে তাকান তিনি । তারপর অন্য দিকে দেখুন ।

আজকের সাংবাদিক বৈঠকে রবীশ কুমার আরও বলেন, ডাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের বৈঠকে ইমরান খান যা বলেছেন তার মধ্যে নতুন কিছু নেই । এর থেকে এটাই বোঝা যায়, তিনি বেপরোয়া এবং আশাহত । পাকিস্তানের এমন দ্বৈত অবস্থান দেখে আন্তর্জাতিক মহল এবার নিশ্চয়ই বুঝতে পারছে যে পাকিস্তান একদিকে বলছে তারা সন্ত্রাসবাদের শিকার । কিন্তু নিজেরাই ভারতে সন্ত্রাসবাদ ছড়াতে সাহায্য করছে ।

New Delhi, Jan 23 (ANI): Full dress rehearsal took place at Rajpath on Jan 23 ahead of Republic Day celebrations. Several tableaus attracted people. This Republic Day, Central Reserve Police Force (CRPF) women bikers will woo visitors with gravity-defying bike stunts. This year the parade will also include Dhanush 145 mm 52 caliber Howitzers which have been recently inducted into the Army. The Defence Research and Development Organisation (DRDO) will also showcase the Anti-Satellite Weapon System. Rehearsals for the Republic Day parade are in full swing with contingents belonging to different forces. Brazilian President Jair Bolsonaro will be visiting India as the chief guest on Republic Day 2020.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.