ETV Bharat / bharat

গান্ধি প্রযুক্তিগত উন্নয়নকে সবসময় স্বাগত জানাতেন - realistic

তৎকালীন ব্রিটিশ ক্ষমতাসীনরা প্রযুক্তির মাধ্যমে ভারতবাসীদের দমিয়ে রাখতে সচেষ্ট হয়েছিল । তাই গান্ধি সেই সময়ের ব্রিটিশদের প্রযুক্তি ও সামগ্রী বর্জন করতে আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে । তবে গান্ধির লক্ষ্য চিরকাল ছিল ভারতবাসীর উন্নয়ন । আর এই আদর্শ অর্জনের লক্ষ্যে গান্ধি ছিলেন চূড়ান্ত বাস্তবিক ।

গান্ধি প্রযুক্তিগত উন্নয়নকে সবসময় স্বাগত জানাতেন
author img

By

Published : Aug 26, 2019, 7:01 AM IST

"আমি একজন বাস্তবিক আদর্শবাদী ।" নিজের বিষয়ে একবার এই উক্তি করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধি । সত্যের অক্লান্ত অন্বেষণে তিনি নানা পরীক্ষা করেছেন । তবে মানবজাতির জন্য নতুন কোনও দর্শন বা বার্তা নিয়ে এসেছেন, এই কথা মানতে নারাজ ছিলেন গান্ধি । তিনি বলতেন, "আমি অহিংসার পথ অনুসরণ করে সত্যের পথে হেঁটেছি । সত্যের উপর অন্য কোনও ধর্ম নেই । আর অহিংসার পথে চলা আমাদের সব থেকে বড় দায়িত্ব ।" নতুন করে কোনও মতবাদ তিনি আনেননি বলে সবসময় দাবি করতেন গান্ধি ।

গান্ধি চিরকাল তাঁর অনুগামীদের 'গান্ধিবাদ' প্রচারের প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে বলেছেন । গান্ধি বলেছিলেন, "গান্ধিবাদ নামক কোনও মতবাদ নেই । আমি নিজের নামে কোনও সম্প্রদায় গড়তে চাই না ।" গান্ধির বাস্তবিক আদর্শবাদী হওয়ার সব থেকে বড় উদাহরণ ছিল বর্ণবিদ্বেষের বিরোধিতা । তা ছাড়া রাজনীতির আঙিনায় সত্যাগ্রহ গান্ধির এক অনন্য অবদান ।

ভারতের তৎকালীন প্রচলিত ভাবধারাকে ভাঙতে সচেষ্ট হয়েছিলেন গান্ধি । সেই প্রচেষ্টায় অনেক নতুন চিন্তাধারা আমদানি করেন গান্ধি -- গ্রাম-স্বরাজ থেকে শুরু করে অহিংসা আন্দোলন । তবে সেই চিন্তাধারার ফলে অনেকেরই মনে হত যে গান্ধি নতুন প্রযুক্তি বা শিল্পায়নের বিরোধী । কিন্তু গান্ধিবাদী অর্থনীতি কোনওদিন প্রযুক্তি বা শিল্পায়ন বিরোধী কোনও মতের পৃষ্ঠপোষকতা করেনি । বর্তমান সময়ে ভারতবাসীর স্বশক্তিকরণের জন্য গান্ধি প্রযুক্তিগত উন্নয়নকে সবসময় স্বাগত জানাতেন । চরকি ঘুরিয়ে খাদির উৎপাদন নিয়ে সবাইকে সচেতন করেছেন । আবার প্রযুক্তির উপহার গণমাধ্যমকেও ব্যবহার করতেন গান্ধি । গণমাধ্যমের সাহায্যে নিজের মত প্রকাশে কোনও দিন পিছপা হননি তিনি ।

ব্রিটিশরাজের সময়ে চলা শিল্পায়নের ঘোর বিরোধী ছিলেন গান্ধি । কারণ এর জেরে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল । তাঁর মূল লক্ষ্য ছিল ভারতবাসীদের কর্মসংস্থান বৃদ্ধি । গান্ধির বিশ্বাস ছিল, মুষ্টিমেয় মানুষের হাতে ক্ষমতা থাকলে স্বরাজ পাওয়া সম্ভব নয় । গান্ধি প্রযুক্তির মাধ্যমে বিশ্বায়নের পক্ষে থাকতেন যদি তা ভারতীয়দের পক্ষে ভালো হত । তবে তৎকালীন ব্রিটিশ ক্ষমতাসীনরা প্রযুক্তির মাধ্যমে ভারতবাসীদের দমিয়ে রাখতে সচেষ্ট হয়েছিল । তাই গান্ধি সেই সময়ের ব্রিটিশদের প্রযুক্তি ও সামগ্রী বর্জন করতে আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে । তবে গান্ধির লক্ষ্য চিরকাল ছিল ভারতবাসীর উন্নয়ন । আর এই আদর্শ অর্জনের লক্ষ্যে গান্ধি ছিলেন চূড়ান্ত বাস্তবিক ।

"আমি একজন বাস্তবিক আদর্শবাদী ।" নিজের বিষয়ে একবার এই উক্তি করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধি । সত্যের অক্লান্ত অন্বেষণে তিনি নানা পরীক্ষা করেছেন । তবে মানবজাতির জন্য নতুন কোনও দর্শন বা বার্তা নিয়ে এসেছেন, এই কথা মানতে নারাজ ছিলেন গান্ধি । তিনি বলতেন, "আমি অহিংসার পথ অনুসরণ করে সত্যের পথে হেঁটেছি । সত্যের উপর অন্য কোনও ধর্ম নেই । আর অহিংসার পথে চলা আমাদের সব থেকে বড় দায়িত্ব ।" নতুন করে কোনও মতবাদ তিনি আনেননি বলে সবসময় দাবি করতেন গান্ধি ।

গান্ধি চিরকাল তাঁর অনুগামীদের 'গান্ধিবাদ' প্রচারের প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে বলেছেন । গান্ধি বলেছিলেন, "গান্ধিবাদ নামক কোনও মতবাদ নেই । আমি নিজের নামে কোনও সম্প্রদায় গড়তে চাই না ।" গান্ধির বাস্তবিক আদর্শবাদী হওয়ার সব থেকে বড় উদাহরণ ছিল বর্ণবিদ্বেষের বিরোধিতা । তা ছাড়া রাজনীতির আঙিনায় সত্যাগ্রহ গান্ধির এক অনন্য অবদান ।

ভারতের তৎকালীন প্রচলিত ভাবধারাকে ভাঙতে সচেষ্ট হয়েছিলেন গান্ধি । সেই প্রচেষ্টায় অনেক নতুন চিন্তাধারা আমদানি করেন গান্ধি -- গ্রাম-স্বরাজ থেকে শুরু করে অহিংসা আন্দোলন । তবে সেই চিন্তাধারার ফলে অনেকেরই মনে হত যে গান্ধি নতুন প্রযুক্তি বা শিল্পায়নের বিরোধী । কিন্তু গান্ধিবাদী অর্থনীতি কোনওদিন প্রযুক্তি বা শিল্পায়ন বিরোধী কোনও মতের পৃষ্ঠপোষকতা করেনি । বর্তমান সময়ে ভারতবাসীর স্বশক্তিকরণের জন্য গান্ধি প্রযুক্তিগত উন্নয়নকে সবসময় স্বাগত জানাতেন । চরকি ঘুরিয়ে খাদির উৎপাদন নিয়ে সবাইকে সচেতন করেছেন । আবার প্রযুক্তির উপহার গণমাধ্যমকেও ব্যবহার করতেন গান্ধি । গণমাধ্যমের সাহায্যে নিজের মত প্রকাশে কোনও দিন পিছপা হননি তিনি ।

ব্রিটিশরাজের সময়ে চলা শিল্পায়নের ঘোর বিরোধী ছিলেন গান্ধি । কারণ এর জেরে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল । তাঁর মূল লক্ষ্য ছিল ভারতবাসীদের কর্মসংস্থান বৃদ্ধি । গান্ধির বিশ্বাস ছিল, মুষ্টিমেয় মানুষের হাতে ক্ষমতা থাকলে স্বরাজ পাওয়া সম্ভব নয় । গান্ধি প্রযুক্তির মাধ্যমে বিশ্বায়নের পক্ষে থাকতেন যদি তা ভারতীয়দের পক্ষে ভালো হত । তবে তৎকালীন ব্রিটিশ ক্ষমতাসীনরা প্রযুক্তির মাধ্যমে ভারতবাসীদের দমিয়ে রাখতে সচেষ্ট হয়েছিল । তাই গান্ধি সেই সময়ের ব্রিটিশদের প্রযুক্তি ও সামগ্রী বর্জন করতে আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে । তবে গান্ধির লক্ষ্য চিরকাল ছিল ভারতবাসীর উন্নয়ন । আর এই আদর্শ অর্জনের লক্ষ্যে গান্ধি ছিলেন চূড়ান্ত বাস্তবিক ।

New Delhi, Aug 22 (ANI): Addressing at the 75th birth anniversary celebration of late Rajiv Gandhi, Sonia Gandhi said that former prime minister Rajiv Gandhi never used his power to put democracy in danger. She said, "Rajiv Gandhi came to power in 1984 but he never used powers to create an atmosphere of fear or to destroy the freedom and liberty of the people. He never used his power to put the principles of democracy in danger."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.