ETV Bharat / bharat

কালিন্দী এক্সপ্রেসে বিস্ফোরণ - explosion

আজ সন্ধে ৭টা নাগাদ উত্তরপ্রদেশের কানপুরের কাছে শিবরাজপুর স্টেশনে কালিন্দী এক্সপ্রেসে বিস্ফোরণ হয়।

ফোটো সৌজন্যে : @Pixabay
author img

By

Published : Feb 20, 2019, 10:20 PM IST

কানপুর, ২০ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের কানপুরের কাছে শিবরাজপুর স্টেশনে কালিন্দী এক্সপ্রেসে বিস্ফোরণ। আজ সন্ধে ৭টা নাগাদ এই বিস্ফোরণ হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলপুলিশ সূত্রে খবর, জেনেরাল কামরার শৌচাগারে একটি ব্যাগে বিস্ফোরক রাখা ছিল। কে বা কারা বিস্ফোরক রেখেছিল জানা যায়নি। রেলপুলিশ এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত করছে।

কানপুর, ২০ ফেব্রুয়ারি : উত্তরপ্রদেশের কানপুরের কাছে শিবরাজপুর স্টেশনে কালিন্দী এক্সপ্রেসে বিস্ফোরণ। আজ সন্ধে ৭টা নাগাদ এই বিস্ফোরণ হয়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলপুলিশ সূত্রে খবর, জেনেরাল কামরার শৌচাগারে একটি ব্যাগে বিস্ফোরক রাখা ছিল। কে বা কারা বিস্ফোরক রেখেছিল জানা যায়নি। রেলপুলিশ এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত করছে।


Bengaluru, Feb 20 (ANI): American defence weapon manufacturing giants Lockheed Martin's special F-21 fighter jet is being only offered to India, said company's Vice President Vivek Lall. "The F-21 is a unique fighter aircraft we are offering only to the Indian Air Force. It is not going to be on offer for anyone else around the world. We have a strategic partnership with Tata on this program", said Vivek Lall at Aero India Show.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.