ETV Bharat / bharat

‘মহাবীর চক্র’ সম্মানে সন্তুষ্ট নন, গালওয়ান সংঘর্ষে শহিদ জওয়ানের বাবা - বি উপেন্দ্র

2020 সালে জুন মাসে গালওয়ান সীমান্তে ভারতীয় ভূখণ্ড দখল করার উদ্দেশ্য়ে চিনের লালফৌজ হামলা চালায় ৷ চিনের লালফৌজের সঙ্গে লড়তে গিয়ে প্রাণ হারান তেলাঙ্গানার বাসিন্দা কর্নেল সন্তোষ বাবু ৷ তাঁর এই পরাক্রমকে সম্মান জানিয়ে ভারত সরকার সাধারণতন্ত্র দিবসে সন্তোষ বাবুকে মহাবীর চক্র সম্মান প্রদান করে ৷ তবে, সন্তোষ বাবুর বাবা মনে করেন, তাঁর ছেলের পরম বীর চক্র পাওয়া উচিত ছিল ৷

galwan-hero-colonel-santosh-babus-father-says-not-100-satisfied-with-mahavir-chakra
মহাবীর চক্র সন্তোষ বাবু
author img

By

Published : Jan 26, 2021, 7:21 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি : মহাবীর চক্র সম্মান একশো শতাংশ সন্তুষ্ট নন গালওয়ান সেক্টরে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুর বাবা ৷ দেশের প্রতি তাঁর ছেলের বলিদানে আরও বেশ সম্মান প্রাপ্য় ছিল বলে মনে করেন বি উপেন্দ্র ৷ শহিদ কর্নেল সন্তোষ বাবুর ‘পরম বীর চক্র’ প্রাপ্য় বলে জানান তিনি ৷

প্রসঙ্গত, 2020 সালে জুন মাসে গালওয়ান সীমান্তে ভারতীয় ভূখণ্ড দখল করার উদ্দেশ্য়ে চিনের লালফৌজ হামলা চালায় ৷ চিনের লালফৌজের সঙ্গে লড়তে গিয়ে প্রাণ হারান তেলাঙ্গানার বাসিন্দা কর্নেল সন্তোষ বাবু ৷ তাঁর এই পরাক্রমকে সম্মান জানিয়ে ভারত সরকার সাধারণতন্ত্র দিবসে সন্তোষ বাবুকে মহাবীর চক্র সম্মান প্রদান করে ৷ তবে, সন্তোষ বাবুর বাবা মনে করেন, তাঁর ছেলের পরম বীর চক্র পাওয়া উচিত ছিল ৷ এ নিয়ে শহিদ সেনা জওয়ানের বাবা বি উপেন্দ্র বলেন, ‘‘এটা নয় যে আমি খুশি নই ৷ কিন্তু, আমি 100 শতাংশ খুশি নই ৷ তাঁকে আরও ভালোভাবে সম্মান জানানোর উপায় ছিল ৷ আমি মনে করি সন্তোষ বাবু নিজের কর্তব্য় করতে গিয়ে যে সাহসের পরিচয় দিয়েছেন, তার জন্য তাঁকে সেনার সর্বোচ্চ সম্মান ‘পরম বীর চক্র’ সম্মানে ভূষিত করা উচিত ছিল ৷’’

আরও পড়ুন : লাদাখ নিয়ে কি দূরদর্শিতা দেখাবে ভারত-চিন ?

তিনি আরও জানান, তাঁর ছেলে যে বীরত্ব দেখিয়েছেন, তা অনেক মানুষকে অনুপ্রাণিত করবে ৷ একই সঙ্গে তাঁদেরও, যাঁরা প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করছেন ৷ কর্নেল বাবু 16নং বিহার রেজিমেন্টের অফিসার ছিলেন ৷ গালওয়ান সেক্টরে শহিদ 20 জন জওয়ানদের মধ্য়ে তিনি একজন ছিলেন ৷ গত বছর 15 জুন চিনের লিবারেশন আর্মির সঙ্গে হাত দিয়ে যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ হারান ৷

হায়দরাবাদ, 26 জানুয়ারি : মহাবীর চক্র সম্মান একশো শতাংশ সন্তুষ্ট নন গালওয়ান সেক্টরে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ কর্নেল সন্তোষ বাবুর বাবা ৷ দেশের প্রতি তাঁর ছেলের বলিদানে আরও বেশ সম্মান প্রাপ্য় ছিল বলে মনে করেন বি উপেন্দ্র ৷ শহিদ কর্নেল সন্তোষ বাবুর ‘পরম বীর চক্র’ প্রাপ্য় বলে জানান তিনি ৷

প্রসঙ্গত, 2020 সালে জুন মাসে গালওয়ান সীমান্তে ভারতীয় ভূখণ্ড দখল করার উদ্দেশ্য়ে চিনের লালফৌজ হামলা চালায় ৷ চিনের লালফৌজের সঙ্গে লড়তে গিয়ে প্রাণ হারান তেলাঙ্গানার বাসিন্দা কর্নেল সন্তোষ বাবু ৷ তাঁর এই পরাক্রমকে সম্মান জানিয়ে ভারত সরকার সাধারণতন্ত্র দিবসে সন্তোষ বাবুকে মহাবীর চক্র সম্মান প্রদান করে ৷ তবে, সন্তোষ বাবুর বাবা মনে করেন, তাঁর ছেলের পরম বীর চক্র পাওয়া উচিত ছিল ৷ এ নিয়ে শহিদ সেনা জওয়ানের বাবা বি উপেন্দ্র বলেন, ‘‘এটা নয় যে আমি খুশি নই ৷ কিন্তু, আমি 100 শতাংশ খুশি নই ৷ তাঁকে আরও ভালোভাবে সম্মান জানানোর উপায় ছিল ৷ আমি মনে করি সন্তোষ বাবু নিজের কর্তব্য় করতে গিয়ে যে সাহসের পরিচয় দিয়েছেন, তার জন্য তাঁকে সেনার সর্বোচ্চ সম্মান ‘পরম বীর চক্র’ সম্মানে ভূষিত করা উচিত ছিল ৷’’

আরও পড়ুন : লাদাখ নিয়ে কি দূরদর্শিতা দেখাবে ভারত-চিন ?

তিনি আরও জানান, তাঁর ছেলে যে বীরত্ব দেখিয়েছেন, তা অনেক মানুষকে অনুপ্রাণিত করবে ৷ একই সঙ্গে তাঁদেরও, যাঁরা প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করছেন ৷ কর্নেল বাবু 16নং বিহার রেজিমেন্টের অফিসার ছিলেন ৷ গালওয়ান সেক্টরে শহিদ 20 জন জওয়ানদের মধ্য়ে তিনি একজন ছিলেন ৷ গত বছর 15 জুন চিনের লিবারেশন আর্মির সঙ্গে হাত দিয়ে যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ হারান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.