চেন্নাই , 3 নভেম্বর : চেন্নাই বিমানবন্দর থেকে 38.9 লাখ টাকার সোনা সহ একজনকে গ্রেপ্তার করা হল ।
এক বিবৃতিতে শুল্ক দপ্তরের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর প্যাসিপট্টিনামের বাসিন্দা 40 বছর বয়সি শাহুল হামিদ ইন্ডিগোর একটি বিমানে দুবাই থেকে আসার সময় তাকে দেখে বিমানকর্মীদের সন্দেহ হয় । চেন্নাই বিমানবন্দরে আসার পরই তল্লাশি করে তার ব্যাগ থেকে প্রায় আটশ গ্রাম ওজনের সোনার পেস্টের চারটি প্যাকেট উদ্ধার করা হয়েছে। 38.9 লাখ টাকা মূল্যের 740 গ্রাম ওজনের সোনা উদ্ধার করেন শুল্ক আধিকারিকরা।
এর আগে সোমবার রমনাথাপুরামের বাসিন্দা 23 বছর বয়সি মহম্মদ সাজামখান কলন্দর আয়ুব খান, দুবাই থেকে ইন্ডিগোর একটি বিমানে চেন্নাই পৌঁছায় । তাকে বেরোনোর সময় বাধা দেওয়া হয়। তল্লাশিতে তার মলদ্বার থেকে 437 গ্রাম ওজনের সোনার পেস্টের পাঁচটি বান্ডিল উদ্ধার করা হয়।