ETV Bharat / bharat

কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন খট্টর

author img

By

Published : Oct 26, 2019, 9:50 AM IST

Updated : Oct 26, 2019, 3:09 PM IST

হরিয়ানায় সরকার গঠন প্রসঙ্গে অমিত শাহ বলেন, ''মুখ্যমন্ত্রী হবেন BJP-র সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন JJP থেকে ৷ '' মনোহর লাল খট্টর এবং দুষ্মন্ত চৌতালার উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অমিত শাহ ।

মুখ্যমন্ত্রী BJP থেকেই, উপ-মুখ্যমন্ত্রী চৌতালা

দিল্লি, 26 অক্টোবর : হরিয়ানায় সরকার গড়ছে BJP তবে একলা নয় ৷ জননায়ক জনতা পার্টির অংশীদার হয়েই হরিয়ানায় ক্ষমতা দখল করতে চলেছে BJP ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর গতকাল এই কথা ঘোষণা করেন ৷ আজ চণ্ডীগড়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা । কংগ্রেসের আশায় জল ঢেলে কার্যত ক্ষমতা দখলে রাখল BJP ৷ কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মনোহরলাল খট্টর ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন তিনি ৷ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্যন্ত ৷

এদিকে হরিয়ানায় ক্ষমতা দখল প্রসঙ্গে অমিত শাহ বলেন, ''মুখ্যমন্ত্রী হবেন BJP-র সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন JJP থেকে ৷ '' মনোহর লাল খট্টর এবং দুষ্যন্ত চৌতালার উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অমিত শাহ ।

এদিকে, BJP-র এই ঘোষণার পরই কংগ্রেসের ক্ষেত্রে আরও বেশি করে হতাশা গ্রাস করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ হরিয়ানায় নেতা বদলের কথা বলেছিলেন ভূপিন্দর সিং হুডা ৷ এদিকে রাহুল গান্ধি ঘনিষ্ঠ রাজ্য সভাপতি অশোক তনওয়ারও নিজেকে অপরিহার্যই মনে করেছিলেন ৷ অন্যদিকে রাহুলের হাত থেকে সভাপতি পদের ব্যাটনটা সোনিয়া গান্ধির হাতে চলে যাওয়ার দলের প্রবীণদের সঙ্গে তরুণ প্রজন্মের ব্যক্তিত্বের সংঘাতের জায়গাটা আরও স্পষ্ট হয়ে ওঠে ৷ এর প্রভাব পড়েছে 8টি আসনে ৷ প্রদেশ কংগ্রেসের নতুন প্রধান কুমারী শৈলজা । কিন্তু সেইভাবে প্রভাব ফেলতেও পারেননি তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের সময় হরিয়ানায় সাতটি সভা করেছেন, রাহুল গান্ধি করেছিলেন মাত্র দুটি । এ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই হরিয়ানায় সরকার গঠনের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় কংগ্রেসের ক্ষেত্রে আরও জটিল হয়ে পড়ে ৷

এদিকে, কয়েক জন নির্দল বিধায়ককে বিশেষ বিমানে দিল্লি নিয়ে আসা হয়েছিল । যাঁদের মধ্যে ছিলেন বিতর্কিত গোপাল গয়াল কান্ডা । কিন্তু কান্ডা নিজেকে কিংমেকার মনে করলেও শেষপর্যন্ত তিনি আর প্রাসঙ্গিক থাকলেন না ৷ মনে করা হচ্ছে, BJP কান্ডার বিরুদ্ধে মামলার কারণেই চৌতালাকে বেছে নিয়েছে ৷

এই প্রসঙ্গে দুষ্যন্ত বলেন, ''হরিয়ানার জন্যই এই জোট সরকার প্রয়োজন ৷ আমি শাহজি ও নাড্ডাজিকে ধন্যবাদ জানাতে চাই ৷ '' যদিও দিনের শুরুতে চৌতালা বলেছিলেন, BJP বা কংগ্রেস কোন দলই 'অস্পৃশ্য' নয়৷ সবমিলে হরিয়ানার ক্ষমতা ধরে রাখল BJP ৷

দিল্লি, 26 অক্টোবর : হরিয়ানায় সরকার গড়ছে BJP তবে একলা নয় ৷ জননায়ক জনতা পার্টির অংশীদার হয়েই হরিয়ানায় ক্ষমতা দখল করতে চলেছে BJP ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর গতকাল এই কথা ঘোষণা করেন ৷ আজ চণ্ডীগড়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তাঁরা । কংগ্রেসের আশায় জল ঢেলে কার্যত ক্ষমতা দখলে রাখল BJP ৷ কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মনোহরলাল খট্টর ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন তিনি ৷ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন দুষ্যন্ত ৷

এদিকে হরিয়ানায় ক্ষমতা দখল প্রসঙ্গে অমিত শাহ বলেন, ''মুখ্যমন্ত্রী হবেন BJP-র সদস্য এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন JJP থেকে ৷ '' মনোহর লাল খট্টর এবং দুষ্যন্ত চৌতালার উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অমিত শাহ ।

এদিকে, BJP-র এই ঘোষণার পরই কংগ্রেসের ক্ষেত্রে আরও বেশি করে হতাশা গ্রাস করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ হরিয়ানায় নেতা বদলের কথা বলেছিলেন ভূপিন্দর সিং হুডা ৷ এদিকে রাহুল গান্ধি ঘনিষ্ঠ রাজ্য সভাপতি অশোক তনওয়ারও নিজেকে অপরিহার্যই মনে করেছিলেন ৷ অন্যদিকে রাহুলের হাত থেকে সভাপতি পদের ব্যাটনটা সোনিয়া গান্ধির হাতে চলে যাওয়ার দলের প্রবীণদের সঙ্গে তরুণ প্রজন্মের ব্যক্তিত্বের সংঘাতের জায়গাটা আরও স্পষ্ট হয়ে ওঠে ৷ এর প্রভাব পড়েছে 8টি আসনে ৷ প্রদেশ কংগ্রেসের নতুন প্রধান কুমারী শৈলজা । কিন্তু সেইভাবে প্রভাব ফেলতেও পারেননি তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের সময় হরিয়ানায় সাতটি সভা করেছেন, রাহুল গান্ধি করেছিলেন মাত্র দুটি । এ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই হরিয়ানায় সরকার গঠনের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়ায় কংগ্রেসের ক্ষেত্রে আরও জটিল হয়ে পড়ে ৷

এদিকে, কয়েক জন নির্দল বিধায়ককে বিশেষ বিমানে দিল্লি নিয়ে আসা হয়েছিল । যাঁদের মধ্যে ছিলেন বিতর্কিত গোপাল গয়াল কান্ডা । কিন্তু কান্ডা নিজেকে কিংমেকার মনে করলেও শেষপর্যন্ত তিনি আর প্রাসঙ্গিক থাকলেন না ৷ মনে করা হচ্ছে, BJP কান্ডার বিরুদ্ধে মামলার কারণেই চৌতালাকে বেছে নিয়েছে ৷

এই প্রসঙ্গে দুষ্যন্ত বলেন, ''হরিয়ানার জন্যই এই জোট সরকার প্রয়োজন ৷ আমি শাহজি ও নাড্ডাজিকে ধন্যবাদ জানাতে চাই ৷ '' যদিও দিনের শুরুতে চৌতালা বলেছিলেন, BJP বা কংগ্রেস কোন দলই 'অস্পৃশ্য' নয়৷ সবমিলে হরিয়ানার ক্ষমতা ধরে রাখল BJP ৷

Tiruchirappalli (TN), Oct 26 (ANI): A two-year-old boy fell into a borewell in Tiruchirappalli's Nadukattupatti area. The boy identified as Sujith Wilson. Sujith's parents got to know about this when they heard him crying. Fire and rescue services are currently present at the spot, trying to rescue the kid. The well is reportedly 25-feet-deep

Last Updated : Oct 26, 2019, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.