ETV Bharat / state

নদিয়ায় গুলিবিদ্ধ সিপিএম কর্মী, কাঠগড়ায় তৃণমূল - Shootout in Nadia

author img

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

TMC Attacks CPM: গুলির আঘাতে গুরুতর জখম হয়েছেন এক সিপিএম কর্মী ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ নদিয়ার কালিগঞ্জ থানার পলিতবিঘা এলাকার ঘটনা । হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম কর্মী ৷

Shootout in Nadia
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

কালিগঞ্জ(নদিয়া), 19 সেপ্টেম্বর: পুলিশের সামনেই সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ । গুলিবিদ্ধ সিপিএম কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার কালিগঞ্জ থানার পলিতবিঘা এলাকায় ।

জখম সিপিএম কর্মীর অভিযোগ (ইটিভি ভারত)

অভিযোগ, রাজনৈতিক কারণে হঠাৎ ওই এলাকার দুই সিপিএম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চড়াও হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তাঁর অনুগামীরা । তাঁদেরকে বেধড়ক মারধর করতে থাকেন । ঠিক সেই সময় ওই এলাকার সিপিএম নেতা সাফাদুল মণ্ডলের ছেলে মহিবুল টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছিল । তাকে দেখতে পেয়ে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর শুরু করে বলে অভিযোগ । খবর পেয়ে সাফাদুল মণ্ডল ঘটনাস্থলে আসেন ৷ অভিযোগ, এরপর তাঁকে লক্ষ্য করেও আক্রমণ করতে থাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । হঠাৎ এক অভিযুক্ত বন্দুক বের করে সাফাদুলকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি তাঁর শরীরের বদলে হাতে গিয়ে লাগে ।

সাফাদুল মণ্ডল বলেন, "ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল । পুলিশের সামনেই দুষ্কৃতীরা এই তাণ্ডব চালায় । গুলি চালায় ৷ সেই গুলি আমার শরীরে না-লেগে হাতে লাগে ৷ তাতেই আমি গুরুতর জখম হই ৷ তারা আমার ছেলের উপর হামলা চালায় ৷ এরপরে বোমা মারতে মারতে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।"

জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় সাফাদুল মণ্ডলকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় ৷ এরপর শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় তাঁকে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন সিপিএম কর্মী সাফাদুল মণ্ডল । ঘটনার পর কালিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । এই ঘটনাকে ঘিরে যাতে নতুন করে এলাকা উত্তপ্ত না হয়, সেই কারণে টহল দিচ্ছে পুলিশ । কী কারণে এই ঘটনা ঘটল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ ।

কালিগঞ্জ(নদিয়া), 19 সেপ্টেম্বর: পুলিশের সামনেই সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ । গুলিবিদ্ধ সিপিএম কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন । ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার কালিগঞ্জ থানার পলিতবিঘা এলাকায় ।

জখম সিপিএম কর্মীর অভিযোগ (ইটিভি ভারত)

অভিযোগ, রাজনৈতিক কারণে হঠাৎ ওই এলাকার দুই সিপিএম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চড়াও হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তাঁর অনুগামীরা । তাঁদেরকে বেধড়ক মারধর করতে থাকেন । ঠিক সেই সময় ওই এলাকার সিপিএম নেতা সাফাদুল মণ্ডলের ছেলে মহিবুল টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছিল । তাকে দেখতে পেয়ে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর শুরু করে বলে অভিযোগ । খবর পেয়ে সাফাদুল মণ্ডল ঘটনাস্থলে আসেন ৷ অভিযোগ, এরপর তাঁকে লক্ষ্য করেও আক্রমণ করতে থাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । হঠাৎ এক অভিযুক্ত বন্দুক বের করে সাফাদুলকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি তাঁর শরীরের বদলে হাতে গিয়ে লাগে ।

সাফাদুল মণ্ডল বলেন, "ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল । পুলিশের সামনেই দুষ্কৃতীরা এই তাণ্ডব চালায় । গুলি চালায় ৷ সেই গুলি আমার শরীরে না-লেগে হাতে লাগে ৷ তাতেই আমি গুরুতর জখম হই ৷ তারা আমার ছেলের উপর হামলা চালায় ৷ এরপরে বোমা মারতে মারতে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।"

জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় সাফাদুল মণ্ডলকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয় ৷ এরপর শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয় তাঁকে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন সিপিএম কর্মী সাফাদুল মণ্ডল । ঘটনার পর কালিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । এই ঘটনাকে ঘিরে যাতে নতুন করে এলাকা উত্তপ্ত না হয়, সেই কারণে টহল দিচ্ছে পুলিশ । কী কারণে এই ঘটনা ঘটল, তারও তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.