ETV Bharat / bharat

পাকিস্তানের শরণার্থীদের নাগরিকত্ব দিয়েই বিশ্রাম : অমিত শাহ

পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত থামবে না কেন্দ্রীয় সরকার । সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পরই বিশ্রাম নেবে ৷ মধ্যপ্রদেশের জবলপুরের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন , 2019 সমর্থনে এভাবেই গলা চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

author img

By

Published : Jan 12, 2020, 8:53 PM IST

Updated : Jan 12, 2020, 10:10 PM IST

amit sah on pakistan
অমিত শাহ

জবলপুর, 12 জানুয়ারি : কংগ্রেস যতই বিরোধিতা করুক পাকিস্তানের সমস্ত সংখ্যলঘুদের পাশেই থাকবে কেন্দ্রীয় সরকার । পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত থামবে না কেন্দ্রীয় সরকার । মধ্যপ্রদেশের জবলপুরের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন , 2019 এর সমর্থনে এভাবেই গলা চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

আজ জবলপুরে নাগরিকত্ব সংশোধনী আইন , 2019 এর সমর্থনে সভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি । সভা থেকে অমিত শাহ বলেন, রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নাগরিকত্ব সংশোধনী আইন , 2019 নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ।

সভা থেকে রাহুল, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহ । বলেন, ক্ষমতা থাকলে নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এমন একটা ধারা খুঁজে দেখান । এই আইনে এমন কোনও ধারা নেই । যেখানে বলা হয়েছে নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে ।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়, এবছরের 10 জানুয়ারি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 , কার্যকর হয়েছে । এই আইনের বলে পাকিস্তান, আফগানিস্তান, ও বাংলাদেশের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারির পর শনিবার বৈঠকে বসে জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটি । বৈঠকের পর অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার ও NPR প্রক্রিয়া বন্ধ করার দাবি তোলা হয় । কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়, কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টিকারী ও পক্ষপাতমূলক কর্মসূচি নিচ্ছে ।

24 ঘণ্টার মধ্যেই কংগ্রেসের অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন , "মধ্যপ্রদেশের নির্বাচনের সময় কংগ্রেসের ইস্তাহারে প্রতিশ্রুতি ছিল পাকিস্তানের হিন্দু ও শিখ শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । আর এখন এরা BJP-র বিরোধিতা করছে । গেহলতজি (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী) আপনি আপনার ইস্তাহার যাচাই করে দেখুন । "

এদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গেও সুর চড়ান অমিত শাহ । বলেন, "কিছু ছেলে দেশবিরোধী স্লোগান তুলছে ৷ কিন্তু রাহুল বাবা আর কেজরিওয়াল বলছেন ওদের বাঁচাও । এরা কি আপনাদের ভাই হয় ? এই ধরনের মানুষের জেলে থাকাই উচিত। "

এদিকে রাম মন্দির প্রসঙ্গে BJP-র সর্বভারতীয় সভাপতি বলেন , "চার মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে । মন্দির এতটাই উঁচু হবে যে আকাশ ছুঁয়ে ফেলবে ।"

জবলপুর, 12 জানুয়ারি : কংগ্রেস যতই বিরোধিতা করুক পাকিস্তানের সমস্ত সংখ্যলঘুদের পাশেই থাকবে কেন্দ্রীয় সরকার । পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত থামবে না কেন্দ্রীয় সরকার । মধ্যপ্রদেশের জবলপুরের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন , 2019 এর সমর্থনে এভাবেই গলা চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

আজ জবলপুরে নাগরিকত্ব সংশোধনী আইন , 2019 এর সমর্থনে সভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি । সভা থেকে অমিত শাহ বলেন, রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের নাগরিকত্ব সংশোধনী আইন , 2019 নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে ।

সভা থেকে রাহুল, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহ । বলেন, ক্ষমতা থাকলে নাগরিকত্ব সংশোধনী আইনে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এমন একটা ধারা খুঁজে দেখান । এই আইনে এমন কোনও ধারা নেই । যেখানে বলা হয়েছে নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে ।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়, এবছরের 10 জানুয়ারি থেকে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 , কার্যকর হয়েছে । এই আইনের বলে পাকিস্তান, আফগানিস্তান, ও বাংলাদেশের অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে ।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারির পর শনিবার বৈঠকে বসে জাতীয় কংগ্রেসের কার্যকরী কমিটি । বৈঠকের পর অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার ও NPR প্রক্রিয়া বন্ধ করার দাবি তোলা হয় । কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়, কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টিকারী ও পক্ষপাতমূলক কর্মসূচি নিচ্ছে ।

24 ঘণ্টার মধ্যেই কংগ্রেসের অভিযোগের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন , "মধ্যপ্রদেশের নির্বাচনের সময় কংগ্রেসের ইস্তাহারে প্রতিশ্রুতি ছিল পাকিস্তানের হিন্দু ও শিখ শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে । আর এখন এরা BJP-র বিরোধিতা করছে । গেহলতজি (মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী) আপনি আপনার ইস্তাহার যাচাই করে দেখুন । "

এদিকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গেও সুর চড়ান অমিত শাহ । বলেন, "কিছু ছেলে দেশবিরোধী স্লোগান তুলছে ৷ কিন্তু রাহুল বাবা আর কেজরিওয়াল বলছেন ওদের বাঁচাও । এরা কি আপনাদের ভাই হয় ? এই ধরনের মানুষের জেলে থাকাই উচিত। "

এদিকে রাম মন্দির প্রসঙ্গে BJP-র সর্বভারতীয় সভাপতি বলেন , "চার মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে । মন্দির এতটাই উঁচু হবে যে আকাশ ছুঁয়ে ফেলবে ।"

Intro:4 महीने में बनेगा अयोध्या में भव्य राम मंदिर अमित शाह जबलपुर की सभा में अमित शाह ने ममता बनर्जी राहुल गांधी और दिल्ली कि आप पार्टी पर जमकर निशाना साधा


Body:जबलपुर के गैरिसन मैदान में देश के गृहमंत्री और भारतीय जनता पार्टी के नेता अमित शाह ने नागरिकता संशोधन कानून के समर्थन में एक सभा को संबोधित किया सभा में बड़ी तादाद में आम जनता पहुंची थी इस मौके पर बोलते हुए अमित शाह ने कहा कि 4 महीने के भीतर अयोध्या में राम जन्मभूमि पर ही राम मंदिर का निर्माण किया जाएगा

सीएएए कानून के समर्थन में बोलते हुए अमित शाह ने कहा कि कांग्रेस के नेता अंधे और बहरे हो गए हैं इसलिए इन्हें पड़ोसी राज्यों में रहने वाले अल्पसंख्यक हिंदू सिख सिंधी ईसाई और पारसी धर्म के लोगों पर होने वाले अत्याचार नजर नहीं आते अमित शाह अपने भाषण के दौरान कई बार राहुल गांधी बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी और दिल्ली में आप पार्टी के मुख्यमंत्री अरविंद केजरीवाल को कोसते हुए नजर आए अमित शाह का कहना है कि राहुल गांधी ममता बनर्जी और अरविंद केजरीवाल जो भाषा बोलते हैं लगभग वैसी ही भाषा पाकिस्तान के प्रधानमंत्री इमरान खान भी बोलते हैं

वही अमित शाह ने मध्य प्रदेश के मुख्यमंत्री कमलनाथ को लेकर भी आपत्तिजनक टिप्पणी की अमित शाह ने कमलनाथ की उम्र को लेकर मजाक किया कि आप कमलनाथ की उम्र तेज बोलने की नहीं है उन्हें संभल कर बोलना चाहिए अमित शाह का कहना है कि कमलनाथ भ्रम फैला रहे हैं और मैडम के सामने अपने नंबर बनाने के चक्कर में मध्य प्रदेश की जनता से झूठ बोल रहे हैं

अमित शाह का कहना है कि नागरिकता संशोधन कानून पर देशभर में आंदोलन करवाने वाली कांग्रेस की खुद की स्थिति स्पष्ट नहीं है क्योंकि राजस्थान के चुनाव में कांग्रेस ने अपने घोषणा पत्र में भारत आए हिंदू शरणार्थियों को नागरिकता देने का जिक्र किया है ऐसे में वे विरोध क्यों कर रहे हैं यह समझ नहीं आ रहा


Conclusion:इस रैली में अमित शाह ने सर्जिकल स्ट्राइक एयर स्ट्राइक तीन तलाक धारा 370 जैसे उन तमाम मुद्दों पर जनता से मुहर लगवाई जिन पर बीजेपी ने अब तक काम किया है और सभा में आए लोगों से कहा कि वे इन मुद्दों को आम जनता तक पहुंचाएं कुल मिलाकर अमित शाह सरकार के पक्ष में माहौल बना रहे हैं हो सकता है कि इस माहौल का फायदा किसी नए काम को करने के दौरान उठाया जाए बाइट अमित शाह केंद्रीय गृह मंत्री भारत सरकार
Last Updated : Jan 12, 2020, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.