দিল্লি, 31 জানুয়ারি : প্রধানমন্ত্রীর মর্যাদাকে সবসময়েই সম্মান করেন আন্দোলনরত কৃষকরা৷ একইসঙ্গে, তাঁরা আত্মমর্যাদাকেও রক্ষা করতে সদা সচেষ্ট৷ রবিবার একথা বললেন কৃষক নেতা নরেশ টিকায়েত৷ একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তাঁর সরকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে সব সময়েই প্রস্তুত৷ শুধু একটা ফোনের অপেক্ষা৷ মোদির সেই বক্তব্য়ের 24 ঘণ্টার মধ্য়েই টিকায়েতের এই মন্তব্য় তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী তথা মোদি সরকারকে বার্তা দিতেই দেশের প্রশাসনিক প্রধানের পাশাপাশি কৃষকদের মর্যাদার কথাও তুলে ধরেছেন নরেশ৷
26 জানুয়ারির হিংসার পরও যে আলোচনার পথ শেষ হয়ে যায়নি, রবিবার সেই বার্তাও দিয়েছেন নরেশ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আগে আমাদের লোকেদের মুক্তি দেওয়া হোক এবং আলোচনার উপযোগী পরিবেশ তৈরি করা হোক৷ গোটা প্রক্রিয়াটাই শান্তিপূর্ণভাবে মেটা দরকার৷ আমরা কখনই চাপের কাছে নতি স্বীকার করব না৷ ’’ রবিবার গাজিপুর সীমানায় সাংবাদিকদের একথা বলেন নরেশ৷
শনিবার মোদি বলেছিলেন, তাঁর সরকার এখনও আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় রাজি৷ শুধু একটা ফোন কল করতে হবে৷ এর জবাব নরেশ টিকায়েত বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর মর্যাদাকে সম্মান করি৷ কৃষকরা কখনই চান না সরকার ও সংসদ তাঁদের সামনে মাথা নিচু করুক৷ একইসঙ্গে, কৃষকদের মর্যাদা রক্ষা করতেও আমরা বদ্ধপরিকর৷ মধ্য়পন্থা খুঁজে বের করতেই হবে৷ আলোচনা হওয়া দরকার৷’’
আরও পড়ুন: 26 জানুয়ারি হিংসা ছড়ানোর অভিযোগে 38টি এফআইআর দায়ের, গ্রেপ্তার 84
26 জানুয়ারির হিংসা প্রসঙ্গেও এদিন ফের একবার মুখ খোলেন নরেশ৷ বলেন, ‘‘চক্রান্ত করে হিংসা ছড়ানো হয়েছিল ওই দিন৷ জাতীয় পতাকার স্থান সবার উপরে৷ আমরা কখনও কাউকে জাতীয় পতাকার অবমাননা করতে দেব না৷ এটা কখনই বরদাস্ত করা হবে না৷’’